![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
....আপুরা রাগ করবেন না ত?
সব মেয়েদের নই,,
কিছু কিছু মেয়েদের বলছি...
আচ্ছা তোমার কি
লজ্জা করেনা ??
তোমার বয়ফ্রেন্ডের
সাথে অবাধ
মেলামেশা করো,
বাসায় ফিরে সেই নষ্ট
শরীর নিয়ে
নিজের মা-
বাবার সামনে দাঁড়াও।
ঘন্টার পর ঘন্টা
আবাসিক
হোটেলে অথবা বন্ধুর
বাসায়
মেলামেশায় ব্যস্ত এবং
কোন কারণে ব্রেকাপ
হওয়ার পর অবশেষে
অপরিচিত
একজনের সাথে যখন
সেজে গুজে বিয়ের
পিঁড়িতে
বসো !!
তখন একবারও কি
লজ্জা লাগেনা?
একবারও কি
ভাবোনা?
আমি কেন
এত সাজুগুজু করছি,
কি আছে
আমার কাছে, আমি তো
চরিত্রহীনা,
আমি তো
আমার স্বামীর হক
নস্ট করে ফেলেছি,
আমি তো
তাকে ঠকিয়ে
ফেলছি !!
একবারও কি মনে হয়
না, কিসের এত
আয়োজন ?
এই
নষ্ট শরীরটাকে লাল
কাপড়ে পেঁচিয়ে,
সোনার হার/
বালা/কানের দুল পরে
এবং শরীরের
উচুভূমিকে জোর
করে সমতল ভূমি
বানিয়ে বিয়ের আসর
পার করে
দিলেই কি তুমি
নিজেকে সতী মেয়ে
প্রমাণ করে
ফেলছো !!
জানি তখন তোমার
বিবেকে নাড়া
দিবে, তুমি
চোখের জল ফেলবে
এবং বলবে যে কেন
আগে এসব
করলাম ।
হয়তো
স্বামীর কাছে
অস্বীকার
করে পার
পেয়ে যাবে, হয়তো
তোমার স্বামী সব
বুঝেও কিছু
জিজ্ঞেস করবে না,
কারণ স্বামী মেনে
নিতে বাধ্য,
কিন্তু সারাটিজীবন
তো কলংকের দাগ
থেকেই যাবে !!
তাইতো বলছি,
নিজের
সতীত্বের সম্মান
দিতে শিখো,
সামান্য একটা
বয়ফ্রেন্ডের দু
চারটা মিস্টি
কথা শুনে যে সব
বিলিয়ে দিতে হবে
এমন তো নয় !!
নিজের মনকে শক্ত
করো, আল্লাহ কে ভয়
করো !!
মেয়েদের জীবন বড়ই
কঠিন !!
সতীত্ব ঠিক রাখা
সেই কঠিন জীবনের
সবচেয়ে কঠিন কাজ !!
এক জন ভাল সতীত্ নারী যে পুরুষের ঘরে আসবে তার ঘরে রহমতের বাতাশ বয়বে সারাক্ষন।
২| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৬
md yousuf rana বলেছেন: অবশ্যই আছে
৩| ২০ শে জুন, ২০১৬ রাত ১০:৫২
লিংকন১১৫ বলেছেন: সতীত্ব সুধু কি মেয়েদেরি ? নাকি পুরুষেরও আছে
দেখুন শারীরিক সম্পর্কের জন্য বেশীরভাগ ক্ষেত্রে পুরুষরাই দায়ী থাকে , একটা ছেলেই কিন্তু অনেক টা জোর করেই সব কিছু করে থাকে , হা এখানে ভালবাসাও থাকে ।
অবশ্য মেয়েটা যদি ছল ছাতুরি করে সেটা আলাদা কথা
৪| ২০ শে জুন, ২০১৬ রাত ১১:৫৯
নতুন বলেছেন: ভাই আপনি যেই নারীদের উপদেশ দিলেন সেই সব নারীরা কি ভাবে সতীত্ব হারায়???
তারা কি নিজেরাই নিজেদের সতীত্ব নস্ট করে নাকি কোন পুরুষের সাথে মিলিত হয়ে সতীত্ব হারায়...
আর দেশে একটা ছেলে কিন্তু কয়েকটা মেয়ের সাথে শারীরিক সম্পক করে সেই ভাবে ১জন মেয়ে কিন্তু তত গুলি ছেলের সাথে সম্পক করে না....
তাই আপনার আগে ছেলেদের জন্য এই লেখাটা লেখা উচিত ছিলো... তারপরে মেয়েদের উপদেশ দেওয়া দরকার।
সভাবতই মেয়েরা নিজেদের সতীত্ব বিলিয়ে দেবার জন্য বসে থাকেনা। বরং তার প্রমিক ছেলেই কিন্তু মেয়েকে রাজি করায়...
তাই আপনি উপদেশ ছেলেদের দিন... তারা যদি মেয়েদের পাজামার ভেতরে নজর না দেয় তবে মেয়েদের সতীত্ব নিয়ে আপনার চিন্তা করতে হবে না।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫২
বিজন রয় বলেছেন: পুরুষের কি সতীত্ব আছে লেখক? তাদের কি সতীত্বের সন্মান দেওয়ার প্রয়োজন পড়ে না?