নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব কম জানি। জ্ঞানীদের থেকে জ্ঞান নিতে আগ্রহী, জ্ঞানপাপীদের থেকে দূরে থাকি..

সিলেক্টিভলি সোশ্যাল

লেখালেখির ছোট্ট প্রয়াস..

সিলেক্টিভলি সোশ্যাল › বিস্তারিত পোস্টঃ

খুনসুটি

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:১৫

ভয় পেয়েছ? ভয় পেয়ো না।
তোমায় আমি মারব না
মিটি মিটি হাসছো আবার?
দোষ করলে ছাড়ব না।

লক্ষীসোনা চাঁদের কণা
চোখের আড়াল করব না
ঢং দেখিয়ে যাচ্ছ কোথায়?
এদিক বসো, নড়বে না!

তোমায় আমি যতই দেখি
তবুও মন ভরবে না
তাই বলে রাগিয়ে দিলে
কথার বাণ ছুঁড়ব না?

কথার পিঠে কথা বলে
একটি কথাও ছাড়বে না?
চালিয়ে যাও, আমিও দেখি
এত সোজায় হারব না।

বুঝে শুনে কইবে কথা
অতি বাড় বাড়বে না
মুখের ভেতর কুলুপ এঁটে
চুপ থাকতেও পারবে না।

আমায় ছেড়ে যেওনা প্লিজ
একা থাকতে পারব না
কিন্তু ভীষণ আদিখ্যেতায়
মাথায় তুলতেও পারব না।

উভয়সংকট যতই বল
পালাতেও তো পারবে না
আজব প্রেমের গজব গুলো
তোমার পিছু ছাড়বে না। ;)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:০২

চঞ্চল হরিণী বলেছেন: মিষ্টি খুনসুটি।

১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাহা... কল্পনার খুনসুটিরা হয়ত এরকমই মিষ্টি হয়। মিষ্টি মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা চমৎকার হয়েছে। কবিতার শেষে জুড়ে দেয়া গ্রাফিক্সটাও। :)
আরো লিখতে থাকুন। শুভকামনা...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.