নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব কম জানি। জ্ঞানীদের থেকে জ্ঞান নিতে আগ্রহী, জ্ঞানপাপীদের থেকে দূরে থাকি..

সিলেক্টিভলি সোশ্যাল

লেখালেখির ছোট্ট প্রয়াস..

সিলেক্টিভলি সোশ্যাল › বিস্তারিত পোস্টঃ

নারী তুমি পণ্য, তুমি সফল- ১

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৯



ছোট্ট ছোট্ট জামা কাপড় আর হাই হিল পরে ত্যাড়াব্যাকা হয়ে হাঁটতে পারা যোগ্যতা, গড গিফটেড চকচকে চেহারা চুল যোগ্যতা, বিভিন্ন রকম কামুক ভঙ্গিমায় নিজেকে প্রকাশ করতে পারা যোগ্যতা। হ্যাঁ, অবশ্যই এগুলো যোগ্যতা। একটি পণ্য যদি ক্রেতার নিকট আকর্ষণীয় হয়ে ওঠতে পারে তবেই তো সেই পণ্যটির বাজার সফল!



"সুন্দরী (পণ্যের) প্রতিযোগীতা"য় নারী যখন নিজেকে সর্বাধিক সুন্দর পণ্য হিসেবে জাহির করে সেই গৌরবোজ্জ্বল বিজয় মুকুটখানি নিজের মাথায় তুলে নেয় তখন তো নারী জাতির অগ্রগতির কথা অস্বীকার করার উপায় নেই!

"প্রচারেই প্রসার"। এই শ্লোগান সামনে রেখে এক জীবন্ত পণ্যের মোড়কে আরেক জড় পণ্যের প্রচার চলে, চলবেই। জয়তু কর্পোরেট ওয়ার্ল্ড, জয়তু সুন্দরী নারী, জয়তু নারীদের বাজার দর এগিয়ে নিয়ে যাওয়া নারীবাদী গোষ্ঠী:)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

সাহিদা সুলতানা শাহী বলেছেন: সঠিক কথা বলেছেন।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

আল রাকিস বলেছেন: নারীকে বাজারজাতকরনে ব্যবহার করা হচ্ছে।

৩| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:২০

খায়রুল আহসান বলেছেন: কথা অল্প, কিন্তু যেটা বোঝাবার, বোঝাতে পেরেছেন।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: যারা বুঝলে আসলেই কাজ হত তারাই রয়ে যায় অবুঝ :(

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৪| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:১৯

আদি বিনতে শাতিল বলেছেন: এরকম লেখা চাইছিলাম।শুভ কামনা রইলো।

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আফসোস একটাই, লেখাগুলো কেবল লেখাই থেকে যায়।

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আদি বিনতে শাতিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.