নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি, এবং আমি।

আমি ৎৎৎ

আমি আছি সব সময় ইইইইইই্ইইইই।

আমি ৎৎৎ › বিস্তারিত পোস্টঃ

জন্মদিনের শুভেচ্ছা ভাই, ভালবাসি আপু B-)) B-)) B-))

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাই কাজী ফাতেমা ছবি আপুকে, কারন উনার একটু আগের পোষ্টটার জন্য জানতে পেরেছি যে আজ খায়রুল আহসান ভাইয়ের জন্মদিন।




খায়রুল আহসান ভাই আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা

- ঃঃঃ সবসময় ভাল থাকুন ঃঃঃ-



কিছু সিনিয়র ব্লগারদের আমার কাছে অনেক ভাল লেগেছে, আপনাদের ব্যবহার অনেক ভাল। তাই আপনাদের অনেক ভালবাসি. ভালবাসি.. ভালবাসি... । আজকে যা লিখব সব আপনাদের দুজনার জন্য।


((( আমার পোস্টে কিছু ভুল থাকতেই পারে, অফিসে বসে তাড়াতাড়ি টাইপ করছি, কারন ৫ টায় অফিস শেষ। )))




এস এস সি পরীক্ষা শেষ করলাম, এখন তো আমার হাতে অনেক সময়। তো বন্ধুরা মিলে প্রাকটিক্যাল পরীক্ষার শেষ দিনে প্লান করলাম, কবে কি করব। কারন তখন বন্যা শুরু হয়েছ।


একদিনের প্লান ছিল, সবাই মিলে প্লেয়িংকার্ড খেলব। যাহোক বন্ধুরা আস্তে আস্তে আমার বাসা আসা শুরু করল, যেহেতু বন্যা চলছে, তাই সবাই লুঙ্গি পরে এসেছে। আমার ঘরে গোল মিটিং বৈঠক চলছে, টাকা কালেকশন হচ্ছে। টাকা উঠানো শেষ, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বন্ধুদের ভাগাভাগি করে তাদেরকে দু জায়গাতে পাঠালাম। একগ্রুপ গেল ডাক্তারের দোকানে, অন্যটি গেল নরমাল দোকানে। একগ্রুপের উদ্দেশ্য হল প্লেয়িং কার্ড কিনে আনা, আর অন্য গ্রুপ গিয়েছিল কাশির ঔষধ আনতে। জীবনে প্রথমবার কাশির ঔষধ খাব, তাই চিন্তা ভাবনা সব স্হির হয়ে ছিল। দামও কম, আমাদের সময়ে ১৭ টাকায় পুরো একবোতল পাওয়া যেত!!! (নাম বললাম না) ।

আমার বন্ধুরা ছিল মামুন, সেলিম, খোকন, সাইফুল, কাজল, মাছুম আর হাসান। যথাসময়ে বোতল এবং কার্ডের প্যাকেট হাজির হল। ওরা এই ধরনের কাজে খুবই দক্ষ। কিন্তু সমস্যা বাঁধল আমার বাসাতে, মেহমান এসেছে তাই বাসায় তো কার্ড খেলা যাবে না। তাই সবাই বুদ্ধি করলাম, আজকে খেলতে যাব সেলিমের বাসায়।

সবাই আস্তে আস্তে আমাদের জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম। সেলিমের বাসায় যাব, তাই সবাই রাস্তায় হাটতেছি, পানিতে প্রায় আমাদের হাটু ডুবু ডুবু অবস্হা। বীর পালোয়ানদের মত আমরাও কাছা মেরে হাটতেছি। অনেক হাটার পরে একটা জায়গাতে এসে সবাই দাড়িয়ে গেলাম , কারন সামনে পা দেই, দেখি গর্ত আগের চেয়ে একটু বেশি, আমাদের যা অবস্হা পানিতে মোটামুটি কোমর ডুববে কিন্তু বুক ভেসে থাকবে। এদিকে আবার তিনসন্ধ্যা হয়ে আসল। বেকুবের দলগুলা পানিতে দাড়ায়া আছে, সাথে আমিও।


একটু পর দেখি এক মহিলা আসতেছে ম্যাক্সি পড়া, আমরা তো দাড়িয়ে আছি, আমার তো মনে হচ্ছে মহিলা ভিজে ভিজেই যাবে। হঠাৎ করে দেখি মহিলা যাচ্ছে কিন্তু তার কাপড় ভিজতেছে না, ব্যাপারটা কি, তখন অলরেডি সন্ধ্যা হয়ে আসছে।

ভাল করে খেয়াল করে দেখলাম যে, পানি যত বাড়ে কাপড় একটু উপরে উঠে, তারপর পানি আর একটু বাড়ে কাপড়ও একটু উপরে উঠে। :D :D :D

