নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

"সৌজন্যপ্রীতিতে রাজনীতিবোধ"

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

"সৌজন্যপ্রীতিতে রাজনীতিবোধ"
- - - ফখরুল আমান ফয়সাল

অনেকতো হলো রাজনীতিতে সৌজন্যবোধ, এইবার কিছু মহামূল্যবান আলোচনা শুনি

বুদ্ধিজীবি ১ : ছিঃ ছিঃ
বুদ্ধিজীবি ২ : ছিঃ ছিঃ ছিঃ
বুদ্ধিজীবি ৩ : ছিঃ ছিঃ ছিঃ ছিঃ
বুদ্ধিজীবি ৪ : (মাইক বন্ধ)

অনুষ্ঠান সঞ্চালক: বুদ্ধিজীবি ৪ আপনাকে পরে বলতে দিবো, আপনারা বলুন, জনগন শুনতে চায়।


বুদ্ধিজীবি ১ : সেদিন গাড়ি নিয়ে গেল, এতটা পথ পাড়ি দিয়ে কষ্ট করে। আমার ভাবতেই কান্না পাচ্ছে। ভেঃ
বুদ্ধিজীবি ২ : ১০ মিনিটের এত কষ্টের journey! আমারও কান্না পাচ্ছে। ভেঃ ভেঃ
বুদ্ধিজীবি ৩ : এই কুচ কুচে কালো সন্ধ্যায় কষ্ট করে গেল! ভেঃ ভেঃ ভেঃ
বুদ্ধিজীবি ৪ : কেনো কষ্ট??

অনুষ্ঠান সঞ্চালক: আলোচনা জমে উঠেছে। বুদ্ধিজীবি ৪ আপনি চুপ করুন, ওনাদের বলতে দিন

বুদ্ধিজীবি ১ : গাড়ি থেকে এত কষ্ট করে নামলো। আমার ভাবতেই চোখে জল চলে আসছে, ভেঃ
বুদ্ধিজীবি ২ : নেমে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এত কষ্ট করে! আমারও চোখে জল আসছে, ভেঃ ভেঃ
বুদ্ধিজীবি ৩ : নেমে এত কষ্ট করে গেটের কাছে হেঁটে গেলো! আমারও চোখে জল আসছে, ভেঃ ভেঃ ভেঃ
বুদ্ধিজীবি ৪ : (মাইক বন্ধ)

অনুষ্ঠান সঞ্চালক: বাঃ বাঃ, জনগনও একই কথা বলছে। তারাও ফোনে প্রতিক্রিয়া জানাচ্ছে। বলতে থাকুন,

বুদ্ধিজীবি ১ : ৬টা মিনিট কষ্ট করে দাঁড়িয়ে ছিল!!! ভেঃ ভেঃ ভেঃ
বুদ্ধিজীবি ২ : না, ৮ মিনিট কষ্ট করে দাঁড়িয়ে ছিল!!! ভেঃ ভেঃ ভেঃ
বুদ্ধিজীবি ৩ : না না! সকাল থেকে অপেক্ষা করছিল, ঐ লোকটা কখন মারা যাবে, কি কষ্টের সে অপেক্ষা!!! ভেঃ ভেঃ ভেঃ
বুদ্ধিজীবি ৪ : (মাইক বন্ধ)

অনুষ্ঠান সঞ্চালক: বাঃ বাঃ। অজস্র ফোন আসছে। জনগনও কাঁদছে, আমাদের কাছে খবর আসছে। বুদ্ধিজীবি ৪ আপনি বলুন,

বুদ্ধিজীবি ৪ : জ্বী ধন্যবাদ
অনুষ্ঠান সঞ্চালক : আপনি সংক্ষেপে বলবেন
বুদ্ধিজীবি ৪ : আপনারা যা বলছেন তা ঠিক না, সেদিন যে হয়েছিল, তা হলো….
অনুষ্ঠান সঞ্চালক : আপনি বেশী সময় নিয়ে ফেলেছেন। দুঃখিত আপনাকে পরে বলতে দিবো, আপনারা বলুন

বুদ্ধিজীবি ১ : আমি নতুন সংবাদপত্রের সম্পাদক। আমি ভুল বলি না!
বুদ্ধিজীবি ২ : আমি ফকিরাপুলের ২৫টা রাজনৈতিক সংগঠনের নেতা, আমি মিথ্যা বলি না!
বুদ্ধিজীবি ৩ : আমি বিদেশ থেকে এসেছি, ব্যবসা করি আর কলাম লিখি, আমি সত্য কথা বলি শুধু!
বুদ্ধিজীবি ৪ : আর আমি…

অনুষ্ঠান সঞ্চালক: আজ সময় নেই। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.