নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foooysaaal\'s blog

ফখরুল আমান ফয়সাল

সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own

ফখরুল আমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

ছোট একটি সত্যি গল্প বলছি আজ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

আমেরিকাতে মিথ্যা একটি মামলায় সাজা পান নির্দোষ এক ব্যাক্তি। ১০ বছরের কারাদন্ড জোটে বেচারার কপালে। মুক্তির মোটামুটি সকল সম্ভাবনার দ্বার বন্ধ হয়ে যাবার পর কারারুদ্ধ জীবন শুরু হয়। দূর্ভাগ্য হিসেবে পরিচিতি দিয়ে গল্পটি এখানেই শেষ করা যেত, তবে তা হচ্ছে না। কারন কারাগারের ভেতরে থাকা লাইব্রেরিতে তিনি পড়াশুনা শুরু করেন। জেলের ভেতরে থেকে আইন নিয়ে পড়াশুনা করে তিনি নিজের পক্ষে নতুন করে আইনি লড়াই শুরু করেন। এবং... এবং তিনি জয়ী হন! প্রমাণ করেন যে তিনি নির্দোষ ছিলেন। জেল থেকে সম্মানের সাথে মুক্তি পেয়ে আইনি পেশাতেই যোগ দেন এবং যারা তার মতো মিথ্যা মামলার শিকার হয়, তাদের পক্ষে কাজ করতে শুরু করেন।

ক্ষমতা বা অপশক্তি আপনাকে দুমড়ে মুচড়ে ফেলতে চাচ্ছে? তো কি! ইচ্ছাশক্তি আছে না? কাজে লাগান! উপর থেকে একজন ঠিকই দেখছেন, নিয়তির রেখা বদলাতে কতক্ষনই বা লাগে!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:





পুতিন বলছেনঃ চমৎকার! অনুপ্রেরণীয়!

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

আবু তালেব শেখ বলেছেন: চমৎকার। এই লোকের বিষয়ে কিছু জানার আগ্রহ হলো। কোন সাইটে ডিটেইলস পাওয়া যাবে? নাকি শুধু গল্প?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫

ফখরুল আমান ফয়সাল বলেছেন: যে পেজে নিউজটি পড়েছি খুঁজে পাচ্ছি না, পেছনে চলে গিয়েছে। তবে মনে হচ্ছে নীচের নিউজ লিংকটি এই ঘটনারই।

http://www.msnbc.com/msnbc/jarrett-adams-unlikely-path-prison-lawyer

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

সোহানী বলেছেন: খুব ছোট কিন্তু অনেক শক্তিশালী লিখা............

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



এটা তো আসলে অনুপ্রেরণার কথা, আমি জেলে যেতে চাই

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬

ফখরুল আমান ফয়সাল বলেছেন: হাহাহা, আপনার মন্তব্যগুলো সবসময় মজার হয়।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: শাবাস।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: ছোট কিন্তু অর্থবহ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.