নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীদের বিচার চাই।

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

শফিউল আলম ইমন

জীবনের দৈর্ঘ্য নয় তীব্রতাই হচ্ছে জীবনের সবকিছু। ধুকে ধুকে বেঁচে থাকা নয়, প্রচন্ড উত্তাপে ছারখার করে দেয়ায় হচ্ছে জীবন। খুবই সাধারন একজন। স্বপ্নময় জগতে বসবাস করি।

শফিউল আলম ইমন › বিস্তারিত পোস্টঃ

মানুষ আসলেই একা!

২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৩

নচিকেতার 'একলা চলতে হয়' গানটা কলেজে থাকতে খুব শুনতাম। বাবার বানানো বাড়িতে একা রাতে ব্যালকনিতে বসে কতো সময় কাটিয়েছি তার কোন হিসেব নেই, নিয়ন আলোতে বসে হিমু টাইপ ভাব নিয়ে স্লো ভলিউমে নচিকেতা শুনতাম। মাঝে মাঝে অবশ্যি মা এসে হিমুকে তাড়াতেই কিনা 'ঘুমাইতে যা' বলে ধমক দিয়ে যেতো।



একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা মানুষ পিতাই, মধ্যিখানের বাকি সময় একলা না থাকার অভিনয়'। নচিকেতার সেই গানের কথা। একলা না থাকার অভিনয় করতে গিয়ে বেশ কিছু বছর আগে সময়ের মারপ্যাচে ফেঁসে গিয়েছিলাম। হঠাৎ করে পুরনো কাহিনী মনে করে মন খারাপ করছি কেন? না ঘটনা মোটেও মন খারাপের না। ওই সময়ের পরিচিত নাম্বার থেকে আজ একটা 'ম্যাসেজ' পেলাম; 'কেমন আছিস, তোর কি একবারও ফোন দিতে ইচ্ছে করে না?' একবার ভাবলাম রিপ্লাই দিই, পরে কেন জানি ইচ্ছে হলো না। একটা সময় আমার জন্য ওর সময় ছিলো না, এখন আমার সময় নেই, ব্যস্ত মানুষ। কিন্তু পাঁচ বছর পূর্বের কাহিনী ছিল সম্পূর্ণ ভিন্ন। অন্যের জন্য নিজেকে এতো তুচ্ছ ভেবেছি এখন নিজের প্রতি মায়া হয়!

সুনীলের 'নিজের আড়ালে' কবিতাটি তখন পড়লে বোধহয় ভালো হতো;

'সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে, মানুষ দেখে না, সে খোঁজে ভ্রমর কিংবা দিগন্তের মেঘের সংসার, আবার বিরক্ত হয়, কতকাল দেখে না আকাশ, কতকাল নদী, আর রমনীর কাছে গিয়ে বারবার হয়েছে কাঙাল'

'রমনীর কাছে গিয়ে বারবার হয়েছে কাঙাল' শুধুমাত্র এই লাইনটির কারণে আমার এক বন্ধুর যে কিনা কবিতা পড়ে না, কবিতাটি খুব পছন্দ হয়! বেচারা! দুবছর আগে যে কিনা তার প্রেমিকা আরেকজনের সাথে একই ছাদের নিচে বসবাস করছে শুনে বিশ্বাসই করতো না, বলে ইম্পসিবল, তোরা মিথ্যা বলতেছিস। মমিনদের বোধহয়এমনই হয়!



মানুষ বোধহয় আসলেই একা! নাইলে এতোদিন পরে কেন সেই মানবী ফিরে আসতে চাইবে? বেশ কিছুদিন ধরে যোগাযোগ করতে চাচ্ছে, আমিই পথটা বন্ধ রেখেছি, 'নো ইউটার্ন'। আমার এমন পরিবর্তন দেখে মাঝে মাঝে নিজেই অবাক হই। পেছনের সময়গুলোতে ফিরে গেলে শুধু ওকেই দেখতে পাই! সেসব ঘুমহীন রাতে জগজিৎ সিংয়ের সব গজলই মুখস্ত হয়ে গিয়েছিলো। ড্রয়ারে এতো ফোনকার্ড ছিল, কেউ দেখলে জিগেস করতো আমি ফোনকার্ডের ব্যবসা করি কিনা! ওকে এতো বেশি ফোন করতাম দেখে বিরক্ত হতো, মাঝে মাঝে পাত্তাই দিতো না। এখন তবে কেন এই ফিরে আসা? মানুষ কি তাহলে সত্যিই একা?

