নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

মেড ইন আওয়ার পেমিলি

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৪

"ফোন চুরি"

--- ফখরুল আমান ফয়সাল



আমার ছোটবোনের ব্ল্যাকবেরি ফোন চুরি হয়েছে আজ, তার নিজের বিশ্ববিদ্যালয় থেকেই! চোরেরা ভালই বিদ্যমান আশেপাশে। যাই হোক, মূল কথায় আসি। বাসায় আসার পর আমাদেরকে এই সুসংবাদ জানানোর পর কি ঘটল, তা না লিখে থাকা গেল না-



বোন : আম্মু, আমার মোবাইল ওয়াসরুম থেকে চুরি হইছে (ইচ্ছা করে চেহারা করুন করে বলছে, মনে মনে খুশি নতুন ফোন কিনবে)



আম্মা : খুউব ভালো, আর কি কি নিছে? (মনে হইতেছে আরো কিছূ নিলেই খুশি হতেন তিনি)



বোন : আর কিছূ না, টাকা যা ছিল তাই আছে (ইস কত্ত টাকা আছিলো মনে হয়!)



আমি : ভালো, এমনি করো তুমি, গত বছর একটা হারালো, ভালইতো নতুন ফোন কিনার উছিলা পাইলি!



বোন : আমি আর ফোনই কিনব না



(আমি মনে মনে - কথাটা যদি সত্যি হত, পকেটের ট্যাকাটা আমার বাঁচতো, মানিব্যাগটার দিকে তাকাতেই বুকটা হাডি যাচ্ছে আমার ...)



আমি : আচ্ছা যাই হোক তুই এক কাজ কর...



বোন : কি???



আমি : ফ্রেস হয়ে আগে মাথা ঠান্ডা কর, তারপর নিজের রুমে গিয়ে বসে বসে কিছুক্ষন কাঁদ, অন্তর হালকা হবে।



বোন : ধুর ভাইয়া..



আমি : আরে বেপার না, একটা গেছে আরেকটা নতুন আসবে!



বোন : আমিতো ভাবতেছি আব্বুকে নিয়ে, চিল্লাবে শুনলে।



আমি : আরে সমস্যা নাই, আমি আছি না, আমি ম্যানেজ করব।



ইতিমধ্যে আব্বু (এক থা ভিলেন) আসলো,



আব্বু : কি হয়েছে আম্মা?



আমি - আব্বু দেখছো আজকেও সে আবার ফোন হারাইছে!! ছিঃ এত বড় হল, তারপরেও... কি বলব ওকে! একটু সাবধানে চলতে পারে না..........



(চলবে না চলছে...)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.