নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

"থাকতো যদি সাহস মা তোর ছেলের"

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৫

গ্রীসের অর্থনৈতিক মন্দা যাচ্ছে, গত কয়েক বছর ধরে অবস্থা ইউরোপের তুলনায় প্রচন্ড শোচনীয়। এমন অবস্থায় বহির্বিশ্বের দাতাদের কাছ থেকে ঋন নিতে হবে, এবং নিবে এটাই স্বাভাবিক, এমন অবস্থায় সব দেশ তাই করে। অথচ, এই সহজ সমাধান নিয়ে দ্বীধায় ভুগছে গ্রীকরা! তাই এ নিয়ে গনভোটও চলছে। কেউ বলছে, না তাদের দেশের ঋন দরকার নেই, কেউ কেউ বলছে, হ্যা দরকার! এখনো পর্যন্ত জয়ী যারা ঋনকে 'না' বলেছে আর তারা 61%, এই ভোটাররা অধিকাংশই তরুন। তারা এখন একত্র হয়ে রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে। এখন শুরু হবে দৃঢ় প্রত্যয়, কাঁধে কাঁধ রেখে গ্রীসকে নিজের পায়ে দাঁড়াতে শেখাবে এরা, সরকারও তাদের সাথে একাত্বতা ঘোষনা করেছে।

পরিবর্তন মুখে বলে কয়ে আসে না, পরিবর্তন করার সাহস থাকতে হয়। সরকার সব শিখিয়ে দিবে না। পুরো ইউরোপের প্রভাবশালী দাতাগোষ্ঠীকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে এরা, হয়তো এর জন্যে কিছুটা তেজ পোহাতে হবে গ্রীসকে, কিন্তু আসল কথা হচ্ছে, মায়ের সন্তানরা জেগেছে, দেখি আমাদের বাঙলা মায়ের সন্তানরা কবে জাগে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.