নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঠোপথ২৩

মেঠোপথ২৩ › বিস্তারিত পোস্টঃ

বন্ধ হোক এই ফ্যসিবাদী ব্যক্তিপুজার রেওয়াজ

১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে এক দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একারণে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সুত্র ঃ প্রথম আলো

ব্যক্তিপুজা বলতে বলতে বোঝায় যখন একটি দেশের শাসনব্যবস্থা অথবা একজন শাসক বিভিন্ন কৌশল যেমন গণমাধ্যম, অপপ্রচার, বড় মিথ্যা, প্রদর্শনী, শিল্পকলা, দেশপ্রেম, সরকার সমর্থিত আন্দোলন এবং সমাবেশ; এইগুলো ব্যবহার করে চাটুকারিতা এবং প্রশংসার মধ্য দিয়ে মানুষের মনে ঐ নেতার একটি আদর্শিক, বীরত্বপূর্ণ এবং উপাসনামূলক চিত্র তৈরি করে। সাধারণত রাষ্ট্র নিজে বা একদলীয় সরকারের দল কিংবা রাষ্ট্রের প্রভাবশালী দল সামাজিক প্রকৌশল দ্বারা এটি প্রতিষ্ঠিত করে। এই বৈশিষ্ট্য বাদ দিলে এটিকে এক প্রকার "দেবত্বারোপ" মতবাদের মত বলা যায়। এই ব্যক্তিত্বের অর্চনা সাধারণত কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী দেশগুলিতে দেখা যায়। সুত্র ঃ উইকিপিডিয়া

বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ একটা চাকুরি। এই চাকুরি করা একজনের মৃত্যুর পর কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে? কেন পুনঃ নির্ধারিত ক্লাস / পরীক্ষা বাতিল করতে হবে? এটা কি উপড়ে উল্লেখিত ব্যক্তি পূজার নিদর্শন নয় ? রাজনৈ্তিক দলের দলীয় লেজুর ভিত্তিক শিক্ষকেরাই এই রেওয়াজের প্রবর্তন ঘটিয়েছে। ব্যক্তি পুজার মুল কারীগর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই নীল/ সাদা দলের কুশিক্ষকেরা। এরা ছাত্রদের দিয়ে জোড়পুর্বক তাদের পুজা করাতে বাধ্য করতে চায় । এবং নিজেরা পুজা করতে চায় তাদের সমর্থিত রাজনৈ্তিক নেতা নেত্রীদের। আর এভাবেই কায়েম রাখতে চায় স্বৈরতান্ত্রিক ফ্যসিবাদী ব্যবস্থা।

ডঃ ইউনুস সংস্কারের মুল জায়গাতেই হাত দিচ্ছেন না। নীল /সাদা নামের বেশে দলীয় পুজার মুল যদি এখনই কঠিন হাতে উৎপাটন না করা হয় , তবে এদেশে কোনদিনই সুশাষন প্রতিষ্ঠিত হবে না। এই কুশিক্ষকেরা হতে দেবে না। আরেফিন সিদ্দিকি নামের দলীয় দাসেরা তাদের কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কোন কাজই করে নাই। তাদের সকল কার্যক্রম ছিল নেত্রী পুজা কেন্দ্রিক। একদা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান আন্তর্জাতিক র্যাংকিং এর কথা বাদই দিলাম দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও অবস্থান অনেক নীচে। আরেফিন সাহেবের মত দলদাসেরাই এর জন্য এককভাবে দায়ী।

দুই হাজারের অধিক ছাত্রের মৃত্যূর পরেও ব্যক্তি পুজার এমন নিদর্শন দেখতে হচ্ছে জাতির , এরচেয়ে ভয়ংকর আর কি হতে পারে ?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৩৫

চাষী২০২৫ বলেছেন:



ভিসির জন্য ১দিন বন্ধ? আপনার জন্য কতদিন?

১৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

মেঠোপথ২৩ বলেছেন: যে দেশে থাকি সেখানে আমি মরলে দূরে থাক দেশের কিংবদন্তি নেতার মৃত্যূর পরেও একদিন বন্ধ দেয়া হয়নি। ব্যক্তি পুজার কোন সুযোগই এখানে নাই।

২| ১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: যদ্দুর জানি এই ভিসি আওয়ামীপন্থি ছিলেন। এই কারণেই কি এই পোস্ট দিলেন? উনি যদি বিএনপি বা জামায়াতি বা অন্য ঘরানার হতেন, তবে কি এই পোস্ট দিতেন? ব্যক্তিপূজার রেওয়াজ বন্ধ করতে বলতেন?

১৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

মেঠোপথ২৩ বলেছেন: আপনি খুব সম্ভবত আমার পোস্ট পড়েন না। পড়ে থাকলে জানার কথা যে , আমি যে সভ্য দেশে বসবাস করি, সেখানকার পরিস্থিতির নিরিখে পোস্ট / কমেন্ট লিখে থাকি। পোস্টে নীল/ সাদা দলবাজির কথা উল্লেখ করা স্বত্তেও কেন আপনি এমন কমেন্ট করলেন বোঝা দায়! আপনার পোস্টে আমি কখনই নেতিবাচক কোন কমেন্ট করি না। অত্যন্ত দুঃখিত হলাম আপনার কমেন্ট দেখে।

৩| ১৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

কামাল১৮ বলেছেন: শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত থাকাই ভালো।

১৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

মেঠোপথ২৩ বলেছেন: পুরোপুরি একমত। সকল প্রকার শিক্ষক/ ছাত্র রাজনীতি নিশিদ্ধ করা উচিত। ছাত্রদের বিভিন্ন ফোরাম থাকবে, কিন্তু রাজণীতি নয়।

৪| ১৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১০

সৈয়দ কুতুব বলেছেন: আরেফিন সিদ্দিক কে নিয়ে যে পরিমাণ পোস্ট দেখছি সবাই দেখি উনাকে এখনো মনে রেখেছেন। এসব কুশিক্ষক দের প্রতি কোনো মায়া শ্রদ্ধা জাগে না।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:২৩

মেঠোপথ২৩ বলেছেন: নীল দলের শিক্ষকেরা একেকটা দলীয় সেবাদাস ছাড়া আর কিছু না। সাদা দলের দলবাজি হয়ত সামনে দেখা যাবে। কিন্তু বিগত ১৭ বছরে নীল দলের সেবা দাসদের ভুমিকা ছিল ভয়ঙ্কর। শিক্ষক নামের এইসব কুলাঙ্গাররা নিল্লজ্জের মত স্বৈরাচারের চাটূকারিতা করেছে ।

৫| ১৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার কারণে। আসলে আমাদের দেশে এত পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয় যেকোনো বিষয়ে যে, বোঝা মুশকিল কার এজেন্ডা কী। এক দলের অনুসারীরা অন্য দলের বদনামে ব্যস্ত, অথচ একই কাজ নিজের দলের কেউ করলে চুপ। ব্লগে আপনি চাঁদাবাজি, দখলবাজি, খুন, ধর্ষণ নিয়ে কোনো পোস্ট দেখবেন না। তার মানে কি এসব হচ্ছে না? তাও কেন এসব ব্লগে কেন আসে না। কারণ নিজেদের দোষ কেউ দেখে না।

আমি নিজেও চাই দেশে সুষ্ঠু রাজনীতি হোক। কিন্তু কোনো লক্ষণ দেখেছেন? শেখ হাসিনার পরাজয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? এভাবেই চলতে থাকবে। এভাবেই পরম্পরায় চাঁদাবাজি, দখলবাজি, খুন, ধর্ষণ চলতেই থাকবে।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:০৪

মেঠোপথ২৩ বলেছেন: আওয়ামিলীগের বিরুদ্ধে পোস্ট দেখলেই কেন সিদ্ধান্ত নিচ্ছেন যে, এরা সবাই অন্য রাজনৈ্তিক দলের অনুসারী ? এই ভাবনাটা আওয়ামিলীগের উদ্ভাবিত। বিভাজনের এই নীতি অবলম্বন করে তারা দীর্ঘ ১৭ বছর জোড়পুর্বক ক্ষমতা ধরে রেখেছিল। আওয়ামি বিরুদ্ধ মত মানেই বিএনপি/ জামাত। এই ধারা থেকে বের হয়ে আসুন।

বিএনপি/ জামাতের সমালোচনার জায়গায় তাদেরও জোড় সমালোচনা করা হচ্ছে।হয়ত সেসব আপনার চোখ এরিয়ে যায়।

৬| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:০৫

চাষী২০২৫ বলেছেন:



আপনি সভ্য দেশে কাজ করতে গেছেন; কাজ করছেন; কিন্তু আপনি কি ওদের সভ্য হয়েছেন? আপনার পোষ্ট তা বলে না। আপনার চা-সিংগারা বিদ্যা আগের মতোই মাথায় আছে।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:০৯

মেঠোপথ২৩ বলেছেন: এই নিকও কিন্তু দ্রুত হারাবেন !

৭| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগের বিরুদ্ধে পোস্ট দেখলেই কেন সিদ্ধান্ত নিচ্ছেন যে, এরা সবাই অন্য রাজনৈতিক দলের অনুসারী? এই ভাবনাটা আওয়ামী লীগের উদ্ভাবিত। বিভাজনের এই নীতি অবলম্বন করে তারা দীর্ঘ ১৭ বছর জোরপূর্বক ক্ষমতা ধরে রেখেছিল। আওয়ামী বিরুদ্ধ মত মানেই বিএনপি/জামাত। এই ধারা থেকে বের হয়ে আসুন।

বিএনপি/জামাতের সমালোচনার জায়গায় তাদেরও জোর সমালোচনা করা হচ্ছে। হয়তো সেসব আপনার চোখ এড়িয়ে যায়।


নির্দিষ্ট এজেন্ডা ছাড়া এই ব্লগে একটা পোস্ট দেখান তো। সমালোচনামূলক একটা নিরপেক্ষ পোস্ট দেখান তো। আগে ছিল আওয়ামী লেজুড়ভিত্তিক রাজনীতি, এখন কী ধারার রাজনীতি হচ্ছে?

৮| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩২

নিমো বলেছেন: এই রেওয়াজ বন্ধে ঠিক কী ধরণের সংস্কার প্রয়োজন বলে মনে করেন? এর জন্য কি আলাদা কমিশন দরকার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.