![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরে গেলে যখন আমি,
হয়ে যাব লাশ।
বন্ধু-বান্ধব ছেড়ে দিবে,
তখন আমার পাশ।
কেউ বলবে বাঁশ কাঁটো,
অতি তারাতারি।
কেউ বলবে মাঁটি দিয়ে,
যাব কখন বাড়ি?
আজ আমি জীবিত বলে,
সবাই আমার আপন।
মরণ কালে সঙ্গী হবে,
শুধুই সাদা কাফন।...
২| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৪০
নাবিক সিনবাদ বলেছেন: হুম
৩| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাস্তব এবং সত্য কথন।
সবাইকেই ছেড়ে চলে যেতে হবে এই মায়া ছেড়ে..!
৪| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৫
ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: সুন্দর হয়েছে......বস.......অস্তির..............
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্য কথন
খুব সুন্দর । শুভেচ্ছা রইল