![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের পোস্টে Click This Link ব্লগার গণের অভূতপূর্ব সারা পাইয়া আমি অভিভূত।
সকলের জ্ঞানবৃদ্ধির নিমিত্তে আমি আপানদের সামনে হাজির করিতেছি এক অভিনব ক্যাটালগ। ইহা হইতে আপনারা বিবিধ প্রকার দাড়ির নাম ও তাদের চেহারা সম্পর্কে জানিতে পারিবেন।
আসলে জন ডায়ারের ব্গ আমকে উদ্বুদ্ধ করিয়াছে এই পোস্টখানা দিতে। প্রথমে জন ডায়ারের সাথে পরিচয় করাইয়া দেই আপনদের।
উনি একজন দাড়ি বিশেষজ্ঞ। তিনি শুধু দাড়ির সম্পর্কে গবেষনাই করেন নাই, বিবিধ রকম দাড়ি নিজের মুখে বাস্তবায়িত করে নজির সৃষ্টি করিয়াছেন।
চলুন তাহায় ছবিগুলি দেখি এবং তাহার সংক্ষিপ্ত বর্ণনা জানিয়া লই।
১. ইহার নাম A La Souvarov (বাংলায় কি হইবে বুঝিতেছি না)।
এক্ষেত্রে সাইডবার্ন (মানে আমরা যেইটারে চিপ বলি) নিচে আসিয়া পুনরায় ঊর্ধগামী হইয়া গোঁফের সহিত সম্মিলিত হয়।
ইহা ২০০৮ সালে অর্জিত।
২. ইহার নাম নোঙর (The Anchor) সম্মুখ হইতে দেখিতে ইহা নোঙরের ন্যায়।
ইহা ২০০৭ সালে অর্জিত।
৩. ইহার নাম Balbo ইহাতে গোঁফের সাথে দাড়ির সংযোগ থাকে না।
ইহাও ২০০৭ সালের অর্জন।
৪. ইহার নাম Chin Puf. ইহা কেবল থুতনির গোল অংশটুকু ঢাকিয়া রাখে
৫. ইহা Copstash Standar, পুলিশ মিলিটারির মাঝে এটি জনপ্রিয়। ইহা ঠোঁটের অধিক বর্ধিত হয় না।
৬. ইহা Ducktail মানে হাঁসের লেজ। দুই পাশের দাঁড়ি শেষমেশ একটা বিন্দুতে গিয়া শেষ হয়:
এইটা ২০০৮ সালের অর্জন।
৭. মাকড়ি(EL Insecto ): নামেই বুঝতে পারছেন কি হতে পারে। তেলাপোকার 'দাঁড়া' মতো থুতনির দুইপাশ হতে এই দাড়ির সরু বিকাশ
(এইটা রাখলে নিজেকে পুকা পুকা লাগতে পারে )
৮।Federation Standard: এইটা নকি স্টার ওয়ার্সে দেখা গেছিল। কেউ না বললে বুঝবেনই না এইটা দাড়ি। খিয়াল কৈরা!
কানের পাশে ৪৫ ডিগ্রিতে সামান্য একটা ছাঁট দেয়া হইছে
৯. ফারসী কাঁটাচামুচ: দাড়ি আইসা থুতনির কাছে দুইভাগে ভাগ হয়। (হয়ত গান গায় : আজ দুজনার, দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে)
১০. Friendly Mutton Chops(মানে কি বন্ধুত্বপূর্ণ খাসির চাপ ) দুইপাশ দিয়া দাড়ি গোঁফের সাথে মিলিত হয়, কিন্তু থুতনি থাকে অনাবৃত। (মাইকেলের মত, থুতনি টুক বাদে )
২০০৩ সালের অর্জন
১১. ফু মাঞ্চু: নামেই বুঝতে পারছেন 'চাইনিজ জিনিস' দুইপাশ থেকে ঝুলিয়া থাকে , থুতনি খালি
১২.Goatee: (বাংলা করিলাম না, মাইর খাইতে পারি।)
১৩. Handlebar: পাকনো গোঁফ সমেত:
গোঁফ ঘুরিয়া উপরের দিকে রওয়ানা হইয়া যায়:
১৪. হলিউডি(Hollywoodian): কি আর বলব, বিখ্যাত জায়গার নামে এর নাম১৫
১৫. Hulihee: দুইপাশের দাঁড়ি বিকশিত হয়:
১৬. The Klingon: গোঁফ থাকে না, গোঁফের সাংযেগ থাকে দুই পাশে।
Star Trek series থেকে এইটা জনপ্রিয়।
১৭.Old Dutch: এইটা আমিশ হইতে জনপ্রিয়।
১৮. পেন্সিল: উপরের ঠোঁট বরাবর চিকন গোঁফ:
১৯. Petit Goatee: এইবারও বর্ণনা দিলাম না।
২০. র্যাপ ইন্ডস্ট্রি স্টান্ডার্ড: চিকন...