মহিলা ততক্ষনে বাসায় চলে গেছে, আমরা এখনও পানিতে দাড়িয়ে একে অপরের মুখ দেখতেছি। এভাবে আমরাও শুরু করলাম------

"খোল লুঙ্গি, ল কান্দে"

আমরা তাসের প্যাকেট, বোতল সব লুঙ্গিতে ভরে রওনা দিলাম, পানি যত বাড়ে, লুঙ্গি উপরে উঠে। এই সিস্টেম এ পাড় হলাম,
অতঃপর সেলিমের বাসায় গিয়ে উঠলাম।

বাকীটুকু যদি লেখার উৎসাহ পাই, তবে লিখব, কবে লিখব জানি না। আজকে বড় ভাইয়ের জন্মদিন তাই আপনাদের একটু ভাল লাগলেই আমার শান্তি।


সবাইকে বলছি খুব তাড়াহুড়ো করে লিখছি, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: ওনাকে জন্মদিনের শুভেচ্ছা।
আর আপনাকে ধন্যবাদ ও শুভকামনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

আমি ৎৎৎ বলেছেন: আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা পৗছে যাক খায়রুল আহসানের কাছে।


ভাল থাকুন, সবসময়।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

বলেছেন: শুভ জন্মদিন


শুভ কামনা

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

আমি ৎৎৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।


ভাল থাকুন, সবসময়।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: উৎসাহ দিলাম ভাইয়া ..........বাকিটুকুও পড়তে চাই

ধন্যবাদ আপনাকে আমাকে এবং খাইরুল ভাইয়াকে সম্মানিত করার জন্য।

লিখে যান অবিরত পাশেই আছি

ভালো থাকুন সুন্দর থাকুন সবাইকে নিয়ে।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

আমি ৎৎৎ বলেছেন: ধন্যবাদ -পুনি, হ্যা লিখে ফেলব।

ধন্যবাদ, আপনারা নতুনদের সবসময় পথ দেখাবেন।

আপনিও খাইরুল ভাই, আপনারা দুজন, আপনাদের পরিবার নিয়ে ভাল থাকুন, সে দোয়া করব।


ভাল থাকুন, সবসময়।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপনার লেখা সুন্দর ।

বাকিটুকু লিখে ফেলুন ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

আমি ৎৎৎ বলেছেন: ধন্যবাদ, লিখে ফেলব।


ভাল থাকুন, সবসময়।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: লিখে ফেলুন :)

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

আমি ৎৎৎ বলেছেন: জি, অবশ্যই।



ভাল থাকুন, সবসময়।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


ব্লগার খায়রুল আহসানকে জন্মদিনের শুভেচ্ছা।

ব্লগারের জন্মদিনের কথা বলার জন্য পোষ্ট আলাদাভাবে দেয়ার দরকার ছিলো; আপনার নীচুমানের লেখার সাথে ব্লগারের জন্মদিনের কথা লিখা উচিত হয়নি

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

আমি ৎৎৎ বলেছেন: ধন্যবাদ,

জি, আমার মনে হয় তাই।

আমি নতুন এসেছি আপনাদের মাঝে, উচু মানের লেখক হতে গেলে সময় লাগবে, কারন শিখতে তো সময় দিতে হবে।

যদি খায়রুল ভাই ও কাজী ফাতেমা ছবি, এরা দুজন বলে তো এই পোষ্ট ডিলিট করে দেব।


ভাল থাকুন, সবসময়।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

তারেক_মাহমুদ বলেছেন: খাইরুল আহসান স্যার আসলে আমাদের সবার প্রিয় মানুষ, উনার জন্মদিনে অনেক শুভেচ্ছা ভালবাসা। ধন্যবাদ ভাই আমি ৎ ৎ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০

আমি ৎৎৎ বলেছেন: কথাটা আসলেই সত্যি, খাইরুল ভাই আসলেই অন্য রকম মানুষ। শুভেচ্ছা পৌছে যাক, খাইরুল ভাই এর কাছে।

ধন্যবাদ আপনাকেও।


ভাল থাকুন, সবসময়।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার জন্মদিনকে উপলক্ষ করে পোস্ট দেয়ার জন্য। সেই সাথে কাজী ফাতেমা ছবিকেও ধন্যবাদ, উনিও এ উপলক্ষে একটা আলাদা পোস্ট দিয়েছেন, সেজন্য। আর যেসব সহৃদয় পাঠক তাদের মন্তব্যে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং জানাচ্ছেন, তাদের প্রতিও রইলো আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