জীবন কারো জন্য থেমে থাকে না। সে তার আপন গতিতে চলে যাচ্ছে। আমার সময় ও ভালো মন্দে চলে গেছে, চলে যাচ্ছে। শুধু সময়ের সাথে আমরা পরিবর্তন হচ্ছি এই যা!



ঠিক ওই সময়টাতে এক পারস্য রমনীকে চিনতাম, যাকে শুধু সুন্দরী বললে কম বলা হবে। অসম্ভব ধরণের ভালো মেয়ে ছিলো সে। এক বাঙালির মন পাবার আশায় কতো চেষ্টাই না করলো, বাংলা কোর্সে ভর্তি হয়ে টুকটাক বাংলা পর্যন্ত শিখেছিল। ইন্টারনেট ঘেঁটে বাংলা গান শুনা থেকে শুরু করে বাঙালি কালচার সব তার মুখস্থ হয়ে গিয়েছিল। এই মেয়ে একবার আমাকে বলে, 'জাস্ট মেরি মি, আই এ্যম রেডি টু গো হোয়্যারএভার ইউ টেক মি'। আমি পাত্তা দিতাম না।



এখন মাঝে মাঝে ওকে মিস করি। ভাবি একটা মেইল দিই, সে তো রিপ্লাই দিবেই! আবার চিন্তা করি সে ও যদি আমার মতো করে ভাবে 'নো ইউটার্ন'!



পেন্সিলের 'বোহমিয়ান জীবনের একটা রাত' লেখাটি পড়ে লিখতে ইচ্ছে হলো।

নচিকেতার একলা চলতে হয় এখানে শুনতে পারবেন।





মন্তব্য ৭৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৩

মুছাব্বির বলেছেন: একলা চলার কাহিনী তো বুঝলাম।তা যার সাথে রাতের পর রাত মোবাইলের টাকা খরচ করে কথা কইতেন সে কেন এত পর হইয়া গেল এইট কইলেন না।

২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৬

শফিউল আলম ইমন বলেছেন: সেটা বুঝতে পারলেন না? ব্যাপার হইলো তখন আমার জন্য ওর সময় ছিলো না, এখন আমার সময় নেই। আর কিছু না।

২| ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৮

সাধারন মানুষ বলেছেন: আহহারে কি কষ্ঠ।
http://www.gamerworlds.webnode.com

২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৪

শফিউল আলম ইমন বলেছেন: কই কিসের কষ্ট ভাই?

৩| ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩০

ফয়েজ ০৮ বলেছেন: যার সাথে রাতের পর রাত মোবাইলের টাকা খরচ করে কথা কইতেন সে কেন এত পর হইয়া গেল এইট কইলেন না।

২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৪

শফিউল আলম ইমন বলেছেন: সেটা বুঝতে পারলেন না? ব্যাপার হইলো তখন আমার জন্য ওর সময় ছিলো না, এখন আমার সময় নেই। আর কিছু না।

৪| ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩০

ত্রিকাল বলেছেন: ভাই একটা কথা আজীবন মনে রাখবেন পথীবীতে আপনি সবসময় একা আপনার কাজ আপনাকে সামনে নিয়ে যাবে আর কেউ না আপনার সবচেয়ে আপন হল মা তারপর বাবা আর কেউ না।

২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৩

শফিউল আলম ইমন বলেছেন: সেটাই। আপন বলতে ওরাই। ভালো থাকুন।

৫| ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৪

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:

সব মানুষই কি একই ছাঁচে গড়া নাকি? 'না চাহিলে যারে পাওয়া যায়' এমন মহার্ঘ জিনিষকেই তুচ্ছবোধ করা আর হয়তোবা সাধারণ বস্তুর পেছনে অবিশ্রান্ত দৌড় এবং অবশেষে ক্লান্তি?

