![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি নামে যে দল গঠন করেছিলেন, তা থেকে বিএনপির অবস্থান যোজন যোজন দুরত্বে। তবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে সুশাষন প্রতিষ্ঠিত না করলেও বিএনপির বিরুদ্ধে জনগনের উপড় দমন, নীপিড়ন বা নির্যাতনের ইতিহাস নাই যেমনটা আওয়ামিলীগের বিরুদ্ধে রয়েছে। রাজনীতিতে খালেদা জিয়ার ''আপোষহীন'' নেত্রী হিসেবে একটা সুনাম রয়েছে বরাবরই। তিনি কোনদিনই সমঝোতার রাজনীতি করেন নাই। দেশের বৃহৎ একটা জনগোষ্ঠীর মাঝে খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তা রয়েছে। বিএনপির রাজনীতিতে দুর্নীতি বিষয়ক বদনাম মুলত বেগম জিয়ার দুই ছেলের বিরুদ্ধে। হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং বিষয়টি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত কেলেঙ্কারি হিসেবে পরিচিত। তারেক রহমান এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতা এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।২০০৭ সালে, বাংলাদেশের সরকার ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এতে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়িক লেনদেন এবং আন্তর্জাতিক মানি লন্ডারিং এর প্রমাণ উঠে আসে।যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সিঙ্গাপুরের আদালতেও তার বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়। তদন্তে তার বিরুদ্ধে প্রায় ২০ মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ ওঠে।২০১০ সালে বাংলাদেশে অর্থপাচার ও ঘুষের অভিযোগে মামলা দায়ের করা হয় । তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে নজরদারিতে রয়েছে । সুত্র ঃ উইকিপিডিয়া
সম্প্রতি ছাত্রদের তুমুল গনঅভ্যত্থানের মুখে স্বৈরাচারী আওয়ামিলীগ সরকারের পতনের পর বিএনপি আবারো রাজনৈতিক ময়দানে ফেরার সুযোগ পেয়েছে। রাজনীতিতে ফিরেই তারা প্রসাষন ও আইন আদালত তাদের কব্জায় নিয়ে নিয়েছে। যার ফলাফল স্বরুপ আমরা দেখেছি যে , একের পর এক মামলা থেকে অব্যহতি লাভ করেছে বিএনপি নেতারা ও তারেক রহমান !! বিএনপি এখন যে কোন মূল্যে ক্ষমতায় যেতে মরিয়া যেহেতু সরকারি সব প্রতিষ্ঠানে তাদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামিলীগ এর বিচার বা দেশে সুশাষন প্রতিষ্ঠায় তাদের কোন বার্তা নেই। আওয়ামিলীগের পুনর্বাসনেও তাদের বিন্দুমাত্র আপত্তি নাই। তাদের দরকার শুধু ক্ষমতা।
তারেক রহমান দুর্নীতিতে অত্যন্ত পারদর্শি হলেও রাজনৈ্তিক দুরদর্শিতা একেবারেই নাই। সারা জীবন মায়ের ছত্র ছায়ায় রাজনীতি করেছেন। বিএনপি এই দেশে রাজনীতি করে সফলতা পেয়েছে আওয়ামীবিরোধিতার মাধ্যমে। জিয়াউর রহমান আওয়ামিলীগের একক ক্ষমতায়নের রাজনীতি ভেঙ্গে দিয়েছিল বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠিত করে। খালেদা জিয়াও এরই ধারাবাহিকতায় ব্যপক সাফল্য অর্জন করেছন। খালেদা জিয়ার জন্মদিন আসলেই ১৫ই অগাস্ট কিনা জানা নাই, কিন্তু তিনি ১৫ই অগাস্টে নিয়মিত কেক কেটে তীব্র আওয়ামিবিরোধি মনোভাব সৃষ্টি করেছিলেন। খালেদা জিয়া যতদিন সুস্থ ছিলেন ততদিন তীব্র আওয়ামিবিরোধি মনোভাব দেখিয়ে রাজনীতি করে গেছেন।
খালেদা জিয়া অসুস্থ হবার পরেই বিএনপি রাজনৈ্তিক ময়দানে আর সুবিধা করতে পারে নাই। আওয়ামিলীগ টানা ১৭ বছর হয়ত ক্ষমতায় টিকতে পারতো না যদি বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় অবস্থায় থাকতেন। খালেদা জিয়ার বয়স এখন আশির উর্ধে। শারিরীকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ। তার স্থলে তারেক জিয়া রাজনীতি করছে লন্ডনে বসে অনলাইনে!! বিগত ১৭ বছরে বিএনপির নেতা কর্মীরা তুমুল দমন নীপিড়নের শিকার হয়েছে। কিন্ত রাজনৈ্তিক দল হিসাবে বিএনপি কোন সরকারবিরোধি আন্দোলন সংগঠিত করতে পারে নাই। আওয়ামিলীগ আমলে যে কয়টা সরকারবিরোধি আন্দোলন হয়েছে তা সবই অরাজনৈ্তিক ব্যানারে। নিরাপদ সড়ক চাই, কোটা সংস্কার ও সাম্প্রতিক বৈষম্যবি্রোধী আন্দোলন পুরোপুরি অরাজনৈ্তিক আন্দোলন যেখানে বিএনপির সংশ্লিষ্টতা ছিল না। বিএনপির আন্দোলন হয়ে দাড়িয়েছিল নেতাদের মৌখিক '' ঈদের পরে দুর্বার আন্দোলন''!!
