![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির ছোট্ট প্রয়াস..
"পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ/রিসেপশনিস্ট
যোগ্যতা: ব্লা ব্লা ব্লা
কেবল মাত্র ফিমেইলদের জন্য।"
কেন নয়? ফ্রন্ট ডেস্কে যদি সুন্দরী নারীই সাইনবোর্ড হয়ে বসে না থাকলো তাহলে কি আর প্রতিষ্ঠান চলে?? পুরুষ কর্মচারিরা হয়ত কাউকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারেন না!
টিভি পর্দায় গাড়ির মেলায় এত্ত সুন্দর সুন্দর দামী গাড়ি ধরে এঁকেবেঁকে সুন্দরী আপুরা ছোট্টখাট্ট পোশাক পরে দাঁড়িয়ে থাকেন। নাইলে কি আর ভাইয়া বা আংকেলরা ঠিকমত ডিসাইড করতে পারবেন আসলে কোন গাড়িটা কেনা উচিৎ! যেই গাড়ির সামনে যত্ত সুন্দর আপ্পি, সেই গাড়িটাই তো তত্ত বেশি সুন্দর
বলি, অই সুন্দর লাল পোশাকটা পরে পরিমনি যদি ফ্রিজ খুলে কিছু একটা নাই খেতো তাহলে কি আর যমুনা রেফ্রিজারেটর বাজারে বিক্রি হতো??
এই দুনিয়া বিশাল বাজার। সেই বাজারের দর বাড়াতে নারীর ভূমিকা অগ্রগণ্য। ভীষণ লাভজনক পণ্য বৈকি!
শুনেন আপুরা, আমাদের কিন্তু নিজেদের প্রতি অনেক বেশি যত্নবান হতে হবে। ফিরিনলাভ্লি বা পন্ডচ মেখে রং ফরসা না করলে কিন্তু আবার কপালে যোগ্য(ইকুয়াল ইকুয়াল) পাত্র নাও জুটতে পারে! হুম!
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৪০
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন:
২| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৮
নাগরিক কবি বলেছেন: কথা সত্য।।।।।।।
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন:
৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: সত্য এবং অপরিবর্তনীয়।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৫১
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হুম। আপনার মন্তব্য এক অপ্রিয় সত্য
৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার গুষ্টি-জ্ঞাতি ..... শীর্ষক পোস্টে আপনার ৩১ ও ৪৯ নং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার লিখেছেন কিছু প্রয়োজনীয় কথা। সেখানেও এ কথা বলে এসেছি, এখানে অপ্রাসঙ্গিক হলেও আবার বললাম, কারণ নোটিফিকেশন তো সব সময় পাওয়া যায় না।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৫৪
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আমার মন্তব্যে সহমত পোষণ করায় ধন্যবাদ তো আপনার পাওনা। আসলে কোনোকিছু অনুধাবন করার সাথে সাথে সেটা জায়গামত বলে দিতে না পারলে আমি আবার শান্তি পাইনা। কবিতা অকবিতা নিয়ে যা শুরু হয়েছিল, ব্যাপারটা খুবই দুঃখজনক। নোটিফিকেশন এসেছিল। আমিও পছন্দ সংকেতে ক্লিক করে আপনার মন্তব্যে আমার পছন্দ জানিয়ে এসেছিলাম।
এখানে কষ্ট করে আরো একবার মতামত জানানোর জন্যে আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৩০
কালীদাস বলেছেন: আরেকটু লেজ টানা যায় এই লাইনে? ধরেন, পাত্রের সিভিতে পাত্রে আশেপাশে আরও কয়েকটা সুন্দর মেয়ের ছবি যোগ করে দিলে?
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৫৯
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাহাহা... এই প্লানে যদি পাত্রদের ভরাডুবির চান্স না থাকতো তবে হলফ করে বলতে পারি একদিন আপনাকে সবাই গুরু মানতো
৬| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬
রোদেলা বলেছেন: পোস্ট পড়ে হাসতে হাসতে আমি অস্থির ।কিন্তু যাই বলেন,সুন্দর সুন্দর মেয়ে দেখতে কিন্তু বেশ লাগে আমার ।
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাসতে হাসতে অস্থির হওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ
সুন্দর সুন্দর মেয়ে দেখতে সবারই বেশ লাগে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
হা হা হা
কিচ্ছু করার নাই