২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪১

শফিউল আলম ইমন বলেছেন: হুমম। ঠিক বলেছেন। অথচ 'চাহিলে যারে পাওয়া যায় না' তার পেছনে অনেক সময় ব্যয় করতে রাজী!

৬| ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪০

জ্বিনের বাদশা বলেছেন: জটিল মধুর সমস্যা দেখি!! ;)
যাই করেন, শুভকামনা

২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪২

শফিউল আলম ইমন বলেছেন: আরে ভাই কেমন আছেন? এইটা তেমন কোন সমস্যাই না।:)
বস আমার আগের পোষ্টটা দেখলে প্রীত হতাম।

৭| ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৯

সাগর ঢাকা বলেছেন: হাজারো ব্লগ এর মাঝে কিছু লেখা পরে থমকে যেতে হয় ... পুরানো কথা মনে করায়...ভাবায়....
ভালো বলেছেন.. জীবন থেমে থাকে না ....

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৫

শফিউল আলম ইমন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৮| ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০০

সবাক বলেছেন:
ধ্যাত্তেরী!!

বালের প্রেম আর রমনী।
রমনী কখনোই প্রেয়সী হয় না।
মা এবং বোন হিসেবেই নিরাপদ।
আর প্রেয়সী হিসেবে প্রকৃতি থেকে কিছু বেছে নিন।

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৪

শফিউল আলম ইমন বলেছেন: হুমম। কি খবর সুমন ভাই?

৯| ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৩

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বড়ো কঠোর সময়ের চাবুক। সবাইকেই মানুষ করে দেয়, কিংবা অমানুষ করে দেয়, কে-ইবা নিশ্চিত করে বলতে পারে!...

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৪

শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার বলেছেন তো! এ লাইনটা আগে কইলেই পারতেন, আমি পোষ্টে এ্যড করে দিতাম।

১০| ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৬

আবু সালেহ বলেছেন:
সময় বড় কঠোর.....................

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৩

শফিউল আলম ইমন বলেছেন: ঠিক বলেছেন।

১১| ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০০

সৌম্য বলেছেন: বিয়া করে ফেলেন।

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪২

শফিউল আলম ইমন বলেছেন: খিক খিক। সৌম্য ভাই কি যে কন না!!:)

১২| ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৬

আলী আরাফাত শান্ত বলেছেন: একা থাকাই ভালো!

নিজেকে নিয়ে ভাবার জন্য একা থাকার বিকল্প নাই!

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৫

শফিউল আলম ইমন বলেছেন: ঠিক কথা! শান্ত যে বুঝতে পারছে এটাই বেশি;)

১৩| ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৭

জেরী বলেছেন: একাই ভালো

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৪

শফিউল আলম ইমন বলেছেন: জেরীফা কি খবর? হ একাই ভালো।

১৪| ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৮

কুয়াশায় ডাকা বলেছেন: লিখাটা পরে অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু...... থাক ... আরেকদিন ....

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০১

শফিউল আলম ইমন বলেছেন: ইচ্ছে করলে বলে ফেলুন। অনেক সময় একজনের কথার সাথে আরেকজনের মিলে যায়।:)
ভালো আছেন তো?

১৫| ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৫

মানুষ বলেছেন: ব্যাপার না

১৬| ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৮

শফিউল আলম ইমন বলেছেন: আরে 'মানুষ' ভাই কেমন আছেন? আমি আপনার কথা বলি নাই কিন্তুক:)

১৭| ৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৩

চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছো? রমজান মোবারক

৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১৯

শফিউল আলম ইমন বলেছেন: এইতো আপু। রোজা আসার সাথে সাথে আমার মাথা ব্যাথাও ফিরে আসছে! সকাল চারটা থেকে রাত আটটা আমাদের রোজা। সমস্যা হলো আমি সেহেরী খাইতে পারি না। ডিনার করি রাত বারোটার দিকে। সো বিশঘন্টা না খাওয়া থাকতে হয়।:(
তারপর আপনার খবর কি?

