![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এক ঝাক তরুনদের রক্তের উপড় দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একের পর এ জ্বালাময়ী কর্মসুচী দিচ্ছিল , তখন বিএনপির মির্জা ফখরুল বলেছিলেন বিএনপির কোনো নেতা-কর্মীই কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত নয়। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জড়িত না দাবি করে দলের মহাসচিব বলেন, আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতা-কর্মীদের সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য দোষারোপ করছে। সুত্র ঃ আমাদের সময়
বৈষম্যবিরোধি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদও সম্প্রতি তার '' মাতৃভুমি না মৃত্যূ'' বইতে উল্লেখ করেছেন যে, ৫ই অগাস্টে তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠকে রাজনৈ্তিক দল, ছাত্র ও সিভিল সোসাইটির সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের প্রস্তাবে তারেক রহমান অসম্মতি জানিয়েছিল। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিতো দেখা যাচ্ছে জুলাই-অগাস্ট বিপ্লবের স্টেক হোল্ডার নয়। তারাতো এই আন্দোলনকে পুরোপুরি অস্বীকার করেছে। আন্দোলনে বিএনপির তৃনমুল পর্যায়ের যেসব নেতা কর্মীরা যোগ দিয়েছিল , তারা সাধারন ছাত্র জনতার ব্যানারে যোগ দিয়েছিল। বিগত ১৭ বছরে এই তৃনমুল নেতা কর্মীরাই গুম, খুন , নির্যাতনের শিকার হয়েছে। বিএনপির হাই কমান্ড বহাল তবিয়তেই ছিল। এই কারনেই এই দুধের মাছিরা এক রক্তক্ষয়ী অভ্যূত্থানে অংশ নিয়ে জীবনের ঝুকি নিতে চায়নি।
কয়েক হাজার তরুন প্রান দিয়েছে জুলাই-অগাস্টর বিপ্লবে। হাত , পা , চক্ষু হারিয়েছে আরো কয়েক হাজার। এই নিশৃংষ হত্যাকান্ড ও সহিংষতার বিচার এখনও হয়নি। অথচ এই শহীদদের রক্তের উপড় দাড়িয়ে বিএনপি বিচার চায় না, পতিত স্বৈরাচারের ধংশ করে যাওয়া সিস্টেমে কোন সংস্কার চায় না! তারা কেবল নির্বাচন চায় ! বিগত ১৭ বছরে বিএনপি জনগনকে কখনই তাদের দলের সাথে সম্পৃক্ত করতে পারেনি। এর মুল কারন হচ্ছে জনগনের অধিকার , স্বার্থ , চাওয়া পাওয়া নিয়ে কখনই তাদের কথা বলতে দেখা যায়নি। তখনও তাদের দাবী ছিল কেবল বিদেশে নেত্রীর চিকিৎসা ও নির্বাচন!! জিয়া পরিবারের একনিষ্ঠ সেবক এই দল কি মনে করে পুরো দেশব্যপী লাখ লাখ তরুন শহিদী মৃত্যূর প্রস্তুতি নিয়ে রাজপথে নেমেছিল স্রেফ ক্ষমতার পালাবদল ঘটাতে ? এক দুর্নীতিবাজ পরিবারের বদলে আরেক দুর্নীতিবাজ পরিবারকে ক্ষমতায় বসাতে? তারা কি মনে করে বাংলাদেশকে একদা দুর্নীতিতে বিশ্বচ্যম্পিয়ন বানানোর ইতিহাস জনগন ভুলে গেছে ?
