নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

"স্বাধ"

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২২

"স্বাধ"

এই গ্রহে বিশেষ দিবসে আনন্দ হচ্ছে বাসার নিচে একা বসে থাকা সিকিউরিটি গার্ডের ইস্ত্রি ছাড়া সার্ট, খুব ভোরে উঠা ৯ বছরের কাজের মেয়ের পীঠের পেছনটায় ছিড়ে যাওয়া জামা, নয়তো বিকেলে ময়লা নিতে আসা কালো রঙের সাদা জামার ছেলে দুইটা। উৎসবে নতুন পোষাক ওরাও কেনে, শুধু নতুন সকালের দেখা মেলে না জীবনে।

ওদেরকে নতুন পোষাক আমরা অনেকেই কিনে দেই। কিন্তু উৎসবের ষোলআনাটা নতুন পোষাকে পূনর্ হয় না, হয় তাদের প্রতি আচরনে, একই আচরনে, একই ভালবাসায়। আল্লাহ বলেছেন প্রতিটা মানুষ সমান, প্রতিটা। আর সাম্যতা পোষাকে না। তাই,

বুয়া, "শুভ নববর্ষ!"
রিকসাওয়ালা চাচা, "শুভ নববর্ষ!"
দুধওয়ালা, "শুভ নববর্ষ!"
ফ্লেক্সিলোডের দোকানদার মামা, "শুভ নববর্ষ!"
চা চাচা, "শুভ নববর্ষ!"
সিকিউরিটি গার্ড মামা, "শুভ নববর্ষ!"
ময়লার গাড়ীর দুই ছেলে, "শুভ নববর্ষ!"

হাতটা একদিনের জন্যে ময়লা হোক না, ওদের সাথে হ্যান্ডস্যাক করে। করার পর ওদের চোখের দিকে তাকাতে পারবেন? এত্ত ভালবাসা আর আনন্দ ফেরত পাবেন ঐ চোখগুলো থেকে যে সইতে পারবেন না, গ্যারান্টী দিলাম!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার সাথে একমত। ওদের মাঝে ভালোবাসা আছে অনিঃশেষ। আমরা একছটাক দিলে ওরা দেবে এক সমুদ্র। ভালোবাসা।

২| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৫

মিঠু জাকীর বলেছেন: হুম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.