বর্তমানে ছাত্রদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী আওয়ামিলীগের পতন হলেও বিএনপির অবস্থান জুলাই বিপ্লবের স্পিরিটের পুরোপুরি বিরুদ্ধে । বিএনপির নেতৃবৃন্দের মুখে আওয়ামিবিরোধী কোন বক্তব্য নাই। পিলখানা, শাপলা চত্বর ও জুলাইএ হত্যাকান্ড সমূহের বিষয়ে বিএনপির কোনই বক্তব্য নাই। বিএনপি নেতাদের মুখে নির্বাচন ছাড়া দ্বীতিয় আর কোন শব্দ নাই। ধরুন শেষ পর্যন্ত ইন্টারিম সরকার নির্বাচন দিয়ে দিল এবং বিএনপি প্রসাষনের সহায়তায় বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় গেল। আপনার কি মনে হয় বিএনপি সেই ক্ষমতা ধরে রাখতে পারবে? আমার ধারনা তারা কয়েক মাসও টিকতে পারবে না।
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:০৩
মেঠোপথ২৩ বলেছেন: ধন্যবাদ!!
২| ১০ ই মে, ২০২৫ বিকাল ৪:২৫
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির উচিত আগামী নির্বাচনে না যাওয়া। আওয়ামী লীগ কে নিষিদ্ধ করে দেয়া হোক। এনসিপি সরকারি দল আর জামায়াত বিরোধী দল হবে। ভোটের দরকার নেই। নির্বাচন হবে ফেইসবুকে যেখানে জামায়াতের ৩০ কোটি বট আর এনসিপির ১০ কোটি বট মিলে ভোট দিয়ে সরকার গঠন করবে।
সবাই এই দাবি তুলা উচিত।
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৪
মেঠোপথ২৩ বলেছেন: বিষয় হল বিএনপি আপনাদের ছলনায় ভুলে নিজেদের রাজনৈতিক কবর রচনা করতে যাচ্ছে। যেই প্রসাষনকে বিএনপি নিজেদের বলে ভাবছে তা মুলত আওয়ামী প্রসাষন।
৩| ১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৪০
যামিনী সুধা বলেছেন:
আমেরিকান ক্যু'এর ফলে মিলিটারী জন্ম দিয়েছে বিএনপি ও জাপা; আর শিবির জন্ম দিয়ে্ছে এনসিপি; এগুলো সবাই ছিলো জাতীয় কুলাংগার।
৪| ১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: তারেক জিয়া নাকি ভালো হয়ে গেছে। উনি হবেন দেশ নায়ক। খালেদা জিয়াকে এত প্রশংসা করার কিছু নাই।
আওয়ামীলীগকে পুনর্বাসনের গুরু দায়িত্বও বিএনপির কাঁধে আছে। আমাদের একজন আমেরিকা (প্রাক্তন ছাত্রলীগ) প্রবাসী ফুল, লতা, পাতা, পোকা মাকড়ের বিজ্ঞানি বলেছেন যে বিএনপি আর আওয়ামীলীগের কোয়ালিশন হতে যাচ্ছে সামনে। বৈজ্ঞানিক সাহেব মনে হয় ঠিকই বলেছেন।
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৫১
মেঠোপথ২৩ বলেছেন: খালেদা জিয়ার প্রশংসা করছি না। তবে নেত্রী হিসাবে বিএনপির রাজনীতিতে উনার গুরুত্বপুর্ন অবদান আছে ।
আওয়ামীলীগকে পুনর্বাসনের গুরু দায়িত্বও বিএনপির কাঁধে আছে। আমাদের একজন আমেরিকা (প্রাক্তন ছাত্রলীগ) প্রবাসী ফুল, লতা, পাতা, পোকা মাকড়ের বিজ্ঞানি বলেছেন যে বিএনপি আর আওয়ামীলীগের কোয়ালিশন হতে যাচ্ছে সামনে। বৈজ্ঞানিক সাহেব মনে হয় ঠিকই বলেছেন।