২১. Soul Patch: ঠোঁটেরর নিচে, থুতনির আগে।( আমাদের দেশে বেশ চলছিল একসময়। আমার এক কাজিন বলছিল তার নাকি এইরকম দাড়ি(!) দেখলে মনে হয় শাক দিয়া ভাত খাবার পর মুখ ভাল করে ধোয়া হয় নাই, তাই খানিকটা শাক ঠোঁটের নিচে লেগে আছে)
২২. Toothbrush: এইটারে চার্লি চ্যাপলিন বিখ্যাত ও হিটলার কুখ্যাত করেছেন:
২৩. Van Dyke : এইটা বেশ পপুলার
২৪. The Zappa: ঠোঁটের উপরে নিচা আছে, বাকি জায়গায় নাই:
আর শেষে দিলাম, আলটিমেট ক্যাটালগ:
উফফ , বিরাট পোস্ট লিখতে লিখতে হাপায়া গেছি, আমারে মাইনাস
অ.ট. আমার কোনটাই নাই।
পোস্টানোর পুরা অনুপ্রেরণা আমি জন ডায়ারের থেকে পাইছি। (লোকটার ধৈর্যও আছেরে ভাই)
১২ ই জুন, ২০০৯ রাত ৮:৫০
মেঘলা মানুষ বলেছেন: ভ্যান অ্যালন
২| ১২ ই জুন, ২০০৯ রাত ৮:৪৮
ভাদাইম্যা পোলা বলেছেন: প্লাস।
১২ ই জুন, ২০০৯ রাত ৮:৫০
মেঘলা মানুষ বলেছেন:
৩| ১২ ই জুন, ২০০৯ রাত ৮:৫৬
সুফিয়ান ডট কম বলেছেন: ব্যাপকসসসসসসসসসসসসস
১২ ই জুন, ২০০৯ রাত ৯:১৪
মেঘলা মানুষ বলেছেন: Thanks (Bangla ashe na)
৪| ১২ ই জুন, ২০০৯ রাত ৯:০১
সূর্য বলেছেন: ব্যাপক কাজের জিনিস দিলেন ভাই। যারা নাপিত হইতে চায়, যারা সেলুনের ব্যবসা করতে চায়, আর যারা রাখতে চায়, সবার পক্ষ থেইকা ঝাজা!
১২ ই জুন, ২০০৯ রাত ৯:১৫
মেঘলা মানুষ বলেছেন: বাইছা নেন
৫| ১২ ই জুন, ২০০৯ রাত ৯:২২
বৃত্তবন্দী বলেছেন: আমি কোনো ক্যটাগরিতেই পড়ি না।
খানিকটা মাটন চপ, খানিকটা যাপা, খানিকটা হুলিবি, খানিকটা গোটি
১২ ই জুন, ২০০৯ রাত ৯:৩১
মেঘলা মানুষ বলেছেন: খাইছে, এত গুনের সমাবেশ!
৬| ১২ ই জুন, ২০০৯ রাত ৯:৩০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: পুরা কিলিন
১২ ই জুন, ২০০৯ রাত ৯:৩২
মেঘলা মানুষ বলেছেন: তা তো হবেই, তা তো হবেই
৭| ১২ ই জুন, ২০০৯ রাত ১০:৫১
মগ্নতা বলেছেন: হায় হায় কুনটা রাইখ্যা কুনটা ফেলি।
১২ ই জুন, ২০০৯ রাত ১১:৩৮
মেঘলা মানুষ বলেছেন: সবগুলাই ট্রাই করেন।
৮| ১৪ ই জুন, ২০০৯ সকাল ১১:০৯
কৌশিক বলেছেন: ওরে খোদা - মাথা ঘুরাইতেছে
১৪ ই জুন, ২০০৯ সকাল ১১:৪২
মেঘলা মানুষ বলেছেন: বলেন কি ভচ?
আপনার কুনটা? ঝাতি ঝানতে চায়
৯| ১৪ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৯
আট আনা বলেছেন: পিলাচ
১৪ ই জুন, ২০০৯ দুপুর ২:২৮
মেঘলা মানুষ বলেছেন:
থ্যাংকস বস, আবার।
১০| ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫১
যীশূ বলেছেন: আফনারও দেখি ভালো ধৈর্যও আছেরে ভাই। আমারও আছে। ধৈর্য ধইরা পড়লাম যে!
১৪ ই জুন, ২০০৯ দুপুর ২:৩১
মেঘলা মানুষ বলেছেন: আমার সবচাইতে খাটনি ওয়ালা পোস্ট
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০০৯ রাত ৮:৪৩
অ্যালন বলেছেন: তেয়েইশ নাম্বার্ডা য়ামার..তবে মোচের্শাথে দাঢ়িঢ় সঙজোগ নাই..