নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব কম জানি। জ্ঞানীদের থেকে জ্ঞান নিতে আগ্রহী, জ্ঞানপাপীদের থেকে দূরে থাকি..

সিলেক্টিভলি সোশ্যাল

লেখালেখির ছোট্ট প্রয়াস..

সিলেক্টিভলি সোশ্যাল › বিস্তারিত পোস্টঃ

মহান নারী দিবস এবং এত্তগুলা প্রশ্নবোধক

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩০





"নারী দিবস".. হুম, এটা একটা দিবস। ডিম দিবস, পানি দিবস, ফিতা দিবসের মত এটাও একটা দিবস মাত্র :) এই দিবসে সবাই নারীদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া সবই জানায়। কিন্তু তাতে কি এসে যায়? দিবস প্রাপ্তিটাই কি বড় প্রাপ্তি?? অহংকারের বিষয়??? আজ পত্রিকা জুড়ে নারী দিবস নিয়ে লেখালেখি, আঁকাআঁকি, পদ্য- গদ্য, মিটিং মিছিলের অভাব হবে না। আর কালই পত্রিকায় নারী যৌন হয়রানির শিকার, বাল্য বিবাহের শিকার, স্বামীর ঘরে নির্যাতনের শিকার, অধিকার বঞ্চিতা অথবা আকর্ষণীয় পণ্য হিসেবে উপস্থাপিত হবে.. পথ চলতে প্রকাশ্যে তার সম্ভ্রম হানি হয়ে নারী মুখ লুকানোর জায়গা খুঁজবে এবং অপরাধিরা মাথা উঁচু করে সদর্পেই ঘুরে বেড়াবে :) আজ সোশ্যাল মিডিয়ায় একদিকে নারীর জয়জয়কার, আরেকদিকে নারীদের পুঁজি করে খোলা অশ্লীল পেইজ গুলোতে লাইক, কমেন্ট, ভিওর অভাবও হচ্ছে না! তো লাভ কি??? কি লাভ এসব দিবস দিয়ে??? কি লাভ একদিনে নারীদের মাথায় তুলে নাচার, পরদিন যদি তাকে পা দিয়েই মাড়াতে হয়??? যদি সকল ভালবাসা, সকল শুভেচ্ছা, সকল প্রার্থণা, সকল সচেতনতা একদিনের জন্যই হয় তাহলে দরকার নেই তো এই দিবসের! এটা কোনো সম্মান প্রদর্শণ নয়, বরং একটা বিশেষ দিনে একটা বিশেষ জাতকে হাসির পাত্র করা। :)

যাই হোক, দিবসে আমার কোনো আপত্তি নেই। যদি নারী আসলেই পণ্য নয়, বরং সবসময়ই শ্রদ্ধার পাত্র হিসেবেই গণ্য হয় তো দিবসে আমার কোনোই আপত্তি নেই। আর হ্যাঁ, 'নারীর অস্পৃশ্য হয়ে থাকা' এতে একা পুরুষের হাত নেই। নারীদেরও অবদান রয়েছে... প্রচুর... প্রচুর...। একটা সুন্দর সমাজ গড়ে তোলায় নারী পুরুষ সকলের প্রতি আন্তরিক অনুরোধ রইল। :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: একটা সুন্দর সমাজ গড়ে তোলায় নারী পুরুষ সকলের প্রতি আন্তরিক অনুরোধ রইল - এ সুন্দর আহ্বানের জন্য সাধুবাদ।
Charity begins at home - মূল্যবোধের শিক্ষাটা শুরু হতে হবে পরিবার থেকে, বৈষম্যেরও অবসান শুরু হতে হবে পরিবার থেকে।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:১১

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: "মূল্যবোধের শিক্ষাটা শুরু হতে হবে পরিবার থেকে, বৈষম্যেরও অবসান শুরু হতে হবে পরিবার থেকে"

অনেক অনেক ধন্যবাদ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

খায়রুল আহসান বলেছেন: আপনি কি অন্য কোন নামে এখন ব্লগিং করছেন? নাকি ব্লগিং একেবারে ছেড়েই দিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.