নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন গুনাহগার,আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ্ ,একজন মুসলমান হিসেবে নিজেকে ধন্যমনে করি ।সর্বকালের সর্বশ্রেষ্ঠমানব,সকল নবীদের শ্রেষ্ঠ নবী হযরতমুহাম্মাদ সাঃ এর উম্মতহতে পেরে নিজেকে গর্বিত মনে করি।দ্বীনের পথে চলতে চেষ্টা করি।

md yousuf rana

আমি এক জন মুক্তিযোদ্ধার সন্তান

md yousuf rana › বিস্তারিত পোস্টঃ

খুতবা

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭

মসজিদে মসজিদে খোতবা লিখে পাঠাবেন ভাল কথা। সাথে ইমাম, মোয়াজ্জিনের বেতন ভাতাটাও পাঠিয়ে দিবেন।

মসজিদ চলবে জনগনের টাকায় আর খোতবা লিখে দিবেন আপনারা!? তা'তো মানা যায় না।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭

আহলান বলেছেন: সরকারতো জনগনেরই প্রতিনিধিত্ব করে, তাই না!

২| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৫

বিদ্যুৎ চমক বলেছেন: মসজিদ কেন সরকারও তো জনগনের টাকায় চলে। তবে জনগনের জন্য কতটুকু করে সেটিই হলো বিষয়।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৫

ম্যাভরিক০৫ বলেছেন: সরকারি ভাবে মসজিদের বেতন ভাতা যদি দেয়া হয়, (অন্তত পক্ষে) উপজেলা লেভেলে, ভাল হতো, কিন্তু এটা একটা ইস্যু হয়ে যাবে, নানা জনে নানা মন্তব্য করবে, আমরা এক ডিসিশনে আসতে পাড়ী নাই কোন ডিঙ, সম্ভব হবে কিনা আল্লাহ জানে

৪| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৫

৪০৪ পাওয়া যায় নি বলেছেন: এটা খোঁড়া যুক্তি। জাতীয় স্বার্থে এটা করা হয়েছে। খুতবা নিয়ন্ত্রণ নয় বরং উদ্দেশ্য জনসচেতনতামূলক। জনগনকে সচেতন করার দায়িত্ব কিন্তু সরকারের একার না। আর এ জন্য বেতন ভাতার দায়িত্ব নেয়ার প্রশ্ন এখানে অবান্তর। মসজিদ তো সামাজিকতা চর্চার উতকৃষ্ট স্থান, নয় কি? যারা আজকে বিপদগামী তারা সঠিক দিক নির্দেশনার অভাবেই আজ বিপদগামী। এমনকি বাংলা তর্জমা সহ খুতবা পাঠকেও সমর্থন করি। আরবী সব মুসলমানদের ধর্মীয় ভাষা কিন্তু মায়ের ভাষা নয়। যা শুনছি তা বোধগম্য হবার অধিকারও আমার আছে। সরকার তো নিজের গুনগান লিখে খুতবায় প্রচার করতে বলে নি।

৫| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৫

৪০৪ পাওয়া যায় নি বলেছেন: এটা খোঁড়া যুক্তি। জাতীয় স্বার্থে এটা করা হয়েছে। খুতবা নিয়ন্ত্রণ নয় বরং উদ্দেশ্য জনসচেতনতামূলক। জনগনকে সচেতন করার দায়িত্ব কিন্তু সরকারের একার না। আর এ জন্য বেতন ভাতার দায়িত্ব নেয়ার প্রশ্ন এখানে অবান্তর। মসজিদ তো সামাজিকতা চর্চার উতকৃষ্ট স্থান, নয় কি? যারা আজকে বিপদগামী তারা সঠিক দিক নির্দেশনার অভাবেই আজ বিপদগামী। এমনকি বাংলা তর্জমা সহ খুতবা পাঠকেও সমর্থন করি। আরবী সব মুসলমানদের ধর্মীয় ভাষা কিন্তু মায়ের ভাষা নয়। যা শুনছি তা বোধগম্য হবার অধিকারও আমার আছে। সরকার তো নিজের গুনগান লিখে খুতবায় প্রচার করতে বলে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.