ডঃ ইউনূস বাংলার মাটির জন্য এক বিশাল আশির্বাদ। আমাদের অসীম সৌভাগ্য যে, ডঃ ইউনুসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে পেয়েছি। ডঃ ইউনুস ক্ষমতা গ্রহনের পর অবিশ্বাষ্য সব পরিবর্তন আমরা দেখতে পারছি ।মাত্র ছয় মাসেই বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে এসেছেন, লুট হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন ,বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন, ডলারের দামের উর্ধগতি ঠেকিয়েছেন। শুধুমাত্র ডক্টর ইউনুসের অনুরোধেই এই বিশ্বের সকল সভ্য দেশ বাংলাদেশের প্রতি সাহায্য , সহযোগিতা ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সাস্টেইনবেল বিদেশি বিনিয়োগের এক অসীম সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে দেশের জন্য। এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে বৈঠক হতে যাচ্ছে চায়নার প্রেসিডেন্ট শিং যে পিং এর সাথে। চীনের রাস্ট্রদুত বলেছেন যে, দুই দেশের জন্যই একটা মাইলফলক রচিত হবে এই বৈঠকের মধ্য দিয়ে। উন্নয়নের এই অগ্রযাত্রা থমকে যাবে যদি দ্রুত একটা যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হয়।
নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেনদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থেই পরিবর্তন দরকার, সংস্কার দরকার। সংস্কার বা পরিবর্তন করা মানেই নতুন করে সাজানো, গোছানো। দেশের মালিকানা দেশের জনগণের কাছে ফেরত দিতেই সংস্কার করতে হবে। স্বাধীনতার পর বাংলাদেশকে রাষ্ট্র আকারে আমরা গড়ে তুলতে পারিনি। যার ফলে এই রাষ্ট্র নাগরিকের কোনো অধিকার দেওয়ার পরিবর্তে তা হরণে ব্যস্ত ছিল। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। তাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি। আমরা এমন সংস্কার করতে চাই, যাতে কেউ ক্ষমতায় এসেই তার খেয়ালখুশিমতো জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার স্বৈরাচারের উত্থান ঘটবে সুত্র ঃ কালবেলা
সম্প্রতি এনসিপির হান্নান মাসউদ বিএনপি'র কিছু নেতা কর্মীদের দ্বারা অতর্কিত হামলা্র শিকার হয়েছে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে। এতে হান্নান মাসউদ সহ ৫০+ নেতাকর্মী গুরুতর আহত হয়। হান্নান এক সাক্ষাৎকারে বলেছে যে , ইফতারের পরে বাজার এলাকায় এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় তারা অতর্কিত হামলার শিকার হয়। সে সময় তার সাথে জুলাই আন্দোলনে নিহত শহীদ লিটনের ভাই উপস্থিত ছিল। তারা কেউই হামলার হাত থেকে রক্ষা পায়নি। নির্বাচনের ডেট এখনও ঘোষিত হয়নি। এখুনি যদি এই অবস্থা হয়, তবে সামনে কি হবে তা বলাই বাহুল্য।
এমন একটা নির্বাচনই কি আমরা চাই যেখানে আবারো পেশি শক্তি ও টাকার খেলার মহড়া চলবে ? কোটি কোটি টাকার বিনিময়ে মনোয়ন পত্র বিক্রি হবে দুর্নিতিবাজদের কাছে? তাহলে আর আবু সাঈদ , মুগ্ধদের মত হাজারো সম্ভাবনাময় তরুনদের রাজপথে রক্ত দেবার কি দরকার ছিল ? এত শহীদের আত্মত্যাগতো পুরোপুরি বৃথা যাবে যদি দেশের রাজনৈতিক পরিস্থিতির কোন পরিবর্তন না হয়। নির্বাচনের নামে দেশটাকে আর শিয়াল , শকুনের কাছে হাত বদল করা যাবে না । সবাই একযগে আওয়াজ তুলুন আগে বিচার , সংস্কার তারপরেই নির্বাচন।
২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৭
মেঠোপথ২৩ বলেছেন: সারজিস গাড়ি নিয়ে যে শো ডাউন করেছে , তাতে তীব্র সমালোচনার সম্মুখীণ হচ্ছে সে। হওয়াই উচিত। এনসিপি ভিন্ন আঙ্গিকে রাজনৈ্তিক প্রচারনা চালাবে বলেই জনগন আশা করে। তবে প্রচলিত রাজনৈ্তিক সিস্টেমে যেখানে পেশি শক্তি ও টাকার খেলে চলে সেখানে এনসিপি সাদামাটা ভাবে চলেও সুবিধা করতে পারবে না। এর প্রমান হচ্ছে হান্নান মাসুদ। হান্নান কিন্তু হাতিয়ার প্রান্তিক লেভেল এর মানুষের কাছে পৌছুতে পেরেছে। কিন্ত তীব্র মার খেল বিএনপির গুন্ডা বদমাসদের হাতে। এখন কিন্তু তার সমর্থকেরা ভয়ে পিছিয়ে যাবে। এ কারনেই প্রয়োজন সংস্কার। প্রচলিত পেশিশক্তি ও টাকার খেলার মহড়া আর আমরা দেখতে চাই না।।
২| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৫
চেংগিস খান বলেছেন:
আমেরিকান ক্যু'এর জল্লাদ বইও লিখেছে?বিচারের আগে জল্লাদেরা পালিয়ে যাবে।
২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫২
মেঠোপথ২৩ বলেছেন: কারা যেন পালিয়ে গেছে এই দেশ থেকে ?
