নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘদূত

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

মে ঘ দূ ত

হে অপরিচিতা, গ্রহণ করো আমার এই অর্পণা আজিকের এই প্রভাতের প্রথম কিরণ মেঘময় আকাশ- দখিনা হাওয়ার শীতল পরশ দাবমান মেঘরথে হে অপরিচিতা শুধু তোমার 'পরে

মে ঘ দূ ত › বিস্তারিত পোস্টঃ

মেঘের চিঠি - ২৫

২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৪

আকাশটা মেঘলা করে আছে আজ। মনে হচ্ছে যেন মুখ ঘোমড়া করে আছে কারো উপর অভিমান করে। হয়তো সূর্যদেবের উপর। কাল অমন বলা নেই কওয়া নেই টুপ করে ডুব দিল যে! তার নাকি ঘুম পেয়েছে। সারাদিন রোদ বিলাতে বিলাতে সে নাকি ভীষণ ক্লান্ত। কিন্তু তাই বলে সন্ধ্যাগগনের সাথে দুয়েকটা দুঃখ-সুখের কথা বলে যাবে না! না এ ভীষণ অন্যায়। আকাশনীলা তাই ঠিক করেছে রৌদ্দুরের সাথে আজ কোন কথা নেই।



ভোরের আকাশে মেঘ দেখে এই সব কথা ভাবতে ভাবতে সাবওয়ের দিকে হেঁটে যাচ্ছিলাম। গতকাল রাতে আমার ওমন সকাল সকাল ঘুমিয়ে পড়া আর তোমার শুকনো মুখের টেক্সট রিপ্লাই দেখে ঠিক বুঝে নিয়েছি মুখটা বানিয়ে রেখেছো। আচ্ছা যাই হোক, হেঁটে যাচ্ছিলাম তোমার কথা চিন্তা করতে করতে। কানে আমার প্রিয় রবীন্দ্র সঙ্গীত বাজছিল। পথ চলতে গিয়ে দেখি এক জায়গায় একটা চেরী গাছ, আর তার চারপাশে মাটিতে ছড়ানো ছিটানো চেরী ফুল সব। মুহুর্তের জন্য মনে হচ্ছিল যেন কাল সারারাত ফুলগুলো আনন্দনৃত্য করতে করতে গাছ থেকে নেমে পড়েছিল এখন ঘাশের নরম বুকে শুয়ে আরামের নিদ্রা দিচ্ছে। একটা দৃশ্য ভেসে উঠলো কল্পনায়-



দেখি তুমি শাড়ীর আঁচল বিছিয়ে বসে আছো চেরী গাছটার ঠিক নীচে। একটা একটা করে ফুল ঝরে পড়ছে তোমার উপর। তোমার শাড়ীর আঁচলে, তোমার এলো চুলে, তোমার মুখে, আর এক একটা চেরী ফুলতো দেখি সাহস করে তোমার ঠোঁটও ছুইয়ে দিয়ে গেল। এত্ত সাহস! আমার প্রেয়সীর ঠোঁট ছুঁই! ফুলটাকে খুঁজে বের করে শাস্তি দিতে যাব কিন্তু মন অন্য একটা ফুলের দিকে ছুটে যাওয়ার জন্য দুহাত বাড়িয়ে দিয়েছে তখন। আমার সামনে বসা জলজ্যান্ত ফুলটার দিকে। হেসে তোমার পাশে গিয়ে বসলাম। তোমাকে দেখলাম প্রাণ ভরে। তোমার দুচোখ, তোমার মুখের প্রতিটা অভিব্যক্তি, তোমার কানের দুল, তোমার ঠোঁটের প্রতিটা ভাঁজ। তোমার চুলের কাছে মুখ নিয়ে গন্ধ নিতে লাগলাম। আবেশিত করে দেয় আমাকে তোমার চুলের এই সুগন্ধটা। এক সময় তোমার কোলে মাথা রেখে শুইয়ে পড়লাম। চেরী ফুলগুলো তখনো ঝরছে একটা একটা করে। কখনো তোমার উপর। কখনো আমার। তোমার দিকে চেয়ে রইলাম নিষ্পলক নেত্রে। মনে হচ্ছিল জগতে শুধু তুমি, আমি আর এই চেরী গাছটি। এক সময় মুখটা আস্তে করে অল্প একটু তুললাম। তুমিও মাথাটা নুয়ালে...



এর পর...এর পর না হয় তুমিই কল্পনা করে নাও।



:-) হাসিটা তোমার জন্য।

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪২

স্বাধীনতার বার্তা বলেছেন: মেলানকলি জাতীয় জিনিসপত্র আমার ভালো লাগে।

অনেক দিন পর দেখলাম আপনাকে। :)

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৩৩

মে ঘ দূ ত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য পেয়েও ভালো লাগলো। নতুন কোন এনিমেশেন মুভি দেখেছেন?

২| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৩

চক্কর বলেছেন: :-)

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৩৬

মে ঘ দূ ত বলেছেন: প্রতি হাসি :)

৩| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৭

কালীদাস বলেছেন: চমৎকার+++++++

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৩৬

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ :)

৪| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০১

ঈষাম বলেছেন: দারুণ!

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৩৭

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ ঈষাম :)

পিচ্চিটার তো অনেক দেখি অনেক ভাব :) কি নাম?

৫| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৩

রাতুল_শাহ বলেছেন: সুন্দর চিঠি।

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৩৭

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ রাতুল :)

৬| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৩

শায়মা বলেছেন: এতদিন পর কোথা থেকে আসলে মেঘদূত!!!!!!!!!!!!!

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৩৮

মে ঘ দূ ত বলেছেন: বার্তা পৌঁছে দিতে অলকায় গিয়েছিলাম :P

৭| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১০

মাহমুদা সোনিয়া বলেছেন: খুবই খুব ভালো লাগলো।

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৩৮

মে ঘ দূ ত বলেছেন: অনেক ধন্যবাদ :)

৮| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৬

রুমানা ইসলাম হিমি বলেছেন: :-D আপনার রোমান্টিক লেখা পড়ে খুবই আনন্দিত হলাম :-D এমন রোমান্টিক কল্পনা আপনার মাথায় রোজ রোজ আসে না কেন!তাহলে একটু ঘন ঘন রোমান্টিক রোমান্টিক পোস্ট পেতাম :-D

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৩৯

মে ঘ দূ ত বলেছেন: রোজ রোজ! বল কি! তাইলে যে একঘুঁয়েমি ধরে যাবে। এই সময় সময় আসলে সেই ভালো :)

ধন্যাবাদ ঢুঁ মেরে যাওয়ার জন্য।

৯| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫৯

সাইফুলহাসানসিপাত বলেছেন: অনেকদিন পর সুন্দর একটা লেখা নিয়ে আসলে । হারিয়ে যেওনা আবার ।

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৪০

মে ঘ দূ ত বলেছেন: কিছু মাথায় আসছিল না আসলে লিখবার। এইটা মাথায় আসলো তাই লিখে ফেললাম। না এতো সহজে হারিয়ে যাচ্ছি না :)

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:৪১

কাউসার রুশো বলেছেন: অনেকদিন পর? কেমন আছেন দাদা??
মনটা খুব খারাপ হয়ে আছে। দোয়া রাখবেন :(

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৪১

মে ঘ দূ ত বলেছেন: আছি তো বেশ, কিন্তু রুশো ভায়ার মন খারাপ কেন! কি হয়েছে!

বাসার সবাই ঠিক আছে তো? চাকরী বাকরী কেমন যায়? মুভি কেমন দেখা হচ্ছে?

১১| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:৫৩

ফারিয়া বলেছেন: সুন্দর লেখাটা!

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৪১

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ ফারিয়া :)

১২| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১৮

মেহবুবা বলেছেন: শাড়ীটা কি রঙের ছিল আর শাড়ীর আঁচল ?

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৪৩

মে ঘ দূ ত বলেছেন: শাড়ীটা মেরুন রঙের ছিল আর আঁচল সোনালী কারুকাজ করা :) :)

ধন্যবাদ সময় করে ঢুঁ মেরে যাওয়ার জন্য,

১৩| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৩:০০

চাটিকিয়াং রুমান বলেছেন: ভালোবাসা যেন থেমে না যায়। :)

২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৪৩

মে ঘ দূ ত বলেছেন: নিশ্চই রুমান। সেই চেষ্টায় থাকবে আজীবন :)

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০০

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার++++++

১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৫

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ ইশতিয়াক :)

১৫| ২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৫২

স্বাধীনতার বার্তা বলেছেন: শুভ জন্মদিন। :)

১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৫

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৫২

স্বাধীনতার বার্তা বলেছেন: নতুন দেখেছি কয়েকটা। :)

১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৫

মে ঘ দূ ত বলেছেন: আচ্ছা। আমি তো বেশ অনেকদিন নতুন কোন মুভিই দেখতে পারিনি :(

১৭| ১২ ই মে, ২০১২ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: মেঘ কি আর বৃষ্টিকে চিঠিই লেখেনা!!!

