নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব কম জানি। জ্ঞানীদের থেকে জ্ঞান নিতে আগ্রহী, জ্ঞানপাপীদের থেকে দূরে থাকি..

সিলেক্টিভলি সোশ্যাল

লেখালেখির ছোট্ট প্রয়াস..

সিলেক্টিভলি সোশ্যাল › বিস্তারিত পোস্টঃ

এক যে আছে ক্ষ্যাপাটে মা

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩০



টুকুন সোনামনি এখন স্কুলে যায় নিয়মিত। স্কুলে গিয়ে ছোট্ট টুকুন খেলাচ্ছলে এ বি সি ডি পড়ে, গল্প, গান আর খেলাধুলা করে আর ছুটি হলে মায়ের কোলে চড়ে আধো আধো বাক্যে এটা ওটা বায়না ধরতে ধরতে ঘরে ফেরে। টুকুন সোনার মা টাও বড্ড আহ্লাদে! মেয়ে পেয়েছে ঠিক যেনো মায়ের স্বভাবটাই। মেয়েকে নিয়ে মায়ের আদিখ্যেতার অভাব নেই। তার সারা দুনিয়াটা যেন ওই ছোট্ট টুকুন সোনামনির মধ্যেই বন্দী! এর বাইরে জগতের আর কোনো কিছুই তার কাছে এতটা মোহনীয় নয়। আর কোনোদিন মেয়েকে নিয়ে ঘুরতে বের হলে মায়ের আহ্লাদ যেনো আরও কয়েকগুণ বেড়ে গিয়ে উপচে উপচে পরতে থাকে! ছোট্ট টুকুনের যতটা সময় মায়ের পাশে কাটে ততটা সময় মা যেনো তার চেয়েও ছোট্ট কেও হয়ে ওঠে। টুকুনের সাথে একটানা বকবক করতেই থাকে। সারাদিনে তার যেনো আনন্দ আর ফুরোতেই চায় না!

- মামনি ওই যে দেখো ওটা ময়ূরের খাঁচা। কত্ত সুন্দর পেখম মেলেছে পাখিটা! দেখেছ সোনামনি?... এই যে দেখো ইনি হচ্ছেন আমাদের রয়াল বেংগল টাইগার! ও বাঘ মামা, তুমি আমার টুনটুনি টাকে একদম ভয় দেখাবে না কিন্তু! হুম?

- না.. মামনি এখন আর আম্মুকে একদম জ্বালায় না। এত্ত আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে না আমার লক্ষী আম্মুটার? আজ সকালেই না মামনির সাথে একবার খেয়েছ? আবার কাল আমরা দুজনে মিলে চুপিচুপি আইসক্রিম খাব, কেমন? আব্বুকে একদম দিব না!

- আররে... দেখি তো আমার পরি টা কি এঁকেছে?!! বাহ্ কত্তত্তঅঅ সুন্দর করে আমার পুতুলটা আরেকটা পুতুল এঁকেছে! ওমা, পুতুলের দেখি মস্ত একটা লেজও আছে! আর চোখগুলো রসগোল্লার মত গোল গোল! কত্ত সুন্দর করে আঁকে রে আমার টুনটুনিটা....

- বাব্বাহ্, আমার প্রিন্সেস এখন সাজুগুজু করছে? দেখি দেখি... ওমাআআআ... ঠোঁটে টুকটুকে লিপস্টিক দিয়েছে! এমা! গালেও? চোখেও লিপস্টিক? চুলেও?!!! বাহ আমার মেয়েটা দেখি একদম পারফেক্ট বিউটিশিয়ান হয়ে গেছে! :|

এগুলো হচ্ছে টুকুন সোনামনি আর আমার প্রতিদিন প্রতিদিন যা যা কথা বার্তা, আহ্লাদি হয় তার খন্ডচিত্র। আমরা মা মেয়ে দুজন মিলে খুব ঘুরাঘুরি করি। চুপিচুপি আইসক্রিম খাই। ছবি আঁকি। রং ঢং আরো কত কিই না করি... কোনো হিসাব আছে? কি করব? মেয়ে ছাড়া আমার একমুহূর্তও কাটে না। ওকে ছাড়া আমি বাঁচবো না। :(

আচ্ছা, টুকুনকে আমি কবে সত্যি সত্যিই দেখতে পাবো? আমার তো এখনো বিয়েই হয়নি!
তবুও কেনো টুকুন নামের ছোট্ট পরীটা আমার অস্তিত্ব জুড়ে এত খেলে বেড়ায়? শুধু কি টুকুন? আমার কল্পনার জগৎ জুড়ে তিনটে পরী ছুটোছুটি করে বেড়ায়। টুকুন আমার প্রথম পরীর নাম। ওকে যেদিন সত্যি সত্যি কাছে পাবো সেদিন আপনাদের আমার বাকি দুই পরীর গল্প বলব। ক্যামন? :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: সূচনাটা দারুন হয়েছে! প্রথম থেকেই কল্পিত আদুরে টুকুন সোনা আর তার মায়ের একটা পরিষ্কার ছবি পাওয়া যায়।
আপনার স্বপ্ন সত্য হোক!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পরুক। অনেক অনেক ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.