৩| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৯
চেংগিস খান বলেছেন:
নিরীহ ছাত্রদের হতয়া করেছে আমেরিকার ভাড়াটে জল্লাদেরা: ওরা নিজেদের লোকজনকে পুলিশের ইউনিফর্ম পরায়ে ছাত্র হত্যা করেছে ও কিছু ছাত্রদের পুলিশের সামনে নিয়ে গেছে ও পুলিশকে আক্রমণ করে গুলি করতে বাধ্য করেছে।
২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৩
মেঠোপথ২৩ বলেছেন: ইতিহাসের নিকৃষ্ট এক খুনে জল্লাদ চেঙ্গিস খান এর নিক নিয়েছেন। তাই অবস্য মানায় আপনাদের।
৪| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৪১
Sulaiman hossain বলেছেন: আগে বিচার,সংস্কার,তারপর নির্বাচনের প্রশ্ন।ভোট ডাকাতি করার সুযোগ আর না দেওয়া উচিত
২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৪
মেঠোপথ২৩ বলেছেন: একমত। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে এই দেশের অবস্থা যেই লাউ সেই কদুই থাকবে।
৫| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:০৩
চেংগিস খান বলেছেন:
লেখক বলেছেন: কারা যেন পালিয়ে গেছে এই দেশ থেকে ?
বাংলাদেশ থেকে অনেকে পালায়েছে; কেহ ৯ মাস পাকীদের পক্ষে যুদ্ধ করে, পরাজিত হয়ে বাংগালীদের ভয়ে পালিয়েছিলো; কেহ ৪৪ বছর দেশ চালায়ে আমেরিকার ভয়ে পালায়েছে
৬| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:২৮
[email protected] বলেছেন: I love this article - Go ahead
২৬ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
মেঠোপথ২৩ বলেছেন: ধন্যবাদ
৭| ২৬ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
কামাল১৮ বলেছেন: সংস্কার এক চলমান প্রকৃয়া।বিচার শেষ হতে বহু বছর লাগবে।নির্বাচনের সাথে এর কোন সম্পর্ক নাই।
২৬ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
মেঠোপথ২৩ বলেছেন: আপনি কানাডায় থাকেন। কেন গেলেন সেই দেশে ? আমিও জীবনের অর্ধেক সময় প্রবাসে। কেন আসলাম ? আমাদের সবার উত্তর একটাই - উন্নত জীবনের প্রত্যাশায়। দেশে সে জীবন পেলে , এই প্রবাসে এতটা কাল কাটাতে হত না।
৮| ২৬ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: ২৪ এর গনঅভ্যুত্থান আর ডা: ইউনুস এর কাজকে প্রশ্নবিদ্ধ করতে নামধারী কিছু সমন্বয়ক ই যথেষ্ঠ।
বিএনপির আসলে কি হবে তা মোটামোটি পরিস্কার!! কিন্তু প্রশ্ন বিএনপিকে আটকাবেন কি করে?
বিএনপি সংস্কার কাজে বাধা দিলে নির্বাচনে জন্য মাঠে নামলে তথাকথিত জমিদার নাতিদের জন্য আবার মানুষ রাস্তায় নামবে বলে আপনার মনে হয়???
