নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈষম্যবিরোধি আন্দোলনের সফল পরিসমাপ্তির পর আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা ডক্টর ইউনুসকে দেশের ক্ষমতা গ্রহন করার আহবান সেই শহীদ মিনার থেকেই জানিয়েছিল। ডক্টর ইউনুস প্রথমে অরাজি হলেও পরে ছাত্রদের হাজারো অনুরোধের মুখে সম্মতি দেন। এরপরেই গঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সেই উপদেষ্টা পরিষদ নিয়ে তেমন প্রশ্ন উঠে নাই। কারন নিয়োগপ্রাপ্ত সকল উপদেষ্টাদেরই প্রোফাইল ছিল অত্যন্ত ইম্প্রেসিভ। সবার পুর্ন আস্থা ছিল এবং এখনো আছে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের ওপর।
কিন্ত সম্প্রতি নতুন দুই উপদেষ্টা নিয়োগ নিয়ে তৈরী হয়েছে তুমুল বিতর্ক। আমরা সবাই জানি যে, সালেহউদ্দিন আহমেদ হচ্ছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এখন দেখছি বানিজ্য উপদেষ্টা হিসাবে নেয়া হয়েছে বিশিষ্ট শিল্পপতি সেখ বশির উদ্দিনকে!! তবে কি সালেহউদ্দিন আহমেদ আর সেই পদে নাই ?অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, বললেন বাণিজ্য উপদেষ্টা এমন দারুন বার্তা দেয়া বাণিজ্য উপদেষ্টাকে সরিয়ে দেয়ার কারন কি? সবাই নিজ দ্বায়িত্বে সালেহউদ্দিন আহমেদ ও নতুন নিয়োগ পাওয়া সেখ বশিরুদ্দিনের প্রোফাইল চেক করুন উইকিপিডিয়ায়।আর কুরুচিপুর্ন ও অশ্লীল ধারার মুভি নির্মাতা মোস্তাফা সারোয়ার ফারুকীর নিয়োগ নিয়ে আর একটা শব্দও খরচ করতে চাইনা!
এই বিতর্কিত নিয়োগের পর পরই বিভিন্ন অনলাইন এক্টিভিস্ট এবং বৈষম্যবিরোধি আন্দোলনের সমন্বয়কেরা প্রোফাইল লাল করে বিপ্লব এখনও শেষ হয়ে যায়নি বলে স্ট্যটাস দিয়ে তুমুল প্রতিবাদ করছে। বৈষম্যবিরোধি সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিবিসি বাংলাকে বলেন, “গণঅভ্যুত্থানের সাথে যাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, যারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী তাদেরকে কিসের ভিত্তিতে তারা উপদেষ্টা হচ্ছে এটা আমরা জানতে চাই। তাদের মানদণ্ড কী সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে। সরকারের এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত,” । সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিরা বিবিসি বাংলাকে বলছেন, সরকার যখন যে সিদ্ধান্ত নেয় তার সব সিদ্ধান্ত তাদের সাথে পরামর্শ করে নেয় না। যে কারণে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং তা প্রকাশ্যে এসেছে।
আসিফদের এমন বক্তব্যে এটা পরিষ্কার যে , উপদেষ্টা নিয়োগ কারা দেয় , তারা সেটা জানে না। বিশিষ্ট বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, “উপদেষ্টা যে কেউ হলেই তার সমালোচনা হবে। কারণ এর স্বচ্ছ কোনো নিয়োগ প্রক্রিয়া নেই।”
১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৭
মেঠোপথ২৩ বলেছেন: এই অন্তর্বর্তী সরকারকে সবাই একটা রোল মডেল সরকার হিসাবে দেখতে চায়। সবার প্রত্যশা যে এই সরকারের প্রতিফলন যেন আমরা পরবর্তী নির্বাচিত সরকারে দেখতে পাই।
২| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিয়োগে অনেক ত্রুটি আছে যেটা একেবারেই আত্নঘাতী।
১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৩
মেঠোপথ২৩ বলেছেন: এগুলো খুবই এলার্মিং। ধীরে ধীরে অত্যন্ত সু্ক্ষ্যভাবে অনুপ্রবেশ ঘটছে।
৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: সব বুরোক্রেট, জামাত এবং বিএনপির নিয়োগ! আমেরিকার একজন আছেন;বাদ বাকি সমন্বয়কের।
১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১২
মেঠোপথ২৩ বলেছেন: যারাই হোক , নিয়োগ প্রক্রিয়া জানা দরকার।
৪| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮
ধুলো মেঘ বলেছেন: ধরে নিলাম নিয়োগ ভারতই দিচ্ছে। তাতে অসুবিধা কি আছে? তারা কি এমন কণ কাজ করতে পারবে, যা আমরা জানতে পারবোনা? তাদের উপর সবার নজর আছে। কোন উল্টোপাল্টা করলে সবাই জেনে যাবে। আর এই সরকার এমন শক্ত না যে কোন প্রতিবাদ হলে ছাত্রলীগের গুন্ডা পান্ডা দিয়ে প্রতিহত করবে। পুলিশও আগের মত স্ট্রং না। তাই উপদেষ্টা পরিষদে আস্থা রাখুন আর দেখতে থাকুন।
আকিজ গ্রুপ আওয়ামী আমলে অনেক লাঞ্চনা বঞ্চনার শিকার হয়েছে। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের রিফর্মের জন্য এই গ্রুপ থেকে একজন উপদেষ্টা দরকার। আর ফারুকীর মধ্যে কিছু ব্যাপার আছে। তার মধ্যে সমাজ পরিবর্তন করে দেবার একটা সুপ্ত ক্ষমতা আছে। সেটা ইগনোর করার মত নয়।
