নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন গুনাহগার,আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ্ ,একজন মুসলমান হিসেবে নিজেকে ধন্যমনে করি ।সর্বকালের সর্বশ্রেষ্ঠমানব,সকল নবীদের শ্রেষ্ঠ নবী হযরতমুহাম্মাদ সাঃ এর উম্মতহতে পেরে নিজেকে গর্বিত মনে করি।দ্বীনের পথে চলতে চেষ্টা করি।

md yousuf rana

আমি এক জন মুক্তিযোদ্ধার সন্তান

md yousuf rana › বিস্তারিত পোস্টঃ

হুজুরদের যৌবন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২০

হুজুরদের যৌবন নিয়ে একটি লেখা।
তুলে ধরলাম ছোট্র একটি
অভিজ্ঞতার কথা,
.
কিশোর জীবনেই অনেকের উপর
চেপে বসে ভূত!!
তখন সে ভুলে যায় সে একজন কিশোর!
আর যৌবনতো অনেক দূরের কথা,
যেমন, স্যার তার অষ্টম শ্রেণীর
ছাত্রিকে প্রতিদিনের মত আজকেও
প্রাইভেট পডাতে এসেছে..
কিন্তু আজ স্যারের উদ্দেশ্য ভিন্ন,
তাই স্যার বলছে... খাতার শেষ
পৃষ্টার অংকগুলো ভাল করে দেখে
নাও, ছাত্রী
তাই করল, কিন্তু শেষ পৃষ্টায় তো কোন
অংক ছিলনা, ছিল ইংলিশে একটি
ওয়ার্ড, I Love U
ছাত্রী মুচকি হেসে বলছে, স্যার,
আমি অষ্টম শ্রেণীতে পডি, এখনো
কি খালি থাকা সম্ভব...?
এর অর্থ কি দাডায় আমি আর বলতে
চাচ্ছিনা,
.
বড় বড় কলেজ ভার্সিটির পাশে
আছে সাইবারক্যাপ, যার ভিতরে
দুইজন একসাথে প্রবেশের ব্যবস্থা
আছে, কিন্তু প্রতিনিয়তে ঘটছে
দুর্ঘটনা,
আর তাই এখন অনেক ক্যাপের সামনে
বড় করে লেখা আছে... ছেলে মেয়ে
একসাথে প্রবেশ নিষেধ"
উনমুক্ত বন্ধুত্বের যে এক সভ্যতা বের
হয়েছে তা আর ভাষায় বুঝানো
যাবেনা....
.
কিন্তু একজন মাদ্রাসার ছাত্র যখন
কিশোর থাকে, তখন সে রাত ৩টার
সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পডে
কোরআন পডতে বসে।
সারাদিন চার দেওয়ালের ভিতরে
চিৎকার করে পাঠ করতে থাকে
মহান আল্লাহর বাণী....
যখন তাঁর দেহে তারুন্যের বাতাস
লাগবে তখন সে বুঝতে শুরু করে
কোরআনের ভাষা,
শুধু কি তাই? ৯৫% মাদ্রাসার ছাত্র
নারীদের চোখের দিকে
তাকিয়ে কথা বলতে পারবেনা,
নারীদের হাত ধরে পথ চলা আর
উনমুক্ত বন্ধুত্বতো বহুদূরের কথা,
.
কিন্তু অন্যদের জন্য এটা নরমালি
ব্যপার,
ঢাকার অনেক দর্শনিয় স্থানে এখন
উনমুক্ত অপকর্ম চলে .......
যেখানে বাবা মা নিয়ে প্রবেশ
করা অসম্ভব,
যারা ভিতরে অপকর্মে লিপ্ত
তাদের অধিকাংশৈ কোন স্কুল বা
কলেজের ড্রেস পডা থাকে,
অতচ জরিপ সূত্রে বলা হয় ১৮ থেকে ২৪
বছরের যুবকের হাতে সভ্যতা,
আমি কসম করে বললাম সল্প কিছু
নামধারী হুজুর ব্যতিত বিশ্বের
প্রতিটি হুজুরের যৌবন ১০০% পবিত্র।
তাই আপনার সন্তানকে মাদ্রাসায়
পড়ান।
আলেম বানান।
আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার,
আলেম
সেনাবাহিনী, আলেম ব্যবসায়ী, যা
কিছু বানাতে
চান আগে আলেম বানান।
অথবা দাওয়াত তাবলিগে
পাঠান... অথবা চরমোনাই মাহফিলে পাঠান... ইনশাআল্
লাহ..আপনার আপনজন আলেম ডাক্তার,
আলেম ইঞ্জিনিয়ার, আলেম
সেনাবাহিনী,
আলেম ব্যবসায়ী,হবে...

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৩

muftisiraji বলেছেন: yosuf সাহেব!
অসংখ্য ধন্যবাদ,, আপনাদের লেখারমমাধুর্যতায় ভেসে উঠে আলেম উলামাদের চিত্র। ধন্যবাদ :>

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

শরীফ ভূঁইয়া বলেছেন: অধিকাংশ মেয়ে হুজুর জামাই পছন্দ করে না কিন্তু তারা চায় স্বামীটা হুজুরের মত হোক....

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭

নামে বইয়ের পোকা বলেছেন: খুব ভালো লেগেছে। লেখাতে আলেমদের চরিত্র ফুটে উঠেছে।
আসলে, মাদ্রাসার ছেলেরা অনেক ডিসিপ্লিনে চলাফেরা করে।
তাড়া নিয়মমাফিক, পড়াশোনা, ইবাদত, বাড়ি ঘরের কাজে অংশগ্রহণ ইত্যাদি করে যায়। কিন্তু এখানে বেশিরভাগ স্কুল বা কলেজের ছাত্রের ভুমিকা অন্যরকম থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.