নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

"পাঁচ বছর পর”

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০

মাঝে মাঝে হাসির কিছু লিখতে মন চায়, কয়েক লাইনে না, সম্পূর্ণ নাটক বা গল্প। অংশবিশেষ লিখলাম…





"পাঁচ বছর পর”

— ফখরুল আমান ফয়সাল



• সজল আর রোকেয়ার বিয়ের পাঁচ বছর পর এক দিন বিকেলে,

সজল - বের হবো এখন সোনা, তুমি ঘুমোও।

রোকেয়া - এই, চা খাবে? চা করে নিয়ে আসবো?

সজল - উহু, আমি বাইরে খেয়ে নিবো, তোমাকে উঠতে হবে না। আসি,

রোকেয়া- হুমম্।



• আরো পাঁচ বছর পর কোন একদিন সকালে,

সজল- আমি বের হলাম, কিছু লাগবে?

রোকেয়া - বাজারে যেতে হবে, লিস্ট নিয়ে যাও, কিছু লাগবে মানে কি? মজা লও??

সজল - কাল করলে হবে না? আজ ভাবছিলাম বন্ধুদের সাথে দেখা করবো।

রোকেয়া - মানে কি?? কালকে না আমার বোনের ছোট ছেলেকে দেখতে যাবো, তাদের জন্যে কাল শপিং করতে হবে!



• আরোও পাঁচ বছর পর কোন একদিন সন্ধ্যায়,

সজল- কাজের বুয়া কি আছে, না চলে গেছে?

রোকেয়া- কিহ?? কাজের বুয়া দিয়ে তোমার কি কাজ হ্যা?? সেলফি তুলবা??

সজল - এক কাপ চা বানিয়ে দেয়ার জন্যে, তোমাকে বললেতো মাজা ব্যাথ্যার কথা বলবা, সব কাজ বুয়া করে আর মাজা ব্যাথ্যা তোমার কেন হয় বুঝি না!

রোকেয়া- ফালতু কথা বলে ব্লক খাইও না, বুঝলা?



• আরোও পাঁচ বছর পর, কোন এক মধ্যরাতে,

সজল- কি হয়ছে তোমার হ্যা?? আমার গ্রামের মানুষতো আর প্রতিদিন আসে না!

রোকেয়া- আসলেতো চৌদ্দগুষ্টি একসাথে আসে, এত ঝামেলা! আমার জীবন শেষ! আমারে কেউ বিষ আইনা দে!

সজল- এত রাতে বিষ পাবো কই?

রোকেয়া- কেন ইন্দুর মারার ঔষধ আনতে বলছিলাম কাল, ভুইলা গেছো?

সজল- ছিছিছি আমার বউ হইয়া তুমি ইন্দুর মারার ঔষধ খাইবা! দাড়াও দেখি মশা মারার স্প্রে আছে কিনা, ঐটা দামী, খেলে একটু মান সম্মান বাঁচবো।

রোকেয়া- দাড়াও! ঐটা কি তিতা না মিষ্টি?

সজল- তিতা হবে কেনো? তিতা হোলে কি মশারা খাইতো? মিষ্টি, মিষ্টি! খেয়েই দেখো না, সোনা।

রোকেয়া- না, তিতা না হইলে খাবো না, যাও! বিষ খেয়ে যদি তিতাই না লাগে, তাইলে বিষ বিষ ফিল পাবো না।

সজল- দূর! বিষ খাবানা বললেই হয়! রাইত কইরা প্যাচাইয়া লাভ আছে?

রোকেয়া- একটু তিতা বিষইতো চাইছিলাম, তাও দিলানা!



• আরোও পাঁচ বছর পর,

সজল- আমি যা ভাবছি, তুমিও কি তাই ভাবছো?

রোকেয়া - হুমম

সজল- কি বলতো?

রোকেয়া- ভাবতেছি, আর কত 'পাঁচ বছর' আছে আমাদের কপালে!!

সজল- কি করবো, লেখক হালায় পাইছিলো আমাগরে, যা ইচ্ছা লেখতেছে আমাগো নামে!

রোকেয়া- হালার নামে কেউ রিপোর্ট করছ না কেরে? ঐ ফয়সইল্লা, বিয়া-সাদী কর, তারপর বুঝবি ঠেলা!



_সমাপ্তি_



(পরিমার্জনাবিহীন এবং মস্তিষ্ক বিবর্জিত, পুরো ঘটনা কাল্পনিক, কারো সাথে মিলে গেলে জানাবেন, আনন্দে নাচ দেখাবো ফ্রিতে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.