১৮| ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৯

চিটি (হামিদা রহমান) বলেছেন: কি বলো :) তোমার দেখি খুব খারাপ অবস্থা। এত ঘন্টা না খেয়ে থাকলে তো মাথা ব্যাথা করবে ?


আমি আছি ভালো। রমজানে খুব ব্যস্ত সময় কাটে। সব মিলে ভালো আছি, আলহামদুলিল্লাহ।

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪৬

শফিউল আলম ইমন বলেছেন: হুমম।:(
ভালো আছো শুনে খুশি হলাম। ভালো থাকো।

১৯| ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:২৩

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

"নো ইউ টার্ন"-- পছন্দের মতবাদ ।

"অবশেষে জেনেছি মানুষ একা, মানুষ তার চিবুকের কাছেও বড়ো একা"

আবুল হাসানের কবিতা । স্মৃতি থেকে লেখা , কথার হেরফের হতে পারে ।

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪৫

শফিউল আলম ইমন বলেছেন: হুমম। আবুল হাসানের কবিতা অসাধারণ। আপনি আগে কবিতা দিতেন ভালো লাগত। হঠাৎ করে বন্ধ করে দিলেন কেন?
কেমন আছেন?

২০| ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:২৮

নুশেরা বলেছেন: একাকীত্বের গান শেষে ভিন্ন কিছুর সম্ভাবনা (;)) দেখে ভালো লাগলো :)


অগাস্ট তো চলে গেলো ইমন...

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪৪

শফিউল আলম ইমন বলেছেন: হা হা হা.....নুশেরাবু তুমি ও:)
দেশে যেতে পারলাম কই? এখন ডিসেম্বরে যাবো প্ল্যান করছি ইনশাল্লাহ। দোয়া করো।
কেমন আছো তুমি?

২১| ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৫

নিহন বলেছেন: অনেক ব্যস্ত ভাইয়া ,তারপরেও মাঝে মাঝে আপনাদের দেখা দিয়ে যাই
কেমন আছেন আপনি ??

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪২

শফিউল আলম ইমন বলেছেন: দেখা দিয়ে যাও বলে খুশি হই। মাঝে মাঝে আমাদের দেখা দিয়ে যাবে। দেশে কবে যাচ্ছ?
ভালো আছো তো?

২২| ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১২

আলী আরাফাত শান্ত বলেছেন:
কি খবর ভাইজান?
কেমন যায় রমজান?

আছেন নি ভালো?
আমি আছি কোনরকম
সব কিছুই টলমলো!

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪১

শফিউল আলম ইমন বলেছেন: শান্ত মিয়ার খবর কি? কি করো ইদানীং? কি নিয়া এতো ব্যস্ত আমরা কি বুঝি না!!;)

২৩| ৩১ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২৮

নিহন বলেছেন: কি খবর দাদা ؟؟

৩১ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৫

শফিউল আলম ইমন বলেছেন: এইতো ভালোই। তুমি কেমন আছো নিহন? শরীর ভালো তো? পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত?

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫০

কঁাকন বলেছেন: :):):)

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২০

শফিউল আলম ইমন বলেছেন: কি আর কমু?
কেমন আছেন আপু?

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
একা কে নয় ?
মানুষ আসলেই একা...........

