নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

হিন্দু নাকি মুসলিম নাকি মানুষ?

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

আমার পরিচিত হিন্দু বন্ধুটি মুসলিমদের ঘৃণা করে,
আমার পরিচিত আরেক মুসলিম বন্ধু হিন্দুদের ঘৃণা করে।

আমাদের দেশে ক’দিন আগে হিন্দুদের ঘর পুড়ানো হলো, মারধর করা হলো বিনা দোষে। কোথায় কে ফেসবুকে ইসলামকে অসম্মান করেছে, তার খেসারত কয়েকটি পরিবারকে এভাবে দিতে হয়েছে।

আরেকটি সদ্য সংবাদ: ভারতে এক গরীব মুসলিমকে কাজের কথা বলে ডেকে প্রথমে কুপিয়ে তারপর জীবন্ত পুড়িয়ে ফেলা হলো। তার দোষ সে জিহাদ নামধারীদের মতো একই ধর্মের, সেও মুসলিম! লোকটি পা ধরে চিৎকার করছিল, “বাবু আমাকে মেরো না।” সে হত্যার দৃশ্য ভিডিও করে প্রচারও করা হচ্ছে।

হে আল্লাহ বা হে ভগবান, আপনিতো দুই জন না। তাহলে এতো ঘৃণা কেনো সৃষ্টি করলেন? আমাদেরকে দয়া করুন, দুটো আলাদা পৃথিবী বানিয়ে দিন; একটিতে হৃদয় যাদের ঘৃণায় ভরা তারা থাকবে, আরেকটিতে থাকবে ধর্ম-জাতের ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে থাকা মানুষরা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১০

প্রািন্ত বলেছেন: নতুন বছরে এমন অমানবিক ঘটনা আর না ঘটুক এমনটাই প্রত্যাশা করছি।

২| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১০

আবু তালেব শেখ বলেছেন: কি আর বলবো

৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

সাইন বোর্ড বলেছেন: কাজিয়া করে কোন লাভ নেই, এক পৃথিবীতেই বাস করতে হবে ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

কামরুননাহার কলি বলেছেন: হুম বলার কিছু নাই সব সময়ই এটা হয়ে আসছে । জানিনা কবে এগুলো থাববে। নাকি চলতে থাকে এমনই করে।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০

হারানোপ্রেম বলেছেন: আগে মানুষ তারপর ধর্ম। কেউ ধর্ম নিয়ে পৃথিবীতে আসে না। পৃথিবীতে আসার পর ধর্ম পায়। তা নিয়ে কেন এত বাড়াবাড়ি?

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

ফখরুল আমান ফয়সাল বলেছেন: ভুলে গিয়েছি আমরা যে মানুষ

৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

আবু সায়েদ বলেছেন: ভারতের হিন্দুত্ত্ববাদী লোকজন খুবই অসহিষনু হয়ে উঠছে। আরাকানের মত, আসাম থেকে মুসলমানদের বের করে দিতে চাছে। বাবরি মসজিদ দখল করছে, তাজমহল নাকি শিব-মন্দির চিল?!। গরু কোরবানী বন্ধ করে দিয়েছে। তারা কেন মুসলমানদের এত বিরোধিতা করছে, বলুন তো? সেখানে মুসলিমরা তো সংখ্যালঘু, তাই না?

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

ফখরুল আমান ফয়সাল বলেছেন: না মুসলিম না হিন্দুরা সংখ্যালঘু, সংখ্যালঘুতো মানুষরা।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
ধর্মীয় দৃষ্টিকোন দিয়ে দেখা একদম বাদ দিতে হবে।
সবার আগে মানূষকে মানুষ হিসেবে দেখতে হবে।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

ফখরুল আমান ফয়সাল বলেছেন: ঠিক বলেছেন।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারতে এসব ঘটনা বন্ধ না হলে কিছুদিনের মধ্যে আরো খারাপ ঘটনা ঘটবে...

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

ফখরুল আমান ফয়সাল বলেছেন: সর্বত্রই বন্ধ হোক মানবনিধন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.