![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own
মাছি জিনিসটা খুবই বিরক্তকর। কীট-পতঙ্গ বিরক্ত লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু এই মাছিকূলকে বিরক্ত লাগার বেশ কিছু 'আজাইরা' কারনও আছে; যথা:
১। মাছি থাপরায়া মারা যায় না; ইহা প্রচন্ড রকমের ফাস্ট এন্ড ফিউরিয়াস প্রানী।
২। ইহাকে থাপরাইয়া মারার চেষ্টা করা মানে বিনাদোষে নিজের হাতে মাইর খাওয়া।
৩। মশার ভেন ভেন শব্দ বিরক্তকর, কিন্তু মাছি যখন শরীরে বসে, গাঁ শিরশির করে, যাহা ভীষ---অন জ্বালার!
৪। এরা একা খুব কম আসে, ভাই-বেরাদার ছাড়া মানুষকে জ্বালায়া মজা পায়নাতো তাই আর কি!
৪। মাছির কোন বাছবিচার নাই, যখন যেখানে ইচ্ছা বসে পড়ে, হাত-পা কিছুই ধোয় না, খাচ্চর একটা!
৫। আবার অনেকগুলো ঠ্যাং নিয়ে যখন খাবারের উপর বসে, কোন কারন ছাড়াই কেন জানি পা মোচড়া-মুচড়ি করতে থাকে! মুখ দিয়া খা, কচলা-কচলি করস কেন, শুনি??
তবে আর যাই হোক, ছোট মাছি, অর্থাৎ মাছির বাচ্চাগুলা খুব কিউট হয়। দেখতে মশার মতো ছোট কিন্তু কি সুন্দর করে তিড়িং বিড়িং করে লাফ দিয়ে দিয়ে উঁড়ে, এই যে এখন আমার টেবিলে একটা.....!
চুপচাপ বসে আছিস থাক, বড় হইস না, নয়তো আবার খাবারের উপর বইসা ঠ্যাং মোচড়া-মুচড়ি শুরু করবি!
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫০
বটের ফল বলেছেন: ছোট সবকিছুই সুন্দর। কিউট। তবে ছোট সাপ ভয়ঙ্কর। +++++