![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ব্লগাররাই আমার চেয়ে জ্ঞানী, তাই নিজেকে জাহির করার দৃষ্টতা দেখাচ্ছি না। ফেসবুক: www.facebook.com/foooysaaal.own
নির্বাচন, তুমি এসো নাকো।
অধিকারখানা ম্লান হয়ে যায়,
বিবেকগুলো ক্ষয়ে ঝরে যায়।
দেশটাকে খুব পন্য লাগে,
বিদেশগুলো খদ্দের বনে যায়।
নির্বাচন, তুমি আর এসো নাকো।
রাত্রিকে আরো কালো লাগে,
দিনকে ভীষন লাল লাগে।
সব বুঝে সব অবুঝ হয়ে যায়,
জয়-পরাজয়ে শত্রু হয়ে যায়।
ক্ষতগুলো খুব গাঢ় হয়ে যায়,
আপন ভূমিতে ভাইগুলো সব...
পর হয়ে যায়।
নির্বাচন, থাক না
আর এসো নাকো।
- ফখরুল আমান ফয়সাল
০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
ফখরুল আমান ফয়সাল বলেছেন: আর আসা!
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫
ফখরুল আমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ নুর ভাই।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
বাংলার মেলা বলেছেন: কেন? আপনার অধিকার প্রয়োগ করতে কোন সমস্যা হয়েছে?
০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
ফখরুল আমান ফয়সাল বলেছেন: অধিকার অনেক বড় মাপের শব্দ ভাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভরাত্রী । যাই বলেন প্রতি ৫বছর পর পর সে একবার করে আমাদের সাথে দেখা করবেই ।