![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own
ঢাকার রাস্তায় খেয়াল করেছেন হয়তো, বিজ্ঞাপনে বড় করে লিখা, “Say Hello To Future” মানে iPhone X আসিতেছে লি গালি(!)।
এ দেশে এই ফোনে হ্যালো বলার দাম আমেরিকার খুচরা বাজারের চেয়ে প্রায় হাজার ত্রিশেক বেশি। বোদ্ধারা বলবে, ভ্যাট, ট্যাক্স, শুল্ক, রাজস্ব আয় ব্লাব্লাব্লা! মানলাম, তাই বলে পন্যের মূল্য দেড় গুণ! হ্যালো শুল্কবাহিনীরা, জনগন একই পন্য কেনো বেশি দামে কিনবে? কোন দোষে?
২ টাকা কাপ দরে এক চা বিক্রেতা রোজ বেচে ১০০০ কাপ। আরেকজন প্রতি কাপ ১০ টাকা দরে বিক্রি করে অধিক মুনাফার লোভে এবং দিন শেষে বেচা হয় ৬০ কাপ। প্রকৃত মুনাফা কার?
মেধাতো কম নিয়োগ হয় না প্রতি বছর, তবুও এই বিষয়ে সামঞ্জস্য করতে পারছে না কেউ!
Say Hello (pay extra)!
২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭
জাহিদ হাসান মিঠু বলেছেন: সামঞ্জস্য ইচেছ করেই করা হয় না, কারন সামঞ্জস্য করলেতো আর অবৈধ ভাবে টাকা কামানো যাবে না !!!