![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক লোক একদিন
বাজারে গেলো কলা বিক্রি
করতে....
বিক্রি ও মোটামুটি ভালই
হচ্ছিলো হটাত
লোকটির মাথায়
একটি বুদ্ধি আসলো
কলা তো মোটামুটি ভালই
বিক্রি হচ্ছে তাহলে কলা যদি
ছিলে বিক্রি
করি তাহলে হয়ত
আরো বেশি বিক্রি হবে।।
যেই ভাবা সেই কাজ,
কলা গুলো ছিলে রাখলো।
কিন্তু তখন কেউ সেই
কলা গুলো কিনেতে আসে না। সবাই
কলা দেখেই চলে যায়।
লোকটি পরলো মহা বিপদে আর
কলা বিক্রি করতে পারছিলো না।
সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন দেখে কলার
রং নস্ট হয়ে যাচ্ছে.. আবার
ফেলেও দিতে পারছে না।
বাজারে কলা ফেলে দিলে লোকে
হাসাহাসি করবে।
আবার বাড়িতেও
নিয়ে গেলে ওর বাসার
সবাই গালাগালি করবে। শেষ
চিন্তা করলো কলা গুলো কাউকে
ফ্রি দিয়ে দেই
সবাইকে বললো কিন্তু
ছিলানো কলা কেউ
নিতে চায় না।। শেষে এক
লোককে বললো ভাই
আপনাকে কয়েকটা টাকা দেই
আপনি কলাগুলো নিয়ে যান । টাকার
কথা শুনে লোকটি কলা নিলো
কিন্তু কিছুদুর
গিয়ে কলা ফেলে দিয়ে টাকা
গুলো নিয়ে চলে গেলো টাকার
জন্যই কলা গুলো নিয়েছিলো এই
ছিলানো কলা দিয়ে কি করবে
আপনারাই বলুন?? ..
তেমনি এই যুগের মেয়েদের কলার
মতো অবস্থ্যা হয়ে পরেছে....
আগে মেয়েরা ইসলামের
পথে চলতো পর্দায় থাকতো।
আগে মেয়েদের অনেক দাম
ছিলো মর্যাদা ছিলো তখন
ছেলেরা মেয়েদের পন। (টাকা)
দিয়ে বিয়ে করতে হতো। যখনি সেই
কলা ওয়ালার মতো খারাপ বুদ্ধি
মাথায়
আনলো বেপর্দায় চলাফেরা শুরু
করলো তখন থেকেই
নারীরা ছিলানো কলার মতই
পচে গেলো বিয়ে দিতে গেলেও
দেখে দেখে চলে যায়। ফ্রি ও
নেয়না অথচ
টাকা দিয়ে বিয়ে দিতে হয়। সে
থেকেই
যৌতুকের আবিস্কার চালু হয়।
..
কিন্তু
বেপর্দা নারী দিয়ে মানুষ
কি করবে টাকা গুলো নিয়ে কলার
মতই নারীদের ফেলে দিচ্ছে...>>
২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৬
অরুনি মায়া অনু বলেছেন: নারী পর্দায় থাকেনা তাই তারা মূল্যহীন, বিয়ের বাজারে টাকার বিনিময়ে বিক্রি হয় এটি মেনে নিতে পারলাম না | তবে এইসব নারী ক্রেতারা তাদের বিবেক বিবেচনা নীতিবোধ কোন বাজারে বিক্রি করে দিয়ে এসেছে? যৌতুকের পক্ষে এমন যুক্তি অযৌক্তিক
৩| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১:২০
সোমনাথ বিস্বাস বলেছেন: কথা সত্য
৪| ২২ শে জুলাই, ২০১৬ রাত ২:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জমেনি...
৫| ২২ শে জুলাই, ২০১৬ ভোর ৫:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা................কৈছেন ভালোই
৬| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৮:০২
কলাবাগান১ বলেছেন: ইতর মার্কা পোস্টে আবার ভাল লাগা ও দিচ্ছে ব্লগের সেলিব্রেটিরা...বাহ..। মেয়ে মানুষ কলা??? আপনার মা ও তো মেয়ে মানুষ নাকি অন্য কিছু??
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫২
প্রামানিক বলেছেন: কথা মন্দ নয়