![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own
Complete Cartoon Network; Season 1: Episode 2
ভোটার আইডি কার্ড ভুলনামা
কোটি কোটি মানুষের লাইনে দাঁড়িয়ে কি পাইলাম জীবনে, আহহারে! যখন ভোটার আইডি করতে মাঠে অনলাইনে ছিলাম, আমাদের ঘরে ১৮+ মানুষ ৩ জন ছিলাম আমরা । আব্বুরটা আর আম্মুরটার কাজ সুন্দরমতই কমপ্লিট নির্দিষ্ট দিনে, ২ মাস পর পাবে তারা ‘ছবিসহ ভোটার আইডি’, আমেজটাই আলাদা। আমি সময় মত চাঁদপুর যেতে পারিনি, তাই পরে যখন করতে যাই, আমারমত শত শত লেটকামারদের সাথে স্টেডিয়ামে খেলতে নামি হুড়াহুড়িং খেলায়(!) বিশাল লাইন, সকাল ৯টা থেকে মাঠে দাড়ানো, আর লাইন শেষ আর হয়না। মনে হচ্ছে ১০বছর আগের ওয়েব ব্রাউজ করতেছি, লোডিং লোডিং…
ছবি তুলছে চরম ল্যাপটপ ক্যামেরা দিয়ে, আহা সার্টটাও নায়ক মার্কা পড়ে গেছিলাম, মুডই আলাদা। বিদেশ যাবার ইচ্ছা ছিল, ভোটার আইডি কার্ডের ছবি দেখলে এমবাসী কতৃপক্ষ যদি খুশী হয়ে পাঠিয়ে দেয় আমেরিকা এই চিন্তা ছিল মাঠে মার্চ(লাইনে দাঁড়িয়ে) করার সময়। অককে, কাজ পিনিষ, বাসায় ব্যাক। 'ওয়েটিং পর দা ডে’
আব্বু-আম্মুরটা পেয়ে গেছে, ওররে চেহারা, অসহায় মানুষ আহারে। এমন সময় ঠাডা মার্কা চিল্লানি আম্মুর…
ঐ কই তুমি??? (আদরের স্বামীকে কলিং, সাদরে)
হ্যা? কি হইছে? (কিঞ্চিৎ ভয় ছিল কন্ঠে)
তুমি এইটা কি করছো?? আমারটা রাইখা কার আইডি কার্ড আনছো?
কিহ? দেখি… আরে এইতো তোমারটাইতো
এইটা আমারটা না? আমারটা এইটা??? (আব্বু আবারো চেক করল, বেচারা বাপু!)
আইডিতে আম্মুর নাম, ছবি, ঠিকানা সব ঠিক আছে, কিন্তু ঠিক নাই একটাই তথ্য, যেই তথ্যের উলট পালট হলে বহুত মা-আপুদের মাথা ফরমালিনিং করতে হয়, নষ্ট হয়ে যায় আরকি।
তুমি দেখতেছো না, না? আমার বয়স কত দিছ তুমি ওদেরকে???
আমিতো ঠিকই দিলাম!
ঠিক দিছো নিজেরটা, নিজের বয়স ৫০, আর আমারটা ৬৫ না???
বেচারি তরুন আম্মুজানের বয়সটা কোন এক ভদ্রলোক বিনামূল্যে ২০ বছর বাড়িয়ে দিয়েছেন, শালা পরীক্ষার খাতা তুই যদি দেখতি! আব্বু মনে হয় জীবনে এত খুশি আর হয় নাই! অবশ্য তখন আমার আর ছোটবোনের হাসিটাও দেখার মত ছিল, আশে পাশের বাসায় যারা ছিল ডেকে এনে মজা শুরু আমাদের। তার পরের কয়েকদিন আব্বু রেগুলার ইভটিজিং করা শুরু করল সদ্য বুড়ীর খেতাদপ্রাপ্ত আম্মুকে। আমরাও কম করিনাই। বাসায় যখনই কেউ আসতো, আমি না হয় আমার বোন কি যে মজা করে বলতাম:
জানেন আন্টি কি হইছে…..
কিছুদিন পর আমারটা হাতে পেলাম, আমারটায় কোন ভুল নাই, কি মজা কি মজা! কিন্তু যখন আইডি কার্ডে আমার ছবিটার দিকে তাকালাম, সেখানে মুখমন্ডলখানা যখন নকিয়া মোবাইলের টর্চ মেরে খুজে বের করলাম আমার ছঃবিঃটা, মুখে একটা আওয়াজ আসলো,
তুই কেরে???
এখনতো সময় আম্মুর আর বোনের, বার বার দেখতে চায় টোকাইয়ের সর্দারকে!
এইবার আমার বোনের পালা, দেখি কি সারপ্রাইজ দেয়। খিক্ খিক
২| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:০৭
ফখরুল আমান ফয়সাল বলেছেন: তুই কেরে
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:২১
প্রেমিক চিরন্তন বলেছেন: তুই কেরে???
+++
বাংলাদেশের সর্ব বৃহত ওয়েব গাইড