নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব কম জানি। জ্ঞানীদের থেকে জ্ঞান নিতে আগ্রহী, জ্ঞানপাপীদের থেকে দূরে থাকি..

সিলেক্টিভলি সোশ্যাল

লেখালেখির ছোট্ট প্রয়াস..

সিলেক্টিভলি সোশ্যাল › বিস্তারিত পোস্টঃ

সস্তা প্রেমিকা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪



রঙিন বাক্স, উপহার
পকেট ভারি অহংকার
বিলাসি বাক্য ঝংকার
বরাদ্দ রেখো অন্য কোনো জন্মে, অন্য কারো জন্যে।

জানোই তো,
বিরিয়ানি প্রেমে আমি অসুস্থ বোধ করি

এই জন্মে
তোমার ডাল-ভাত প্রেমে মুখ গুঁজেই তৃপ্তির ঢেকুর তুলতে চাই।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

পুলহ বলেছেন: অন্যরকম কবিতা, ভাষায় সরল কিন্তু বক্তব্যে গভীর। সরলতা আর গভীরতা একসাথে বজায় রাখাটা কঠিন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় এমনটা দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই প্রতিভাবান লোককবিদের ক্ষেত্রে...
ছোট্ট কবিতা, কিন্তু না বলা বক্তব্যটা বিশাল....

(আপনার শিরোনামহীন ১ কবিতাটা পড়েছি, কিন্তু ঠিক বুঝতে পারি নি দেখে এ কবিতা পড়ে মন্তব্য করলাম)
ভালো থাকুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আপনার মন্তব্যে প্রশংসার ভাগটাও বিশাল। আমি নিতান্তই আনাড়ি লেখিকা। অনেক অনেক ধন্যবাদ জানবেন।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৮

কবীর বলেছেন:

ভালো লেগেছে + B:-/

শুভ ব্লগিং

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: মন্তব্যে আমারও ভালো লাগলো। ধন্যবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২২

সিগনেচার নসিব বলেছেন: বাহ !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কৃতজ্ঞতা :)

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর চিন্তা।
ভালোলাগা রেখেগেলাম

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাথে নিয়ে যান :)

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভিন্ন সাধের অসাধারন কবিতা। ভাল নালাগার কোন সংগত কারণ দেখিনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৬

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আপনার এমন মন ভালো করে দেওয়া মন্তব্যে আমারও ভালো না লাগার কোনো সংগত কারণ দেখিনা। অসংখ্য ধন্যবাদ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

জেন রসি বলেছেন: কিছু পোস্টে আপনার মন্তব্য পড়ে মজা পেয়েছি! তাই আপনার ব্লগে ভ্রমন করতে আসলাম। বিরিয়ানি প্রেম ভারসাস ডাল ভাত প্রেমের কবিতা ভালো লেগেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: গরীবের ব্লগে আপনাকে স্বাগতম।

কষ্ট করে ভ্রমন এবং মন্তব্য করার জন্যে এক সমুদ্র ধন্যবাদ :)

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

পলাশমিঞা বলেছেন: আপনার জন্য দোয় রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দোয়ায় এইবার যদি অভিশাপমুক্ত হই আরকি :|

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: দুনিয়ার সব প্রেমিকাকে ধুয়ে দিলেন যে!!

না না, শুধু সস্তা প্রেমিকাকে।

আপনার কবিতা ভাল লাগছে।
আপনাকে নজরে রাখলাম।

ভাল থাকুন সবসময়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাহা...কিন্তু আমার তো মনে হয় ইচ্ছে ছিল দুনিয়ার সব প্রেমিককে ধোয়ার ;)

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগা প্রকাশ করার জন্যে।

এবং আরো অনেক অনেক ধন্যবাদ আমাকে নজরে রাখার জন্যে। ভালো থাকবেন। :)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০১

টুশকি বলেছেন: আই লাইক ব্রিনি!

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন:

ব্রিনি ফ' ইউ টুশকি আপ্পি =p~

১১| ১৭ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৪১

খায়রুল আহসান বলেছেন: ভালবাসি ডালভাত, ভালবাসি ডালভাত প্রেম।
ডালভাত প্রেমকে এতটা কদর দেয়ার জন্য ধন্যবাদ।
পোস্টে ভাল লাগা + +

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১২

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাহা... ডালভাতে সহজে অরুচি ধরাটা সহজসাধ্য নয়। এজন্যেই এত কদর।
সুন্দর মন্তব্যে + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.