১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৭

মে ঘ দূ ত বলেছেন: লিখে না হয়তো। লিখলে তো পড়তে পেতেনই :)

মেঘলা হয়ে আছে আমার এখানে আজকের সকালটা। সেই মেঘলা দিনের শুভেচ্ছা রইলো আপনার জন্য।

১৮| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৩৩

একলব্যের পুনর্জন্ম বলেছেন: বাহ!

কেমন আছেন ভাই? সব ভালো?

২৯ শে জুন, ২০১২ রাত ৯:১৮

মে ঘ দূ ত বলেছেন: :)

আছি তো ভালোই। আর সবও ভালো। খুব ব্যস্ত হয়ে পড়েছি এই যা।

দুঃখিত অনেক দেরী হয়ে গেল উত্তর দিতে।

১৯| ২২ শে জুন, ২০১২ রাত ৯:০১

মেহবুবা বলেছেন: গেলেন কোথায় ?
এমন বর্ষায় মেঘদূতের অনুপস্থিতি বড়ই বেমানান ।

২৯ শে জুন, ২০১২ রাত ৯:২০

মে ঘ দূ ত বলেছেন: নিশ্চই দেখা পেয়ে গিয়েছেন এতদিনে :)। এমন ঝড়া ঝড়েছি যে পানি তে দেশের অনেকটা এখন থৈ থৈ।

আসলে আর আগের মত ব্লগে সময় দিয়ে উঠতে পারছিনা। সময় করে ঢু মেরে যাওয়ার জন্য ধন্যবাদ অনেক।

২০| ০২ রা জুলাই, ২০১২ রাত ১২:১৫

কাউসার রুশো বলেছেন: আপনার জন্য লেখা-
বিশ্বচলচ্চিত্রের সেরা ট্রিলজিগুলো-পর্ব ৩: মৃণাল সেনের কলকাতা ট্রিলজি

০২ রা জুলাই, ২০১২ বিকাল ৫:০৯

মে ঘ দূ ত বলেছেন: দেখছি :)

ধন্যবাদ।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০২

হাসি .. বলেছেন: তার নাকি ঘুম পেয়েছে। সারাদিন রোদ বিলাতে বিলাতে সে নাকি ভীষণ ক্লান্ত। কিন্তু তাই বলে সন্ধ্যার সাথে দুয়েকটা দুঃখ-সুখের কথা বলে যাবে না! না এ ভীষণ অন্যায়। আকাশনীলা তাই ঠিক করেছে রৌদ্দুরের সাথে আজ কোন কথা নেই।


সূর্য, সকাল, মেঘ, রোদ সবিই এক সবখানে, ভাবনাটা কেবল ভিন্ন, সুন্দর

:)

২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৫

মে ঘ দূ ত বলেছেন: অনেক ধন্যবাদ :)

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

মেহেরুন বলেছেন: বাহ!! চমৎকার চিঠি। ভালো লাগলো খুব।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

মে ঘ দূ ত বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য :)

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

সকাল রয় বলেছেন:
কেমনআছেন মেঘ ?

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

মে ঘ দূ ত বলেছেন: এইতো ভালো সকাল :)

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। আমার এখানে এখন রোদেলা সকাল। সেই সকালের শুভেচ্ছা আপনাকে।

২৪| ১৬ ই মে, ২০১৯ সকাল ৯:০৯

জুন বলেছেন: মেঘদূত তুমি!!!!

১৬ ই মে, ২০১৯ সকাল ৯:৩৭

মে ঘ দূ ত বলেছেন: হ্যাঁ আমি। উত্তর লিখতে যেয়ে দেখি বাংলা কি-বোর্ড ইন্সটল করা নেই...ইন্সটল করে এখন উত্তর লিখছি। মনে হচ্ছে কত যুগ বাংলা লিখি না।

হ্যাঁ অনেক অনেক দিন পর। মনের কোণে মেঘ ঝরো হতে শুরু করেছিল কোন একটা কারণে। হঠাৎ মনে হল আমার এই মেঘরাজ্য থেকে ঘুরে আসি। তাই মেঘের রথে চড়ে হাজির এইখানে।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। কেমন আছেন?

২৫| ১৬ ই মে, ২০১৯ সকাল ৯:৪৫

জুন বলেছেন: আমি আছি মোটামুটি। তুমি কেমন আছো? অনেক ভালো লাগছে অনেকদিন পর নিকটা তালিকায় দেখে

১৬ ই মে, ২০১৯ সকাল ১০:১৬

মে ঘ দূ ত বলেছেন: এখন মনে হচ্ছে কিছুটা ভালো বোধ করছি। আমারও অনেক ভালো লাগছে এত্ত দিন পর ঢুঁ মারতে এসে সেই চেনাজানা নিকটা, প্রোপাল পিকটা আমার ব্লগে দেখে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.