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৯
মেঠোপথ২৩ বলেছেন: আমাদের কিছুটা সহসশীল হতে হবে বৈষম্যবিরোধি আন্দোলনকে নেতৃত্ব দেয়া এনসিপির নেতাদের প্রতি। সারজিসের ৫০টা গাড়ির শো ডাউন নিয়ে যতটা কথা হচ্ছে , তার বাদবাকি বিষয়গুলো কিন্তু আলোচিত হচ্ছে না।আপনি যদি তার ফেসবুক পোস্টে যান তবে দেখতে পাবেন যে , সে শুধু আমাদের রাজনৈতিক দলগুলোর মত শো ডাউন করে , মিথ্যাচারে ভরপুর বক্তৃতা দিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে না । সারজিস তার এলাকার মহিলা , পুরুষ, শিশু সবার সাথে আলাদাভাবে কথা বলেছে। তাদের সমস্যাগুলো শুনেছে। সেই মোতাবেক কিছু প্রস্তাব সরকারের কাছে রেখেছে। জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে সে সরকারের কাছে তার এলাকার জনগণের যেসব দাবি পেশ করেছে তা হল -
*সিন্ডিকেট করে চা'য়ের ন্যায্য মূল্য হতে চা চাষীদের বঞ্চিত করাকে বন্ধ করতে হবে। চা চাষিরা কতিপয় ব্যবসায়ীদের হাতে আর জিম্মি হয়ে থাকতে চায় না।
*গুরুত্বপূর্ণ স্থানীয় কাঁচা সড়ক গুলো প্রায়োরিটির ভিত্তিতে দ্রুততম সময় পাকা করতে হবে।
একজন জনপ্রতিনিধির কাজ কিন্তু এগুলোই । নিজ নিজ এলাকার সমস্যাগুলো হাইলাইট করে সরকারের কাছে এর প্রতিকারের দাবী পেশ করা ও প্রতিকারের বিষয়ে উদ্যোগ নেয়া।
তবে গঠনমুলক সমালচনা জারী রাখতে হবে যেন তারা ভুল শুধরে নিতে পারে। ঢালাওভাবে এদের ব্যঙ্গ বিদ্রুপ করলে দিন শেষে লাভ এই দেশের লুটেরা রাজনীতিবিদদেরই হবে।
৯| ২৬ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
ভুয়া মফিজ বলেছেন: বিএনপি হইলো নির্লজ্জদের দল। বুড়া, ডায়াপার পড়া এক্সপায়ার্ড এইসব ধান্ধাবাজ বুড়াদের হাতে দেশ পড়লে দেশের বারোটার জায়গায় চৌদ্দটা বাজবে। বিএনপিকে আটকানোর যথাসাধ্য চেষ্টা করতে হবে। সবাই যার যার জায়গা থেকে কাজ করলে কিছু একটা হতে পারে।
তরুনদের অনভিজ্ঞতা আর রক্তগরমের বিষয়টা নিয়ন্ত্রণ করতে হবে। এরা ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে এগুবে। এদের কাজ-কারবারের সমালোচনা করা জরুরী, তবে দিনশেষে এরাই ভবিষ্যত বাংলাদেশ গড়বে, কাজেই তাদেরকে অব্যাহত সমর্থন দিয়ে যেতে হবে। এদের বুঝতে হবে যে, ইমেইজ খারাপ করার জন্য দেশে-বিদেশে চক্রান্তকারীর কোন অভাব নাই। তবে আমি আশাবাদী যে, এরা খুব শীঘ্রই সবকিছু গুছিয়ে উঠতে পারবে।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫১
মেঠোপথ২৩ বলেছেন: তরুনদের বিষয়ে আমি একমত। এরা ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে এগুবে। তবে সংস্কার ও বিচার না করে দ্রুত নির্বাচন দিলে , এদের কয়জন বেঁচে থাকবে সেটাই হল মুল ভয়ের বিষয়।
১০| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ৮:০০
জুন বলেছেন: প্রথম যার ছবি দিয়েছেন তার প্রতি আগে আমার একটা ভালোলাগা ছিল, মনে হোতো বাংলাদেশের রাজনীতিতে একজন ভদ্রলোক। কিন্ত বর্তমানে উহাদের নির্বাচন নির্বাচন নিয়ে অতি বল্লেও কম বলা হয় যাকে বলে প্রচন্ড আগ্রহ দেখে শংকিত মেঠো
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৯:০১
মেঠোপথ২৩ বলেছেন: https://www.youtube.com/watch?v=zzuf6sXw2k8
আপু, দেখুন এক শহীদ তরুনের মা এর আর্তি। এক ঝাক তরুনের রক্তের উপড় দাড়িয়ে তাদের বিচার না চেয়ে কোণ মুখে বিএনপি নির্বাচন চায়?
