নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মো.মেহেদী হাসান সজীব। আমি একজন সাধারণ ছাত্র, বিশেষ কোন পরিচয় নেই। আমি লিখতে অনেকটা পছন্দ করি। তবে তাতে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করে থাকি। ইচ্ছা করলেই লিখতে পারি না, যা লিখি, তা অনেকটা নিজের আবেগ থেকে লিখে থাকি। আর এখানে আসা আমার লেখাগুলোকে সবার

মো.মেহেদী হাসান সজীব

মো.মেহেদী হাসান সজীব › বিস্তারিত পোস্টঃ

জীবন

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৩

স্বপ্নিল আকাশে সুর মোহনায়,
মিলিয়ে যাওয়া স্বপ্ন নীল জোসনায়,
ফিরতে চায় সে অসীম ব্যক্ত ভাষায়।
জীবন আজ তার কাঙাল আশায়,
ছুটে যেতে যায় কোন পারাপার।
জানা নেই কোন ঠিকানা,
তবুও ছুটে যায় যে পথ অজানা।
হাতছানি ঐ নীল ঈশারায়,
ডাকছে তাকে নীল বেদনায়।
আয় কাছে আয়, ছুটে চলে আয়
ভেজা হাওয়ায় চুপটি করে,
শোন ঐ কন্ঠ, হবি যে শান্ত।
আজ নিরালায় আবার ঈশারায়, আজও সে ছুটে যায়
কিসের চাওয়ায়..!!
মরনপণ করলো তবে,
স্বপ্নগুলোকে ভেজা তবে,
যেতে হবে এক রুদ্ধশ্বাসে,
গেয়ে যা গান সিক্ত বাতাসে।
শুনবে যে সে নিজের কন্ঠে,
নিজের জয় আজ নিজের মুঠিতলে.....

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮

ফাঁকিবাজ ০০৭ বলেছেন: প্রতিভা আছে বস কাজে লাগাও।।।।।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.