আমি ৎৎৎ বলেছেন: খাইরুল ভাই,

গতকালের ইতিহাসটা একটু বলি।

ছবি আপুর পোষ্ট পড়ে জানতে পারলাম, আপনার জন্মদিন, ছবি আপুর পোষ্ট দেখেছিলাম ৩:১৫ এর পর। আমি যে পোষ্টে চাকরি করি, আমাদের সোমবার থেকে বৃহস্পতিবার এই চারদিন প্রেসারে কাজ করতে হয়, তো কি করব আপনার জন্মদিন বলে কথা, নিজের সম্পর্কে একটু জানার দরকার ছিল, কতটুকু লেখতে পারি, তাই ভাই ধুম দাম লিখেছি, দেখার জন্য কি হয়, ৪:৩৪ হল আমার পোষ্ট।

ধন্যবাদ আপনাকেও কিছু জিনিস শিখতে পেরেছি, যা শিখতে পারলাম, তা যেন দিয়ে যেতে পারি।


ভাল থাকুন, সবসময়।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

হাবিব বলেছেন: খায়রুল আহসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

আমি ৎৎৎ বলেছেন: শুভেচ্ছা পৌছে যাক খাইরুল ভাইয়ের কাছে।




ভাল থাকুন, সবসময়।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খায়রুল ইসলাম ভাই ও কাজী ফাতেমা ছবি আমাদের সকলের প্রিয় ও গুণী ব্লগার,
তাদের উদ্যেশ্য করে লেখার মাঝে আপনার ৫ নম্বর পোস্টে যা উপস্থাপন করেছেন
তাতে লজ্জিত আমি। মহিলা' মাত্রই মায়ের জাত, তাদের নিয়ে আপনার আদি রসাত্মক
কথাবার্তা সম্মলিত লেখাটি তুলে নিলে খুশী হতাম। ব্লগ, ফেসবুক না। এখানের লেখায়
লেখকের ভিতরটা প্রকাশ হয়ে যায়। আশা করি মনে কিছু নিবেন না।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

আমি ৎৎৎ বলেছেন: ধন্যবাদ,

জানলাম, শিখলাম।
একটা প্রশ্ন ছিল-----

"এখানের লেখায় লেখকের ভিতরটা প্রকাশ হয়ে যায়" এই লাইনটা দেখে প্রশ্নটা উঠল।


প্রশ্ন হল " আমি জানি না, আপনার জীবনে কোন দুঃখ বা আনন্দ এদের দুজনের ইতিহাস আছে কিনা, যদি থাকে তাহলে তার কতটুকু প্রকাশ করেছেন, এই ব্লগে????


ভাল থাকুন, সবসময়।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

অপ্‌সরা বলেছেন: খায়রুল আহসানভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা........
আর রংধনু কেক দেখে আমি মুগ্ধ!!! :)

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

আমি ৎৎৎ বলেছেন: শুভেচ্ছা পৌছে যাক খাইরুল ভাইয়ের কাছে।



জি, গুগল করতে করতে হঠাৎ খুজে পেলাম।



ভাল থাকুন, সবসময়।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: আমি চাই সবাই ভালো থাকুক। সুস্থ থাকুক।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

আমি ৎৎৎ বলেছেন: ভাই আমিও চাই সবাই ভাল থাকুক।


ভাল থাকুন, সবসময়।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

করুণাধারা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানালে শুধু সেই সংক্রান্ত কথাবার্তাই বলা উচিত, আপনার পোস্টে অপ্রাসঙ্গিক কথা এসেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

আমি ৎৎৎ বলেছেন: জি, জানলাম, শিখলাম।


ভাল থাকুন, সবসময়।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

নজসু বলেছেন:


জন্মদিনের শুভেচ্ছা রল।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

আমি ৎৎৎ বলেছেন: শুভেচ্ছা পৌছে যাক খাইরুল ভাইয়ের কাছে।



ভাল থাকুন, সবসময়।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

আমি ৎৎৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে,


ভাল থাকুন, সবসময়।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

ইসিয়াক বলেছেন: আপনার লেখা সুন্দর । ধন্যবাদ

২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

আমি ৎৎৎ বলেছেন: জীবনের ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করেছি।


ভাল থাকুন, সবসময়।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

টুনটুনি০৪ বলেছেন: জনাব খায়রুল আহসানের জন্মদিনের বকেয়া শুভেচ্ছা।
গল্পের বাকিটা পড়তে চাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

আমি ৎৎৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে,

জানিনা বাকীটুকু লেখতে পারব কিনা, কারন দুইজনের কমেন্টে খারাপ লেগেছে আমার।


ভাল থাকুন, সবসময়।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১৬

অন্তরন্তর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬

নজসু বলেছেন:

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব দেরি করে লেখাটি পড়লাম। তাই শুভেচ্ছা জানানোর মতো সুযোগ মিস করে ফেলেছি।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

আমি ৎৎৎ বলেছেন: নো প্রোবলেম ব্রো,


ভাল থাকুন, সবসময়।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পটা শেষ করলে জানাবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩

আমি ৎৎৎ বলেছেন: জি অবশ্যই,


ভাল থাকুন, সবসময়অ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.