![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি 6 মাস প্রেম করছেন হঠাৎ আবদার করেছেন আপনার প্রেমিকার কাছে যে তার সাথে,, শারিরীক সম্পর্ক করবেন।
মেয়েটা রাজি হল না কিন্ত কিছুদিনের জোরাজুরিতে মেয়েটা
রাজি হয়ে গেল এবং আপনার আবদারটাও পূর্ণ হল। এখন সবাই ভাববে মেয়েটার চরিত্রে
সমস্যা আছে কিন্তু এটা ভাববে না যে,মেয়েটা আপনার কাছে কত বড় বিশ্বাসের পরিক্ষা দিল। সবাই ভাববে যে মেয়েটার চরিত্র নষ্ট কিন্তু এইটা ভাববেনা যে, আপনার
অন্যায় আবদারের কথা।
.
আপনার কি অনেক ক্ষতি হত যদি আবদারটা এমন হত যে "তোমার হাতে আমার নামের উল্কি লিখো "এতেও মেয়েটা রাজি হয়ে যেত কিন্তু এতে উপকারটা হত এই যে চরিত্রে দাগ না পড়ে মেয়েটার হাতে দাগ পড়তো।
.
মেয়েরা সব পারে কেন জানেন?
.
মেয়েরা সব পারে কারণ মেয়েরা
পৃথিবীর সব থেকে বোকা প্রাণি।কারণ বোকা না হলে একজন ধর্ষক এর বউ থাকতো না, বোকা না হলে একজন ইভটিজারের বোন থাকতো না, বোকা না হলে নিজের শরিরকে বিলিয়ে আপনার ভোগ পন্য হত না, বোকা না হলে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া মায়ের সন্তান থাকতো না....
.
পরিশেষে শুধু এটুকুই বলবো, না জেনে; না শুনে কোন নারী কে অপবাদ দিচ্ছেন? সেই নারীকেই কিন্তু একদিন আমার আপনার মত কেউ মা ডাকবে, কেউ বোন
ডাকবে, কেউ বউ ডাকবে...
.
এটা বলবো না যে সব মেয়ে দুধে ধোয়া তুলসি পাতা; তবে এটাও সত্যি যে সব মেয়ে খারাপ না।তাই কিছু মেয়ের জন্য মেয়ে জাতিকে উদ্দেশ্য করে খারাপ বলা ঠিক না...
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৭
নির্ঝরের_স্বপ্ন বলেছেন: লেখক এবং ১ নং কমেন্টকারী - দুজনেই অবান্তর চিন্তা করছেন। দুনিয়ার কোন মেয়েই ভালবাসার পরীক্ষা দেবার জন্য শারীরিক সম্পর্কে রাজি হয়না। বেশির ভাগ মেয়েই তা করে বাধ্য হয়ে। বয়প্রাপ্ত হবার পরে একটা মেয়ের প্রধান চাহিদা হয়ে দাড়ায় সামাজিক নিরাপত্তা। যে পুরুষ তাকে এই নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে, তার উপর মেয়েটা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে এবং তার অনেক অন্যায় আবদার মেনে নিতে বাধ্য হয়।
তবে কোন পুরুষ যদি দায়িত্ব নেবার আগেই শারীরিক সম্পর্কের জন্য উতলা হয়ে ওঠে, তবে তাকে বিশ্বাস করা একেবারেই উচিৎ নয়। কিন্তু মেয়েরা মাঝে মাঝে এমন বাস্তবতার মুখোমুখি হয় যে এছাড়া আর কোন পথ তার সামনে খোলা থাকেনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গাধার মত প্রশ্ন করলে উত্তর দিব কী?
যখন ছেলেটা প্রস্তাব দেয় তখন মেয়েটা একটা থাপ্পড় দিয়ে সম্পর্ক ভাঙতে পারে না? মেয়েদের জন্যই তো ছেলেরা লাই পায়। ছেলে প্রকৃতিগত ও সামাজিকভাবেই কর্তৃত্বপরায়ণ হয়। সে খারাপ প্রস্তাব দিবে তাই বলে কী মেয়ে রাজি হতে হবে? প্রেম ভাঙা বড় নাকি বিয়ের আগে কুকাম করা বড় হয়ে গেল মেয়ের কাছে?