নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

“ফোন কিনবেন? সাবধান

২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

Phone যে ব্র্যান্ডেরই কিনুন না কেন কিছু বিষয় মাথায় রাখবেন ::



যে শব্দগুলো শুনলে দৌড়ে পালাবেন--



•• হাই কোয়ালিটি ক্লোন

•• iPhone 5S/5 অ্যান্ড্রয়েড

•• মেড ইন কোরিয়া হাই কোয়ালিটি

•• মেড ইন জার্মানি High Quality Samsung Clone

•• warranty সহ কোরিয়ান Samsung/iPhone 5/5S কপি

•• Samsung Note 2/3 বা S5/S4 কোরিয়ান ভার্সন, দাম ১০ থেকে ১৫ হাজার





কেন কিনা উচিৎ না—



warranty থাকুক বা না থাকুক, দাম যদি খুব কমও পান, এই ধরনের ফোন কেনার থেকে সাবধান। দেশের এমন কোন জায়গা নাই যেখানে এই নকল সেট পাবেন না। বেবাকতে এখন সস্তা খোজে! এগুলো নকল ফোন তাই কোন সমস্যা দেখা দিলে রিপেয়ার করা খুবই কষ্টের। আমাদের যেহেতু সার্ভিসিং সেন্টার আছে, সে অভিজ্ঞতা থেকে বলছি, এইসব সেটের একটা পার্টস রিপেয়ার করতে গেলে আরো ১০টা নষ্ট হয়ে যায়। হাত দেয়াটাই ঝামেলার। আমাদের টেকনিশিয়ান নকল সেট দেখলেই ফেরত পাঠিয়ে দেয়, রিপেয়ার করতে চায় না, কারন ফোন ডেড হয়ে যাবার ভয় থাকে।



কষ্টের টাকায় ফোন কিনবেন, অরিজিনালটাই কিনুন। যদি বাজেট কম থাকে তাহলেও Symphony, Micromax, Walton ফোন কিনুন অথবা Samsung, Nokia-র সেটও কিনতে পারেন, বাজেটের মধ্যে তারাও কয়েকটা মডেল রাখে।





একটা অদ্ভুত অভিজ্ঞতা বলছি—



অনেকে গিফট হিসেবে বউকে বা গার্লফ্রেন্ডকে এই ধরনের সেট দেয়, কেউবা বিদেশ থেকে পাঠায়। পরে যখন সেটে কোন সমস্যা দেখা দেয় তখন সার্ভিসিং করাতে আমাদের কাছে নিয়ে আসে। আমরা হাতে নিয়েই বুঝি ফোনটা ৫ নম্বর! বলি, ম্যাডাম এই সেট সার্ভিসিং করানোটা রিস্কি, কারন এটা অরিজিনাল না। তখন কিছুক্ষন আমাদের সাথে ধুমায়া তর্ক করে, কারন কাছের কেউ কিভাবে ডুপ্লিকেট সেট দিবে! পরে আমরা একই সেটের অরিজিনাল ভার্সনটা দেখালে বুঝতে পারে যে তাকে প্রিয় মানুষটা ঠকাইছে। এমন পরিস্থিতিতে আমাদেরও খারাপ লাগে। তাই নিজের প্রিয় কারো কাছে ছোট হবেন কেন? আপনার যা সামর্থ্য আছে তা দিয়েই জেনুইন কিছু দিন।



•• আপনার পরিচিত কেউ ফোন কেনার কথা ভেবে থাকলে তাকে লিখাটি পড়তে বলুন, তার উপকারে লাগবে। কারন অনেকেই না জেনে নকল ফোন কিনে, পরে আর কিছু করার থাকে না। মনে রাখবেন, নকল ফোনেও সব ধরনের options আছে। চাইনিজরা বাকি রাখে নাই কিছু। Air gesture, Motion sensor, Eye sensor, 13 মেগা পিক্সেল ক্যামেরা সব পাবেন এক সেটে! তাই জেনেশুনে, চিনে তারপর কিনুন।



তবে কিছু কিছু নকল/ক্লোন সেট ভাল টিকে যায়, আমি কয়েকজনকেই দেখেছি। কিন্তু সেটা ভাগ্য বলা যায়, আপনি রিস্ক নিতে চাইলে নেন, আমার কি?





লিখাটি কপি/শেয়ার করতে কোন অনুমতি লাগবে না। কারো উপকারে আসলে উদ্দ্যেশ্য সার্থক।



Foysal

— PlanBOffer.com

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩

ইভা লুসি সেন বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++

৩| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩২

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল কাজ করেছেন এই লেখাটি পোষ্ট করে। ধন্যবাদ।

৪| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:২১

ফখরুল আমান ফয়সাল বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ মন্তব্যের জন্যে। ছোটখাট একটা অনলাইন শপ চালাই তিন বছর হলো, তাই ভাবলাম সবার জানা দরকার এই তথ্যগুলো।

৫| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ২:০০

ভ্রাম্যমাণ জলদস্যু বলেছেন: ভাই একটা আই প্যাড কিনতে চাই । মিনি প্লাস ওয়াইফাই ।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

ফখরুল আমান ফয়সাল বলেছেন: http://www.facebook.com/afruarubaplanb

please give a text in the above page specifying your required gadget.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.