![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির ছোট্ট প্রয়াস..
নিস্তব্ধ রাত
মলাট বাঁধাই কাগজগুলো উলটে যাচ্ছি একের পর এক
ঘড়ির কাঁটা টিক টিক শব্দ তুলছে একটানা
আজ সেও যেনো ভীষন ব্যস্ত
ব্যঘ্র গতিতে দৌড়ে চলেছে
তাল মিলাতে আমি হিমশিম খাচ্ছি
মুঠোফোনটি পাশেই পরে আছে নিদারুন অবহেলায়
ল্যাপটপটার কপালেও জোটে নি কোনো কোমল হাতের স্পর্শ
ফেসবুকের এককোণে লাল সংখ্যাগুলোও হয়ত বেড়ে যাচ্ছে পাল্লা দিয়ে
অথচ আজ আমি কত সহজেই না প্রযুক্তিকে অবহেলা করছি!
রুমমেট দের ধীর শ্বাসের ছন্দ-লয় কানে আসছে
সবাই কি নিশ্চিন্তে স্বপ্নের দেশে হেঁটে বেড়াচ্ছে
অন্ধকার ঘরে কেবল আমার টেবিলে খানিকটা মৃদু আলো
রাত জাগা পোকারা নৃত্য তুলেছে তার চারপাশে
একটা টিকটিকি এসে শিকার খুঁজে নিচ্ছে মাঝে মাঝে
এই মুহূর্তে তাদের চেয়েও বেশি ক্ষুদ্র মনে হচ্ছে নিজেকে!
চোখের পাতা ভারি হয়ে আসছে
মগজের চাকাও কর্কশ আর্তনাদ তুলে প্রতিবাদ জানাতে চাইছে
কিন্তু আমার মনোবলের কাছে সব নিমেষে হার মেনে নিচ্ছে
সারা বছর আলসেমি অবহেলায় যে বৃক্ষ চারা রোপণ করাই হয়নি
আজ একদিনেই যে তাকে রোপণ করে, ফুল-ফল সব গজিয়ে নিতে হবে!
একসময় ভেসে আসে একটা-দুইটা-কয়েকটা পাখির কিচির মিচির
চোখের নীচের ছাইরঙা পরিসর ক্রমশ গাঢ় হতে থাকে
আমি তবুও হার মানিনা ।
এখন দুপুর
আরো অনেকের সাথে আমিও একটি রুমে বসে আছি
একটু পর সামনে এক গুচ্ছ সাদা কাগজ দেখতে পেলাম
সময় নষ্ট না করে কালির ঝর তুলে হয়রান করে তুলি কলম গুলোকে
টানা তিন ঘন্টা কাগজের পর কাগজে কালো নকশা বুনে যাই।
তারপর বিধ্বস্ত শরীর-মন আর ভারি পদক্ষেপে
ফিরে আসি চিরচেনা রুমে।
বিছানায় চোখ যেতেই দেখি আমার জাদুর বাক্স!
সব ক্লান্তি উপেক্ষা করে হাতে তুলে নেই তাকে
গত রাতের উপেক্ষিত প্রযুক্তি
আজ আদুরে বেড়ালের মতই আমার হাতে এসে ধরা দেয়
একটি দীর্ঘ-শ্বাস ছেড়ে আমিও পরম মমতায় তার অভিমান ভুলাতে থাকি।
(০৭-০৪-১৪)
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কবি উপাধি পাওয়ার মত কবিতা লিখি বলে মনে হয়না। তবে প্রশংসা, সে মিছেই হোক বা সাচাই হোক, শুনতে বড়ই মধুর লাগে
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঠক।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮
শিখণ্ডী বলেছেন: বেশ কবিতা! চলতে থাকুক।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২০
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: বেশ মন্তব্য। কবিতা চলতে বাধ্য।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫
কবীর বলেছেন:
কবি হোন আর হোন ......
কবিতা ভালো লেগেছে ....
প্রেনাম নিবেন গুরুজন ।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৬
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: গুরুজন ধন্য হল
৪| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯
খায়রুল আহসান বলেছেন: এই মুহূর্তে তাদের চেয়েও বেশি ক্ষুদ্র মনে হচ্ছে নিজেকে! -- আপনার পরীক্ষার টেনশনটা পাঠকের মনেও ছড়িয়ে দিতে পেরেছেন সার্থক ভাবে, বিশেষ করে যারা আপনার মতই ফাঁকিবাজ কিন্তু মেধাবী ছাত্র/ছাত্রী ছিলেন!
পোস্টে ভাল লাগা, ৩য় প্লাস + +
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আমি ফাঁকিবাজ ছিলাম সেটা ধ্রুব সত্য, কিন্তু মেধাবী হতে পারিনি কখনোই। ছাত্রাবস্থায় অকাল মৃত্যু হলে হয়ত মিডিয়ার গুণে সেই আশাটুকু পূরণ হয়ে যেতো
পুরনো পোস্ট পড়ে দেখা, সুন্দর মন্তব্য এবং প্লাস প্রদানে কৃতজ্ঞ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২
কবীর বলেছেন:

পড়ে ভালো লেগেছে কবি +
শুভ ব্লগিং ......