![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফয়সাল শাহী, একজন ছাত্র। পড়ালিখার পাশাপাশি একটু আরেকটু ব্লগিং ও ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি। মূলত আমি প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ব্লগে লিখে থাকি।
ফেসবুকের কল্যাণে বর্তমানে ইন্টারনেটে কিছু ডায়ালগ খুব জনপ্রিয়তা লাভ করেছে। শুধুই ইন্টারনেট জগতেই নয় বন্ধু বান্ধবের আড্ডায় ও স্থান করে নিয়েছে এইসব ডায়ালগ। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এসব ডায়ালগ সমূহ।
# আমারে মাইরালা !
# চাপা মারবি না !
# দূরে গিয়া মর ।
# আরাম পাইলাম না ।
# কস কি মমিন ?
# ইউ পম গানা ।
# তোর মায় ঘুমায় ।
# মারবো এখানে লাশ পড়বে বুইঝা নে ।
# হাতে না ভাতে মারুম ।
# কিরে নোয়াখাইল্লা ?
# তুই রাজাকার ।
# চৌধুরী সাহেব ?
# আপনি মানুষ নাকি আওয়ামিলীগ ?
# ভাইজান বিবাহিত নাকি জীবিত ?
# প্যারাসিটেমল দুই বেলা ।
# কিরে মাইকেল ?
# আবার জিগস ।
# ঝাকি আক্কাস = ঝাক্কাস ।
# আই এম মোখলেছ ।
# পুরাই চেইত্তা খুশি ।
# কিরে মামা !
# ঝাঁকি দিয়া বিল্ডিং ফালায়া দে ।
# পাকনামী করিস না,সালা ।
# পুরাই বিজলী !
# অস্হির ।
# অচাম মামা ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬
শুঁটকি মাছ বলেছেন: দড়ি ফালাও,বায়া উডি যাই।
কেউ আম্রে একটু বিষ আইনা দে।
মাইর হবে,সাউন্ড হবে না।
এখন আমার কি হপে!
জীবন একখান বাশ বাগান
শান্তি নাইরে পাগল!
২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১
মাহির ফয়সাল শাহী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২
এন ইউ এমিল বলেছেন: