নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

"খানিকটা"

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

২০০৬ সালে ঢাকা আসি। ২৫০০ টাকা দিত আম্মু থাকা-খাওয়ার জন্য। ভাল ভাবেই ছিলাম।



টাকার টান পরলে একটা সময় না খেয়ে কয়েক বেলা কাটিয়েছি, কাউকে জানাইনি, কারো থেকে ধার নেইনি। মনে কষ্ট রাখিনি এই ভেবে যে আল্লাহ ব্যাবস্থা করে দিবেন। ধৈর্য্য ধরে ছিলাম, চেষ্ঠা করেছি। আমার নীতি থেকে সরিনি, হারাম উপার্জন করিনি, নিজের চরিত্র নষ্ট করিনি। ছোট পরিসরে বড় করেই এই কথাগুলোই লিখে ফেললাম আজ।



সাল ২০০৭::

ইউনিভার্সিটি পড়ছি, বাসা থেকে টাকা আনতে আর ইচ্ছে হয় না, আব্বুকে একটু রিলাক্স রাখতে চাইলাম। টিউশনি হন্যে হয়ে খঁুজতেছি, পেয়ে গেলাম একটা অনেক কষ্টে। সে টাকায় থাকা-খাওয়া চালে যেত কোনরকমে, কোন বেলা না খেয়েও থাকতাম। মাসে পেতাম ৩,০০০/-



সাল ২০০৮::

কিছু দিন কষ্ট করে চলার পর টিউশনি পেলাম আরেকটা। কোন বাজে খরচ ছিল না। না সিগারেট, না আড্ডা, না অন্য কোন খরচ। সেখান থেকে একটু একটু করে টাকা জমিয়ে নিজের স্বপ্নের কম্পিউটার কিনে ফেলি। তখন পেতাম ৭,০০০/-



সাল ২০০৯::

চলছিল চলার মত, ক্যরিয়ারের সঠিক কিছু বুঝে উঠতে পারিনি এখনো। আমার স্বপ্নকে ধরার সব চেষ্ঠাই করে যাচ্ছি, সময়কে জলাঞ্জলি দিয়ে। IUB থেকে স্বপ্নের scholarship পেলাম। শুরু হবে হয়তো ভালো কিছু। মাসে ইনকাম ৯,০০০/-



সাল ২০১০::

IUB'তে ভাল কিছু সুযোগ পেলাম। নাটকে কাজ শুরু। BBC'র হয়ে কাজও করেছিলাম। চরম আশাহত মিডিয়া নিয়ে; ধর্ম, আব্রু, নীতিবোধ নেই বললেই চলে। মন থেকে জড়াতে পারিনি অনিসলামিক কিছুতে। চলে আসলাম। মাসে কোন উপার্জন নেই ০০০০/-



সাল ২০১১::

কি করবো ভাবছি। ইউনিভার্সিটিতে ভাল পারফরম্যন্সের দরুন খুব ভাল টিউশনির অফার পেলাম আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর ও বন্ধুদের মাধ্যমে। নিজের খরচ আর বাসায়ও টাকা দেয়া সম্ভব হলো। আর কিছুটা জমাতে লাগলাম। মাসে পাচ্ছি ৩৩,০০০/-



সাল ২০১২::

টিউশনি থেকে জমানো টাকা দিয়ে কি ব্যবসা করবো বুঝতেছিলাম না। অনেক ভেবে চিন্তে ঘরে বসেই টুকটাক বেচাকেনা শুরু করি। টিউশনিতে সুখ্যাতির জন্য আরো কিছু অফার পেলাম। দুপুর থেকে রাত, সপ্তাহে ৭দিন শ্রম দিলাম। আব্বু-আম্মু, বোনকে ঢাকা নিয়ে আসি। মাসে পেতাম ৬৩,০০০/-



সাল ২০১৩::

iPhone, iPad, MacBook-এর খুটিনাটি কাজ করায়ত্ত করলাম, পরিচিতি বাড়ালাম, 'Plan B' নামে নিজের ব্র্যান্ডিং করতে লাগলাম। লাভ-লোকসান মিলিয়ে চলছিল। কিছু প্রতিকূলতা চলছিল, মনে আর বনে যুদ্ধ চলছিল নিজেকে সৃজনশীল মন থেকে ব্যবসায়ী বানাতে। টিউশনি ছাড়তে পারিনি। আমার students আমার বন্ধুহয়ে গেছে। ছোট বোনটাকেও ইউনিভার্সিটিতে ভর্তি করলাম। মাসে আয় ৭৫,০০০/-



সাল ২০১৪::

ব্যবসায় পুরোপুরি মননিবেশ করলাম। মাসিক খরচ বেড়ে গেল। শুরু হল টিকে থাকার পরীক্ষা। রাজনৈতিক কারনে বড় লস হোল, ইনভেস্ট কমে গেল, কয়েক মাস বড় খরচের ধাক্কা সামাল দিতে হল। বাজে অবস্থা চলছিল। অফ হয়ে যাওয়ার অবস্থা। এখন ৩ জন ইনভেস্টর নিজ থেকে আমার সাথে ব্যাবসা করতে চাচ্ছে। কার সাথে যাবো সিদ্ধান্ত নেয়া হয়নি। কি করা উচিৎ হবে তার জন্য যথেষ্ঠ পর্যবেক্ষন দরকার, করছি এখনো। ইচ্ছে আছে ইনশাআল্লাহ গুলশানে একটা দোকান নেবার।



প্রাপ্তি ::

খুব বেশী মানুষ আমার সম্পর্কে জানে না। যারা জানে তারা কেউ কেউ বকাঝকা করেছে অনেক, লজ্জা দিয়েছে আমি কেন টিউশনি করি, কেন চাকরী খুজিনা, কেন নিজের জন্য স্থায়ী কিছু না করে সবাইকে ঢাকা এনেছি। তাদেরকে বুঝাতে পারিনি যে আমার ভবিষ্যতের চেয়ে তাদের বর্তমান অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি আব্বু-আম্মুকে অন্তত আগের চেয়ে ভাল রাখতে পেরেছি। তাদের হাতে সময় মত সংসারের টাকা তুলে দিতে পারছি, তাদেরকে নিজের চোখের সামনে রাখতে পারছি। তাদের চোখে একটা তৃপ্তি দেখতে পারছি।

এসব কিছুর বিনিময়ে নিজের বন্ধুহারিয়েছি সময় দিতে পারিনি বলে, পড়াশুনা নিজের মত করে শেষ করতে পারিনি টাকা উপার্জনের জন্য আমার সব সময়টা দিতে হয়েছে তাই। শখ, ছিনেমা, ঘুরাঘুরি, আড্ডা কিছুতেই আমি থাকতে পারিনি।



শূন্যতা ::

আজও সবচেয়ে কাছের মানুষ লজ্জা দেয় আমি এভাবে কেন আছি, আমি introvert কেন, কেনই বা unsocial, আর কেন এত fundamentalist বা conservative, কেন আমি যুগের সাথে তাল মিলাতে পারিনি, কিভাবে বুঝাবো জানিনা।





আল্লাহ যতটুকু পথ এনেছে তার জন্য কখনো ঠিক ভাবে শুকরিয়া জানানো হয়নি। "আলহামদুলিল্লাহ"



জানি হাতেগুনা কয়েকজনের ধৈর্য্য হবে এটা পড়তে। দোয়াপ্রার্থী আপনাদের।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৩

বাংলাদেশি বাংগালী। বলেছেন: masha allah

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

ডনস ইব্রাহিম বলেছেন: চরম লাগছে ভাই, এগিয়ে যান নিজের মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.