এই কারনেই বলছি যে , বিএনপি ক্ষমতায় গিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবে না। আওয়ামিলীগ বিএনপির সাথে আতাত করছে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে রাখতে নয়।
৫| ১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৫
জুল ভার্ন বলেছেন: বিএনপির ভবিষ্যত নিয়ে বিএনপি সচেতন এবং বিএনপি সঠিক পথেই এগুচ্ছে।
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৩
মেঠোপথ২৩ বলেছেন: টিনের চশমাটা খুলে ফেললে বাস্তবতাটা বুঝতে পারবেন।
৬| ১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৯
ভুয়া মফিজ বলেছেন: বিএনপি'র আবার রাজনৈতিক ভবিষ্যৎ কি? এইটা হইলো এডাল্ট ডায়াপার পড়া বুইড়াদের দল, যার নেতৃত্বে আছে খাম্বাবাবা (সে ১০% নামেও পরিচিত!!!)। ভারতীয় দালাল আর রিফাইন্ড আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এই দল একদিন জনগনের লাথি খেয়ে বাংলাদেশের রাজনীতি থেকে ছিটকে পড়বে। এটাই এদের ভবিতব্য।
এই দেশের মানুষ ভারতীয় দালালদেরকে আর কখনওই বেইল দিবে না।
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৭
মেঠোপথ২৩ বলেছেন: সংস্কার বিনা নির্বাচনে বিএনপিকে পুর্ন সহায়তা দেবে প্রসাষন এবং উত্তর পারা। তবে ১৭ বছরের লীগের অনুগত দাসেরা কেন সেটা দিবে সেটা বিএনপি বুঝতে পারছে না।
৭| ১০ ই মে, ২০২৫ বিকাল ৫:০১
যামিনী সুধা বলেছেন:
নিজামী, মুজাহিদ ও মীরকাশেম আলীর লাইন লম্বা হবে সামনের দিনগুলোতে।
১০ ই মে, ২০২৫ বিকাল ৫:১০
মেঠোপথ২৩ বলেছেন: সেই লাইনে কারা থাকবে বলে আপনার মনে হয়? আমারতো ধারনা বিএনপির বুদ্ধুগুলো।
৮| ১০ ই মে, ২০২৫ বিকাল ৫:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বিএনপিকে পছন্দ না করলেো জানি, তারা অনেক ত্যাগ স্বীকার করেছে।
অশুভ ছায়া অনেক অত্যাচার করেছে তাদের উপরে।
৯| ১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৯
যামিনী সুধা বলেছেন:
জিয়া শহীদ হয়নি, মুক্তিযোদ্ধা অফিসারদের হাতে প্রাণ হারায়েছে; সে বিএনপি করেছিলো দেশের বিশ্বাসঘাতকদের নিয়ে; বাঁচার চেষ্টা করেছিলো, সম্ভব হয়নি।
১০| ১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
যামিনী সুধা বলেছেন:
বিচারে মওদুদীর ফাঁসী হয়েছিলো; বয়সের কারণে গোলাম আজমের ফাঁসীর রায় থেকে বেঁচেছে, নিজামীর ফাঁসি হয়েছে; আরো অনেক বিশ্বাসঘাতক শিবিরের ফাঁসী হবে।
১১| ১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
আঁধারের যুবরাজ বলেছেন: যামিনী সুধা বলেছেন: জিয়া শহীদ হয়নি, মুক্তিযোদ্ধা অফিসারদের হাতে প্রাণ হারায়েছে
- বঙ্গবন্ধু যাদের হাতে প্রাণ হারিয়েছিলেন, তাদের কেউ কেউ নাকি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন ?
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:০১
যামিনী সুধা বলেছেন:
চা-সিংগারা রাজনৈতিক পোষ্ট।