১১| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৬
ভুয়া মফিজ বলেছেন: জুন বলেছেন: প্রথম যার ছবি দিয়েছেন তার প্রতি আগে আমার একটা ভালোলাগা ছিল, মনে হোতো বাংলাদেশের রাজনীতিতে একজন ভদ্রলোক। কথা সত্যি। আমি পছন্দ করতাম উনাকে। তবে তারেকের দুই নম্বরী ধান্ধার কবলে পড়ে সে তার মান-ইজ্জৎ-গ্রহনযোগ্যতা সবই হারিয়েছে। একটা দলে গনতন্ত্র থাকা যে কতোটা জরুরী, আর পরিবারতন্ত্র যে কতোটা ক্ষতিকর, এইটা আরেকবার প্রমাণীত হইলো।
এই অমেরুদন্ডী ডায়াপার-বুইড়াকে কেউ থামায় না ক্যান!!!
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৯:২২
মেঠোপথ২৩ বলেছেন: তাদের নির্বাচনের জন্য মুখে ফেনা তুলে ফেলা কিন্তু খুবই সন্দেহজনক। জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার হলে তারা নির্বাচন নয়, বিচারের দাবী জানাতো নিজেদের চামরা বাচাঁতে ।
১২| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১০:২১
জুল ভার্ন বলেছেন: কোনো কিছুর জন্যই কোনটা থেমে থাকতে পারে না। কোনটা বাদ দিয়ে কোনোটা নয়, একসাথেই সব চলতে পারে।
২৭ শে মার্চ, ২০২৫ সকাল ৮:৫৮
মেঠোপথ২৩ বলেছেন: বিএনপি এখন লীগের বি টীম । তারা সংবিধান সংশোধন চায় না, জুলাই বিপ্লবের সনদ চায় না, রাস্ট্রপতির অপসারন চায় না, কোণ রকম সংস্কার চায় না , লীগের বিচার চায় না। তার চায় কেবল নির্বাচন ও নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দি হিসাবে রিফাইন্ড আওয়ামিলীগ !!! বিএনপি কোনদিন আপনাদের মত ডেডিকেটেড নেতা কর্মীদের মূল্যায়ন করবে না। তারা মূল্যায়ন করবে কেবল সিন্ডিকেট চাদাঁবাজদের যারা তাদের বিড়াট অংকের কমিশন দেবে।
১৩| ২৭ শে মার্চ, ২০২৫ রাত ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জুলাই কান্ডেরি বিচার আগে হতে হবে এটাই গন মানুষের দাবী। আর যারা এটা চায়না তারা ক্ষমতা লোভী। তাদের বয়কট করা উচিৎ।
২৭ শে মার্চ, ২০২৫ সকাল ৯:০০
মেঠোপথ২৩ বলেছেন: বিএনপি যা শুরু করেছে , তাতে হয়ত সামনে বয়কট ভারতের মত বয়কট বিএনপি শ্লোগান দেয়া শুরু করবে জেনারেশন-জি ।
১৪| ২৭ শে মার্চ, ২০২৫ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: জামাত শিবির কঠিন এক খেলা খেলেছে। সেই খেলায় আওয়ামীলীগ ধরাশায়ী হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৩১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি তো ছাত্রদের সরকারে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে খুব খুশি ছিলেন। এখন তারা ১৩০+ গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় যায়। বেকার ছাত্রদের সরকার আমলাদের অপসারণে লেলিয়ে দিয়েছিলো। ধূর্ত আমলা ও ব্যবসায়ীরা তাদের ম্যানেজ করে ফেলেছে।