![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own
রাত ১১টা ৩০মিনিট, ১৫ই ডিসেম্বর।
কাল বিকেলে আলোচনা সভা। মাইক রেডি খুটির মাথায় উঁকি দিয়ে, হাসপাতালটার পাশেই। প্লাস্টিকের চেয়ারগুলো রেডি রাস্তার বেশি অর্ধেকটা অংশ নিয়ে বসে, যেখানে হকারগুলো বসতো। কোমরে হাত দিয়ে প্যান্ডেলের বাঁশগুলো রেডি পাশের ৩টা চায়ের দোকান বন্ধ করে। দড়িতে বাঁধা ছোট কাগজের পতাকাগুলো হালকা বাতাসে নড়তে নড়তে একটু একটু করে এদিক ওদিক তাকাচ্ছে। একটা পতাকা সেখান থেকে পড়ে গেল।
গাঁজা রেডি, এখন বানানো যাবে না, ১টার পর, রাস্তায় মানুষ বেশি। "পাবলিকের গরম বেশি, দেশকে ভালবাসতে রাস্তায় নামছে। আজাইরা, কাজ নাইতো কোন! আমরা পার্টি করি, ট্যাকা পাই, পদ পাই, হেরা হুদাই বউ-বাচ্চা নিয়ে ঘুরতেছে! কিরে ম্যাচ কই, সিগারেট ধরামু কি দিয়া? যা ঐ যে দেখ কাগজটা নিয়া ঐ খালার থেকে আগুন নিয়া আয়।" সিগারেট ধরাতে ধরাতে অর্ধেকটা সবুজ ছাই হয়ে গেছে। বাকি পতাকাগুলো এখনো নড়তে নড়তে এদিক ওদিক তাকাচ্ছে। শীত বেশি, কাল রাতে হাত পোহাতে লাগবে ওদেরকে।
©somewhere in net ltd.