![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own
দুটো ফ্যাশন চলছে পৃথিবীতে;
১- আন্তর্জাতিক মাপের বুদ্ধিজীবী হতে নবী (সঃ) বা ইসলামকে নিয়ে প্রচন্ড নোংরা বিদ্রুপ মন্তব্য করুন, ১০০% সফলতা।
২- বেহেশত নিশ্চিত করুন, আল্লাহকে খুশী করুন নিজের আমল বা জ্ঞান দিয়ে না; আল্লাহর সৃষ্টি, মানুষকে খুন করে।
এই দুই দলের ফ্যাশন চলে আসছে গত কয়েক দশক ধরে। এরা একে অন্যকে ঘৃনা করে, ঘায়েল করে, উস্কানি দেয়, তারপর কেউ গর্বের সাথে বা কেউ স্বীকৃতভাবে একে অপরকে হত্যা করে। সবচেয়ে মজার বিষয় হলো, এরা একে অপরের জন্মদাতা।
এই ফ্যাশন চলছে, চলবে। মানুষের উর্বর মস্তিষ্কে বপন হয়ে গেছে এই বৃক্ষের, এখন ফল আসছে।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:২৬
এসব চলবে না..... বলেছেন: ব্যাপারটা মন্দ না।
আমরা বসে বসে তামাশা দেখব আর পপকর্ণ চিবাবো।