![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ তোমার জম্মদিন। এই দিনে পৃথিবীতে এসে ধন্য করেছো তোমার পরিবারসহ সকল গুণগ্রাহী আত্মীয়-স্বজনদের। তোমার আগমনে খুশি হয়েছিলো তোমার পুরো পরিবার। সেই খুশির রেশ ধরে পৃথিবীতে দীর্ঘ কয়েকটি বছর কাটিয়ে দিয়েছো। সকলের কাছে আজো সেই খুশির রেশ অটুট আছে বলে মনে করি।
সাথে সাথে তোমার আগামীর দিনগুলির সফলতায় ভরপুর ও সুখময় হউক, এমনটাই প্রত্যাশা রাখি। তোমার জম্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবে। শুভ হোক তোমার জম্মদিন।
শুভেচ্ছান্তে রুপম হাছানview this link
ধন্যবাদ দাদা ভাই,
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪
আমি ৎৎৎ বলেছেন: ছিল তো। অনেক আগের কথা তো ভূলে গেছি। তাই সবাই মনে করিয়ে দিল তাই মনে পড়ল।
ভাল থাকুন।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: শুভ জন্মদিন
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
আমি ৎৎৎ বলেছেন: এত দিন পরে মনে পড়ল তাহলে, এতদিন কোথায় ছিলেন???
এতটুকু কথা প্রথমে বললে হত না!!!!
ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০
আরোগ্য বলেছেন: আপনার আগামীর দিনগুলো হোক আনন্দময়।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২
আমি ৎৎৎ বলেছেন: ধন্যবাদ, আপনাকে।
সবাইতো চায় আনন্দময় দিন, তাই আশা করি।
ভাল থাকুন, সবসময়।
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
নজসু বলেছেন: শুভেচ্ছা জানবেন।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩
আমি ৎৎৎ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
ভাল থাকুন সবসময়।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: আপনি কি ৎৎৎৎৎৎ????
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬
আমি ৎৎৎ বলেছেন: আমি শুধু ৎৎৎ ....................... বাকীগুলো আমার না।
ধন্যবাদ, গুরুত্বপূর্ন প্রশ্ন করার জন্য?
ভাল থাকুন।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
নজসু বলেছেন: মেহেদী ভাই, নতুন লেখা কবে পাবো?
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
আমি ৎৎৎ বলেছেন: ভাইরে লেখতে তো অনেক মন চায়, কি যে করি, চাকরী করে সময় থাকে না।
ফ্রি হলে অবশ্যই দিব, দোয়া রাইখেন।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
নীল আকাশ বলেছেন: আমি আপনার এই নামের শান-ই-নযুল জানতে চাই? মনে বড়ই খায়েস জাগছে......
জন্মদিন করবেন তো কেক কই, মোমবাতি কই?
এত দেরি তে জন্মদিন বলতে লজ্জা লজ্জা লাগছে .....
গিফট সহ উইস করলাম.....।
শুভ কামনা রইল!
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
আমি ৎৎৎ বলেছেন: বলেছেন: ভাই মনের খায়েস মিটিয়ে দিলাম, ( ৎ=পা, ৎ=গ, ৎ=ল.......................) মনে হয়।
ধন্যবাদ ভাই, কমেন্ট এর জন্য।
ভাল থাকুন, সব সময়।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার জন্মদিন নাকি?