কথাটা সত্যি.........আবার সত্যি না।
আজ থেকে দশবছর পরের জীবন তোমাকে বলে দেবে।

ভালো থেকো ইমন।
শুভকামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৮

শফিউল আলম ইমন বলেছেন: হুমম। মজার কথা কি জানো? শান্ত আমাকে তোমার লেখা বইটা পাঠিয়েছিলো। গতকাল কবিতাগুলো পড়ছিলাম। একটা কবিতা ছিলো 'মানুষের একা হওয়া চাঁদেরই কারণ'। চমৎকার।

তোমার কবিতা তোমাকে শুনাই:) ;

মানুষের মূলত: একা।
তবু এই একা হওয়াতেও সবাই এক সাথে রয়।
নিঃসঙ্গ মানুষ বারবার করে দলে মিশে যায়।
অজস্র চেনা মুখ।
অজস্র চেনা সুখ।
অজস্র অচেনা দুঃখ।
ভাবনা অতলে বাস করে একা হয়ে যাওয়া।
অর্ধেক চাঁদ এর আলো পড়েছিলো কাল
নদীর উত্তাল জলে। নিঃশ্বাসের খুব কাছেই
বসবাস করছিলো একান্ত সুখেরা।
একা হবার কথা মনেই থাকে না কারো!
চাঁদটাকে ঘিরে নানান কথোপকথন।
সুখ যেমন করে একা।
একা চাঁদ।
একা পৃথিবী/
একা ওই আকাশ।

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ইমন এমন অবাক করে দাও না তোমরা..........কেমন যে লাগে।
অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।
শান্ত কে অনেক ধন্যবাদ......
আমাকে আগে বলোনিতো!

ভালো থেকো।সবসময়।

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৬

শফিউল আলম ইমন বলেছেন: আপু তুমার বই বেরোবে অথচ আমরা সংগ্রহে রাখবো না এমন হইতে পারে? আমি শান্তকে বই পাঠাতে বলেছিলাম। সে চার-পাঁচটা পাঠিয়েছিলো।:)
তুমিও ভালো থেকো।

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩১

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: দীর্ঘশ্বাস

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৭

শফিউল আলম ইমন বলেছেন: হুমমম। কেমন আছেন আপনি?

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫২

পেন্সিল বলেছেন: 'বাবার বানানো বাড়িতে একা রাতে ব্যালকনিতে বসে কতো সময় কাটিয়েছি তার কোন হিসেব নেই!' আংকেল কি আর্কিটেক্ট ছিলেন?

এনিওয়েজ,লেখাটা সেই রকম হয়ছে...সেই রকম...
নচিকেতার বেশ কয়েকটা গান আমার পছন্দ...বিশেষত পাগলা জগাই নামে একটা গান খুবই পছন্দ...শুনেছেন? না শুনলে বলেন,সেন্ড করব...

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৩

শফিউল আলম ইমন বলেছেন: বাবা আর্কিটেক্ট নন, ব্যবসায়ী মানুষ।:)
নচিকেতার পুরনো গানের একটা বাদ গেছে বলে মনে হয় না। এখনকার গান শুনা হয় না। পাগলা জগাই অনেক শুনেছি। অসম্ভব সুন্দর গান। নচিকেতার ভালো কালেকশন আছে আমার।:)

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৯

পেন্সিল বলেছেন: তাইলে আমাকে কাইন্ডলি একটু হেল্প করেন,, অনির্বান -৩ গানটা অনেকদিন ধরে খুঁজছি...শতরুপা কে নিয়ে গানটা...আছে নাকি?

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৫

শফিউল আলম ইমন বলেছেন: একটু কনফিউসনে পড়লাম; অনির্বান-৩ নাকি নীলান্জনা-৩, অনির্বান তো একটাই শুনেছি! নাকি এটা আমি শুনি নাই।:(
আমি অনলাইনে আছি। সম্ভব হলে অনলাইনে আসেন।

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৬

শূন্য আরণ্যক বলেছেন: আমার মতে -- যে তোমারে চায় তার কাছে যাওয়া উচিত ..।


দেরী না কইরা পারসী মেয়ে টারে মেইল করো -- এতো সেক্রিফাইস কোন বাংগালী মেয়ে করবো না :)

