নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

বিদায় হজ্ব

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:০২

আজ ঘুম থেকে উঠে মহানবী (সঃ)-এর বিদায় হজ্বের ভাষন পড়লাম, অনেক দিন পর পুরোটা আবারো পড়লাম। যখন নবী (সঃ) বলেছিলেন, "হে লোকসকল! আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। আমার মনে হচ্ছে এর পরে হজ্বে যোগ দেয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না..." এই লাইনটা পড়ে একটা কথা বারবার মাথায় আসছিল, সেই মুহুর্তে আরাফাতের ময়দানের মানুষগুলোর মনের অবস্থা কেমন হয়ে গিয়েছিল যখন তাদের প্রানপ্রিয় রাসূল (সঃ) যখন তাদের থেকে চলে যাবার কথা বললেন...



নবী (সঃ)-এর দেয়া সবগুলো উপদেশ আমি বার বার পড়েছি। অবাক করার মত যে ব্যাপার লক্ষ্য করলাম তা হল, তার বলা সবগুলো কথা, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে তিনি সেদিন ভাষন দিয়েছিলেন তার প্রত্যেকটা আজ আমাদের এই আধুনিক সমাজের সমস্যা সমাধানের একমাত্র পথ। তার দেয়া ভাষনে সেদিন যে বিষয়গুলো উঠে এসেছিল, আজও আমাদের অধঃপতন সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই ঘটছে!



লজ্জার কথা হল, আজ আমরা তার দেয়া এই শেষ ভাষনটির মূল্যবান উপদেশগুলোর একটাও ঠিকভাবে পালন করছি না! আল্লাহ, আমাদেরকে হেদায়েত নসীব করুন, আমীন্।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ, আমাদেরকে শেষ ভাষনটির মূল্যবান উপদেশগুলোর ঠিকভাবে পালন করে হেদায়েত, শাফায়াত ও মুক্তি লাভের নসীব দান করুন,

আমীন্।

২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ রহমত দিন বুঝার , তৌফিক দিন দ্বীনের , আমিন ।

৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৩৮

প্রিয় জন বলেছেন: সুন্দর পোস্ট আল্লাহ, আমাদেরকে হেদায়েত নসীব করুন, আমীন্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.