![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির ছোট্ট প্রয়াস..
কোনো একদিন
মুঠো খুললেই উড়ে যাবেনা একশো দুশো জোনাকি
কোনো একদিন
জানলায় এসে জমা হবে না পুরোনো দিনের রূপকথারা
কোনো একদিন
প্রণয়ের খামে জড়ানো খুনসুটিরা বন্দি হবে না স্মৃতির ডাকবাক্সে
কোনো একদিন
বোতলের ভেতর জমিয়ে রাখব না ইচ্ছে রঙিন বোতাম
কোনো একদিন
চশমার ফ্রেমে আর খুঁজতে যাওয়া হবে না অব্যক্ত কিছু অনুবাদ
কোনো একদিন
সিম কার্ডের শূণ্য ব্যালেন্সে ভর করবে না লাগামহীন অস্থিরতা
কোনো একদিন
আমায় আর ভয় দেখাতে পারবে না তোমার চোখের নীল মাকড়সা
কোনো একদিন
ঘুমের ভেতর আমি পালিয়ে যেতে চাইব অন্য একটি তুমিহীন স্বপ্নে
কোনো একদিন
রাত্রি নামার গভীর সুখ বিন্দু বিন্দু জমা হবে চোখের তারায়
কোনো একদিন
হাসি মুখে আমিও শিকল বেঁধে দেব সময়ের ক্লান্তিহীন চাকায়
কোনো একদিন, হয়ত কোনো একদিন
ব্যাস্ত শহরের র্যালিং এ দাঁড়িয়ে তোমার আর মনেই পড়বে না
হারিয়ে যাওয়া গল্পটার কথা।।
২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: ধন্যবাদ পথহারা মানব। আপনার মন্তব্যে অনুপ্রেরণার পথ খুঁজে পেলাম
২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ হয়েছে!
দুটো কোনো একদিন একটা শান্ত সরোবরে মৃদুহিল্লোল তুলে গেলঃ
কোনো একদিন
প্রণয়ের খামে জড়ানো খুনসুটিরা বন্দি হবে না স্মৃতির ডাকবাক্সে ---- আর,
কোনো একদিন
ঘুমের ভেতর আমি পালিয়ে যেতে চাইব অন্য একটি তুমিহীন স্বপ্নে
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:০৬
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আন্তরিকতা পূর্ণ মন্তব্য। অনুপ্রাণিত হলাম। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২০
পথহারা মানব বলেছেন: বাহ!!!
সুন্দরতো!!!
বেশ ভালো লিখেছেন!!!!