মন ভালো হয়ে যাক এই কামনা করি ।

আমি অবশ্য অনেক অনেক অনেক আগে বুঝেছি -- মানুষ আসলে একা ।

এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততোই ভালো ।

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২১

শফিউল আলম ইমন বলেছেন: বস কেমন আছেন? ঘটনা কিন্তু বহুত আগের। এটা ঠিক খুব কম মেয়েই এতো সেক্রিফাইস করতে চাইবে! কিন্তু সমস্যা হইলো আমার না আমার বাবা-মা। কোন বিদেশীরে বিয়ে করবো শুনলে আমারে জুতাপেটা করে বাইর করে দিবে!!:(

৩১| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩২

শূন্য আরণ্যক বলেছেন: বাইরে তো অলরেডি আছোই ;)

এনিওয়ে মা বাবা পছন্দে বিয়া করোন তো ভালো --

দোষ টা তাগো ঘাড়েই দেয়া যায় ।

:)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

শফিউল আলম ইমন বলেছেন: খিকজ।:):)

৩২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৩

ভাঙা চাঁদ বলেছেন: হুমম, কেমন আছেন ভাই?
আমার ফিরা আসাটা কেবল আপনেই খেয়াল করছেন। আর মে বি কেউ আমারে চিনে নাই। যাই হউক, ভালো থাকবেন।

অ.ট: লেখা নিয়া কিছু বলার নাই। বুইঝা লন।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৪

শফিউল আলম ইমন বলেছেন: হুমম। শুনো ব্লগকে এতো সিরিয়াসলি নিয়ো না। মাঝে মাঝে আসো, সবার সাথে হাই/হ্যালো কইরা যাও। তোমার লেখাগুলো আমার সত্যিই ভালো লাগতো। তুমি অনলাইনে আসো না ক্যান?

৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৬

আশরাফ মাহমুদ বলেছেন: বাহ্! ব্লগে আরেকজন ডায়েরীলেখক পেলাম। :) চমৎকার।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৯

শফিউল আলম ইমন বলেছেন: হা হা...সব তো তোমরাই লিখে ফেলো:)

৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১২

ফারহান দাউদ বলেছেন: ইমন ভাই, ,ম্যালা আগে দেয়া উপদেশটা আবার দেই, নো ইউটার্ন। যা গেছে গেছে, যা আসবে সেইটাই বড়। ভাল থাকেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১০

শফিউল আলম ইমন বলেছেন: হা হা হা....নো ইউটার্ন' মেনে চলতেছি।
খবর কি তোমার? তোমাকে ব্লগে না দেখলে শান্তি লাগে না!:)

৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৮

একরামুল হক শামীম বলেছেন: লেখাটা দারুন লিখেছিস

কেমন আছিস দোস্ত?

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১১

শফিউল আলম ইমন বলেছেন: আরে দোস্ত তুই কই থাকস? আমি তো ভাবতেসি তুই বোধহয় বড়লোক মানুষ হয়ে গেছিস! কেমন আছিস? খুব ব্যস্ত নাকি?

৩৬| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪১

একরামুল হক শামীম বলেছেন: কি যে বলিস!! বড়লোক মানুষ আর হতে যাবো কেনো!
এইতো ভালো আছি। একটু ব্যস্ত, তাছাড়া ব্লগে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না কেন জানি।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৭

শফিউল আলম ইমন বলেছেন: আচ্ছা।

৩৭| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৫

আলী আরাফাত শান্ত বলেছেন: কেমন আছেন ভাইয়া?
কথা হয় না মেলাদিন!

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৮

শফিউল আলম ইমন বলেছেন: শান্ত খবর কি? কি নিয়ে ব্যস্ত হয়ে গেছো?

৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬

জলপাই দেশি বলেছেন: জনারণ্যে বাস করেও কখনো আমরা একাকীত্ব অনুভব করি। কিন্তু তারা কখনো একা নয় যারা কোন একজনকে নয় গোটা মানবজাতিকে ভালবাসে। ভালো থাকুন। ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:০৩

শফিউল আলম ইমন বলেছেন: ঠিক বলেছেন।
পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৫

র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Travel Bangladesh information

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:০৪

শফিউল আলম ইমন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.