১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১
মেঠোপথ২৩ বলেছেন: এত সরলীকরন করলেতো হবে না। এই সরকার টিকে থাকার উপড়ই নির্ভর করছে রাস্ট্রীয় সংস্কার। এই সরকার অবস্যই জোরপুর্বক টিকে থাকবে না, সেই চেষ্টাও করবে না। সেটাইতো এই দেশের জন্য ভয়াবহ বিষয় । জনগন হিসেবে আমরা চাই , তারা থাকুক এবং প্রয়োজনীয় রাস্ট্রীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করুক।
৫| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৪
কামাল১৮ বলেছেন: তারা যখন কোন কাজই করেনাই তখন তাদের নিয়েয়ে প্রশ্ন আসবে কি কারণে।কাদের কাজের মাধ্যমে তারা নিজেদের প্রশ্নবিদ্ধ করেছে।
সবার সমর্থন ছিলো সেটা বোঝার একমাত্র উপায় হলো নির্বাচন।সবার সমর্থন থাকলে নির্বাচন দিয়ে প্রমান করুক।
১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
মেঠোপথ২৩ বলেছেন: এত ছাত্র রক্ত দিয়েছে কেবল ক্ষমতার পালা বদলের জন্য নয়। আগে রাস্ট্র সংস্কার , মেরামত ও তারপরে নির্বাচন।
৬| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬
কামাল১৮ বলেছেন: তাদের কাজের মাধ্যমে হবে।
৭| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫২
আহরণ বলেছেন: ভাইয়া, আপনার ইউনুস মোটেও সুবোধ বালক নন। ২০০৭ সালে তিনি কিংস পার্টি গঠন করে ক্ষমতার ধান্ধা করেছেন। ২০২৪ এ তার লালসা পূর্ণ হয়েছে। এই ঘাটের মরা এখন সবার ঘাড়ে চেপে বসেছেন। বুড়ো মরে না, সরেও না।
১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
মেঠোপথ২৩ বলেছেন: ক্ষমতা কি আপনাদের বাপ দাদার সম্পত্তি নাকি যে আর কারো ক্ষমতার লোভ থাকা চলবে না?
৮| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয় এ্ই সরকার সব সময় আলোচনায় থাকার জন্যই এসব কাজ করছে...
১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
মেঠোপথ২৩ বলেছেন: আলচনাইয় থাকতে হবে ভাল কাজ দিয়ে , খারাপ কাজ দিয়ে নয়। উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ায় স্বছতা থাকা প্রয়োজন। আর যেই উপদেষ্টা কাজ দেখাতে পারবেন না , তাকেও সরিয়ে দিতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
৯| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১০
নান্দাইলের ইউনুছ বলেছেন:
ভাতিজা,
আমিও উপদেশদাতা হৈতে চাই।
আমার মিতা পেরধান উপদেশদাতা।
১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
মেঠোপথ২৩ বলেছেন: আপনি এই নিক কেন নিয়েছেন জানি না, তবে নান্দাইলের ইউনুস চরিত্রটা কিন্তু হুমায়ুন আহমেদ এর সৃষ্ট অন্যতম শক্তিশালী এক ক্যারেক্টার। আমাদের ভেতরে বিবেককে ঘা দিতে হুমায়ুন আহমেদ তৈরী করেছিলেন এই অমর চরিত্র।
১০| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৯
নান্দাইলের ইউনুছ বলেছেন:
এদের অনেকেই আছে বালাছাল উপদেশদাতা।
১১| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
মেঘনা বলেছেন: সাখাওয়াত হোসেন কে কেন সরাষ্ট্র উপদেস্টার পদ থেকে সরানো হল।
১২| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
মেঘনা বলেছেন: সাখাওয়াত হোসেন কে কেন সরাষ্ট্র উপদেস্টার পদ থেকে সরানো হল।
১৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
এস.এম.সাগর বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: সব বুরোক্রেট, জামাত এবং বিএনপির নিয়োগ! আমেরিকার একজন আছেন;বাদ বাকি সমন্বয়কের।
বড় ভাই,
উপদেষ্টা পরিষদে এক জন উপদেষ্টাকে দেখাতে পারবেন বা কোন দলিল আছে আপনার কাছে যে, কোন উপদেষ্টাকে বিএনপির পরামর্শে নিয়োগ করা হযেছে বা কোন উপদেষ্টার অতিত বিএপির সাথে সম্পৃক্ত?
১৪| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৮
জটিল ভাই বলেছেন:
কে দেয় জানিনা। তবে শুধু এটুকু বলতে পারি, আমি নিয়োগ দেই না
১৫| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: নামটা বললেই তো তার কাছে দৌড়ে যাবেন- উপদেষ্টা বানিয়ে দেওয়ার জন্য
১৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৪১
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আমিও ঘাই দিতাম চাই।
ডরাই না কোন হালারে।
সব শালাই চুতিয়া।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১২
বাকপ্রবাস বলেছেন: হতাশা ভর করছে