![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own
উত্তরায় শপিং সেন্টারের লিফট ধ্বসে একই পরিবারের তিনজনসহ ৫/৬জন নিহত হয়েছে। সবার রূহের মাগফিরাত কামনা করছি। আমরা সোয়া এক কোটি ঢাকাবাসীর প্রায় প্রত্যেকেই, প্রতিদিন কোনো না কোনো কারনে লিফটে চড়ি। আল্লাহ এমন অপ্রত্যাশিত আঘাত থেকে সবাইকে হেফাজত করুক।
এ দূর্ঘটনায় শুধু কিছু মানুষ নিহত হয় নি, প্রত্যেকটা পরিবারের বাকি জীবনের অনেকগুলো স্বপ্নের পরিসমাপ্তি ঘটেছে, যা এখনো কেউ মেনে নেয় নি।
দুটি ছোট্ট শিশুসহ একজন বাবা লিফটে ছিলেন, একই সাথে তারা তিনজন নিহত হয়েছে। সেই মায়ের বাকি দিনগুলোর কি হবে, যার স্বপ্ন দেখা সবে শুরু হয়েছিল? আজব আমাদের নিয়তি, আল্লাহ সে নিয়তি মেনে নেয়ার ধৈর্য্য সবাইকে যেন দেয়।
একটা বিকেল, একটা সাধারন বিকেল ছিল আজকে। কিন্তু আগামীকাল কিছু মানুষ বার বার চাইবে আজকের দিনে ফিরে আসতে, চাইবে এ দিনটি আবার শুরু হোক, অন্তত ঐ মুহূর্ত থেকে শুরু হোক যখন ঘর থেকে বের হচ্ছিল কেউ।
এই চাওয়াটা কেন পূর্ণ হয় না . . .
©somewhere in net ltd.