নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

"শঙ্কা"

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

"শঙ্কা"
- - - - -

বেলা তো হলো বলে,
যাচ্ছে খুকি পাঠশালাতে।

কি??
তা কোন পথ মেড়ে?

ঐযে চৌরাস্তার পথ ধরে,
যেথায় বটের তট মুড়ে পরে।

ছোকরাকূলে ??
জানিস না সে পথে ভয় রহিয়ে?
ঢের দাঁড়িয়ে, শিষ দেয় পথ আগলিয়ে!

তবে নির্জন বাগানের পথ ধরে,
পুকুরের পাড় বেয়ে সাঁকো ছুঁয়ে।

বেড়েছে বাড়??
জানিসনে কি সেথার ক্ষেইনের ধাঁর?
বেলা কি অবেলা, জীবনটা হবে হেলা!

নাওয়ের পথে যাব তবে,
ফিরতিতে দলবল সাথে রবে।

ঘাট, সন্ধ্যে যেখানে পাপ??
ও বাঁকে হেয় হতে হয়েছে অভিলাষ?
বরং রহ গৃহে নিশ্চিত নিভৃত নিরাপদে!

এ বেলাও সাঙ্গ হলো পাঠ
আতঙ্কের রঞ্জিত নয়নে।

তবে এভাবে শঙ্কার পিঞ্জরে,
জ্ঞানের স্বাধ ধুঁকবে কি খঞ্জরে?


- - - ফখরুল আমান ফয়সাল

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় মুগ্ধতা । ++++

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

ফখরুল আমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ জনাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.