নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

"সুন্দরী"

২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬

"সুন্দরী"

--- বাই তার পোলা



শুক্রবারে আমাকে নিয়ে আম্মুর অনেক 'ঝামেলা পোহানিং' হয়। কারন এই দিনে বাইরের কাজ কম, বাসায় বেশি রাখি। তার একটা ছোট্ট নমুনা।

বাসায় মাঝে মাঝে আম্মুকে সুন্দরী বলে ডাকি, আগে নাম ধরে ডাকতাম, পরে দেখি বাপ চোখ বড় করে, চোখ বড় করার কি দরকার, ভয় পাই না?! যাই হোক মেইন n আজাইরা কথায় আসি, কোন এক শুক্রবারের টুইস্ট:



সুন্দরী: 'ফয়ছল..' (আমার পোড়া কপাল, আমার মা নিজেই আমারে নাম ভুল ডাকে!) 'ফয়ছল, কি খাবি নাস্তায়?'

সুন্দরীর পোলা: 'কেডা আপনে? কি চান?'

সুন্দরী: 'ফাইজলামি রাখ, কি খাবি, রুটি নাকি ভাত?'

খাবারের টিপিক্যাল মেনু শুনলে যা হয়, ঘুমটাই দৌড় মারে!

সুন্দরীর পোলা: 'জ্বী কি আর আশা করা যায় আপনার কাছ থেকে, ভাত খাবো'

সুন্দরী: কি দিয়ে খাবি? আলু ভতার্ নাকি শুটকি ভতার্?

সুন্দরীর পোলা: 'বেগুন ভতর্া'

সুন্দরী: বেগুন নাই, ডিম ভাজি?

সুন্দরীর পোলা: ok, ইলিশ মাছের ডিম

সুন্দরী: নাই, মুরগীর ডিম আছে। আর তোর প্রিয় সবজী ভাজি বানাইছি!

সবজি ভাজি আমার কোন আমলে প্রিয় ছিল আমি নিজেও জানিনা, আমার মাও আমার সাথে মজা লয়!

সুন্দরীর পোলা: 'ওয়াও, তাই নাকি!!! আমি আজ রোজা রাখছি, ভাগো! নো খায়িং নাও, একবারে ইফতার!'



কার সাথে কথা কই, আম্মা ততক্ষনে চলে গেছে। কি আর করা, উঠে না পারতে খাওয়ার টেবিলে বসে দেখি আহা! 'ইলিশ মাছ ভাজা....!!! আর আমার খুব প্রিয় কয়েকটা মেনু! আসলে, শুক্রবারটাই বাসায় একটু ফ্রি থাকি তাই আম্মু নিজ থেকেই আমার পছন্দের কিছু রান্না করে না জানিয়ে সারপ্রাইজ দিতে। এমন মা থাকলে লাইফে আর কিছু লাগে! সাথে সাথেই বলে ফেলি, "রান্না ভাল হয়েছে, try to make it better" :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.