নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব কম জানি। জ্ঞানীদের থেকে জ্ঞান নিতে আগ্রহী, জ্ঞানপাপীদের থেকে দূরে থাকি..

সিলেক্টিভলি সোশ্যাল

লেখালেখির ছোট্ট প্রয়াস..

সিলেক্টিভলি সোশ্যাল › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন- ১

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৬

তারপর,
অভিমানী ডাহুকের মৃত্যুর পর
ভুলেরা সব কাশবন হবে
সময়ের বেহিসেবি খরস্রোতা নদে
গড়িয়ে যাবে তাবৎ হিসেবের গড়মিল
বৃষ্টিও খুব রোদ ঝরাবে সেদিন
কথা দাও
কুয়াশার ছাতা হাতে কৃষ্ণচূড়া প্রান্তরে
তুমি আমার অপেক্ষাই করবে

না পাওয়া মেঘের বেদনা বুকে চেপে
দুজনে হেঁটে বেড়াবো পূর্ণিমা বালুচরে
রাতের শেষ পেঁচা ডেকে ওঠার আগে
আত্মাহুতি দেবো একে অপরের চোখে

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

মাদকতা ভরা লেখা! বুনো উচ্ছাস! দুর্দান্ত!

প্লাস+++

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: একটু বেশিই বলে ফেলেছেন। এতগুলো প্লাসে তো আরও গদগদ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: রাতের শেষ পেঁচা ডেকে ওঠার আগে
আত্মাহুতি দেবো একে অপরের চোখে
-- খুব সুন্দর!
ছবিটাও সুন্দর। পোস্টে প্লাস + +।
বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম কবিতাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। কবিতাটি খুব সুন্দর হয়েছে। শিরোনামহীন শিরোনামটা থেকে শেষ পর্যন্ত ভাল লেগেছে।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২২

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: সময়ের অভাবে ব্লগে স্বাগতম জানাতে পারিনি হয়তো। অথবা চোখ এড়িয়ে গিয়েছেন।
আজ জানালাম।

একটি প্রাণভরানো কবিতা!!
সুন্দর।

শুভকামনা রইল।
শুভব্লগিং।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: না না আপনার দিক থেকে কোনো ত্রুটি ছিল না। আসলে শিশু(পড়ুন নতুন লেখক) বলে প্রথম পাতা আমাকে চায় না :( তাই অবহেলায় অনাদরে বেড়ে ওঠছে একটি শিশু।

দিন শেষে প্রাপ্তি- অনেকেই উড়াইয়া দেখে ছাই। ;)

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৪| ০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৫

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, ভাল আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.