![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির ছোট্ট প্রয়াস..
বইয়ের ভেতর ওভাবে কি খুঁজছ?কবিতা?
হাসছ কেন? কবিরা লিখতে জানে না?
শুনুন মশাই, কবিতা বুঝতে হলে আগে কবিতাদের দেখতে হয় বুঝলেন?
কি বললেন?কবিতা দেখতে আবার কেমন হয়?
আসুন আমার সাথে। আজ আপনাকে দেখাবো কবিতারা দেখতে কেমন হয়-
এই যে দেখুন ঘাসের ভেতর থেকে মাথা বের করে আছে নাম না জানা ছোট্ট একটি ফুল, এটি কবিতা।
এইমাত্র বৃষ্টির যে ফোঁটাটা সবুজ পাতার কিনার ছুঁয়ে টুপ করে নীচে নেমে গেল সেটিও কবিতা ছিল।
ওই ইট পাথরের দেয়ালের যে জায়গাটা জুড়ে অবাঞ্চিত কিছু শৈবাল জন্মেছে তারাও কবিতা।
আজ দুপুরে কৃষাণ বাড়ির হাঁড়িতে যে শূণ্যতা জায়গা করে নিয়েছে, বিশ্বাস করো সেটাও কবিতা।
কড়া রোদ মাথায় নিয়ে রিকশাওয়ালা নুরুলের দিনভর ছুটে চলা, সেটাও কবিতা।
বাড়ির ছাদে যে কিশোরি আজ বৃষ্টিতে ভিজে অজানা আনন্দে ভেসে যাচ্ছে, সেখানেও কবিতা।
কলেজ পড়ুয়া ছাত্রটির বইয়ের ভেতর কোনো এক কোণে নীল কালিতে লিখা ছোট্ট নামটিও কবিতা।
যে নব দম্পতির শোবার ঘরের বাতিটা এইমাত্র নিভে গেল সেখানেও আজ ভর করছে ভীষণ কবিতা।
বহুদিন পর ছেলে গ্রামে ফিরবে বলে যেই মা দরজায় দাঁড়িয়ে আছে, তার ছলছলে চোখও কবিতা।
স্বাধীন দেশে লাল-সবুজ পতাকা নিয়ে দৌড়ে যাওয়া একদল দূরন্ত বালকের উচ্ছ্বাসের নামও কবিতা।
এভাবে চারপাশে কত কত কবিতারা রোজ জন্ম নেয় আর রোজ হারিয়ে যায়, অথচ তুমি তাদের দেখতেই পাও না।
বইয়ের পাতায় খটোমটো শব্দের দু'এক লাইন দুরূহ লিখায় তুমি কবিতাদের খুঁজলে ব্যর্থ হবে।
এখন থেকে খুব অবেলায় যদি কবিতা পড়তে মন চায়- আমার চোখে তাকিও।
কথা দিচ্ছি এক লাইব্রেরি কবিতা সাজিয়ে বসে রইবো তোমার হারানোর অপেক্ষায়।
উৎসর্গঃ কোনো একজন পাঠককে, যার কাছে কবিতা মানে অশালীন কিছু শব্দের অন্তরালে কবির অর্থহীন মনোভাব প্রকাশের ছন্দহীন প্রচেষ্টা।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:১৩
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
অনেক ধন্যবাদ।
কমেন্টে +
২| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:১২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। সুন্দর বলেছেন।
কবিতার কথামালা পাঠকের কর্ণকুহরে রাগের বীণা বাজিয়ে যাক!
০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪৯
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: সুন্দর মন্তব্যে পুলকিত। অসংখ্য ধন্যবাদ।
৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:২২
মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল লাগল, আরও ভাল লাগল উৎসর্গ করেছেন পাঠককে।
সত্যি বাক্যে, আচারে এবং বাসনায় যে কবি সে-ই কবি । আর সেই কবি আপনি ।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৫৩
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: ভাইরে, মন্তব্য করতে ইক্টু খিয়াল কইরে পিলিজ... চারপাশে কবিদের জন্যে যেভাবে কারফিও জারি হচ্ছে, কবি উপাধি নিয়ে শেষে প্রাণটাই না খোয়াতে হয়!
তথাপি আপনার মারণঘাতি মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
৪| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: সিলেক্টিভলি সোশ্যাল ,
কবিতায় কবিতার যে ক'টি উদাহরণ দিলেন তার সবক'টিতেই আছে ছন্দ । ফুল যে ফোঁটে সেটা একটা ছন্দ , নুরুল যে ভাবে দিনভর ছুটে চলে তাতেও আছে চন্দ । ছন্দ মানেই কবিতা ।
এই যে, পোস্টখানি যখন লিখছিলেন তখন আপনার মা যে এসে দরজায় দাঁড়িয়ে বলে গেলেন - ভাত যে ঠান্ডা হয়ে গেল , খেতে আয় ; তাতেও আছে বলার ছন্দ , মা'য়ের দাঁড়ানো এবং চলে যাওয়াতে ছন্দ ।
ছন্দ নেই কোনখানে । এই যে আপনি এই মন্তব্যটি এখন পড়ছেন তাতেও আছে পড়ার একটা ছন্দ ।
এও কবিতা ........... আশা করি আপনি যাকে এই কবিতা উৎসর্গ করেছেন তিনি বুঝবেন এও একধরনের কবিতা ।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:০৫
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ধন্য হয়ে গেলাম।
অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালো থাকবেন।
৫| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৭
পুলহ বলেছেন: পুরো লেখাটা এবং তার বক্তব্য যথেষ্ট ভালো লেগেছে । "বইয়ের পাতায় খটোমটো শব্দের দু'এক লাইন দুরূহ লিখায় তুমি কবিতাদের খুঁজলে ব্যর্থ হবে।"-- খুবই ভালো বলেছেন।
হয়তো আপনি যাকে লেখাটা উতসর্গ করেছেন, এ পোস্ট পড়ার পর তার মনোভাব পালটে যেতেও পারে।
সে শুভকামনাই রইলো !
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৬
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
সবাই যদি কাব্য ভালোবাসত তাহলে এই জগতের খটোমটো ব্যাপার গুলোই অনেকটা কমে যেত হয়ত :-D
অনেক অনেক ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
কবিতা দেখলাম।
অনেক সুন্দর হয়েছে।
কবিতায় +