নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

মেঘ, একটু শুনবা?

২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

মেঘ, একটু শুনবা?
--- ফখরুল আমান ফয়সাল


মেঘ, তোমার মধ্যে যে এক ধূসর নীরবতা আছে,
তার গভীরতায় কিছুক্ষন থাকতে দিবা?
সে বিশাল উদার ভেলায়, হোক না খানিকের
একটা বাসা বাঁধতে দিবা?


মেঘ, তোমার বুকের বাতায়নে জীবনের যে স্পন্দন চলে,
সে উম্মাদনায় বুকভরে দম লইতে দিবা?
কাঁদামাটিতে আটকানো শ্বাষকে
আজ জীবনের গান গাইতে দিবা?


মেঘ, যে ডানাগুলোকে বিছিয়ে দিয়েছ আকাশকে ছুঁয়ে,
স্বপ্নের নাওখানাকে আজ সেখানে বাইতে দিবা?
তরী ভিড়িয়ে ক্ষুদ্র কিছু বিন্দুকনা
আমাকে একটু বইতে দিবা?


মেঘ, যেখানে তুমি বয়ে চল সবার নোনা অশ্রুদের সঙ্গী করে,
সে শিশিরের ফোয়ারায় স্নান করতে দিবা?
লক্ষকোটি হৃদের অনুভূতির শীতলতা
আজ আমাকে সইতে দিবা?


মেঘ, তোমার শুভ্র জলকেলী যখন বিরামহীন কুয়াশার মত ভাসতে থাকে,
আমাকে সে মিছিলের সাথে যাইতে দিবা?
সে নিস্তব্ধতার মাঝে বজ্রের ঝিলিকে
আমাকেও পথ খুঁজতে দিবা?


মেঘ, যেখানে তোমার হামাগুড়ি দেয় চঞ্চল বর্ষনের ছায়া,
এ সবুজকে ছাড়িয়ে সেখানে খানিকটা দাড়াঁতে দিবা?
পরে স্বচ্ছ রাত্রির নীরব ছাউনীতে
নক্ষত্রের চোখে চোখ রাখতে দিবা?


মেঘ, যখন জ্যোৎস্না ঢেকে যাবে তোমার চাদরের আড়ালে,
শেষবারের মত সে আলোতে রাঙাতে দিবা?
সেখানে প্রভাতকে ঢেকে রাখা উড়ু ঢেউগুলোর ঝাপটায়
আমাকে আবার জাগিয়ে দিবা?


মেঘ, তোমার প্রান্তিতে ঐ যে দূরে যে দ্বীপগুলো আছে,
সেখানে ঘুমের ঘোরে একটু রইতে দিবা?
চলে আসবার বেলায় আবার আসতে বলে
সে আশায় একটু বাঁচতে দিবা?

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

মাহির মুনিম বলেছেন: সুন্দর ।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

ফখরুল আমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ মাহির মুনিম সাহেব।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ++++++

শুভকামনা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৮

ফখরুল আমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান সাহেব।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

আলম দীপ্র বলেছেন: বাহ ! চমৎকার ~!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.