নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসানের ব্লগ

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

সত্যাশ্রয়ী

আনেক কিছুই লেখার কথা ছিল। হয়নি কিছুই। আমার জানালার ওপাশের মন উদাস করা ঝড়ো হাওয়া কখন যে ঢুকে পড়েছে ঘরে, চরাচর ডুবিয়ে দেয়া ঝুম বৃষ্টিকে সে ডাকছে এখন....

সত্যাশ্রয়ী › বিস্তারিত পোস্টঃ

আমার সুন্দরবন ভ্রমন আর পিতার চলে যাওয়া..... স্রস্টা , তুমি মাঝে মাঝে এতো নিস্ঠুর হও কিভাবে ?

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৫৭

সুন্দরবন খুব ভাল করে ঘুরার ইচছা ছিল আনেকদিন ধরে। এই ২১ ফেব্রুয়ারীর ছুটিটা সুবিধাজনক পড়ে যাওয়ায় এমবিএ র কয়েকজন ক্লাসমেট সহ সুন্দরবনের গভীরে যাওয়ার প্লান করলাম। যাওয়ার দিন মন কেমন করছিল, আব্বার শরীরটা খুব একটা ভাল ছিল না। মাস দেড়েক আগে সিসিইউতে ছিলেন , বাড়ী থেকে ঢাকা ফিরে চেক আপের জন্য আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা। ঢাকার বাসায় ছোট ভাই ছিল, আব্বার সংগে মামা ছিল তাই মোটামুটি নিশ্চিন্ত ছিলাম। খুলনা থেকে বড় লন্চ্ যখন ছাড়ল তখন আব্বাকে ফোন দিলাম। জানতাম কিছুক্ষন পরই নেটওয়ার্কের বাইরে চলে যাব। আব্বা ফোন ধরে যথারীতি আগে সালাম দিয়ে আমাকে লজ্জায় ফেললেন প্রানবন্ত গলায় জিজ্ঞাস করলেন কেমন আছ বাবু? বললাম, ভাল । আমার লন্চ ছেড়ে দিয়েছে , সুন্দরবন যাচ্ছি এখন। বললেন, কবে ফিরবা? বললাম, সোমবার সকালে । আব্বা একটু চুপ করে থেকে বললেন, ঠিক আছে আস। সেইই তাঁর সংগে জীবনের শেষ কথা বলা আমার । আমি যাত্রার উত্তেজনায় ভুলে গিয়েছিলাম, একবারও জিজ্ঞেস করিনি আপনার শরীর কেমন আব্বা?

পরদিন ভোরে কটকা পৌছালাম আমরা। আয়োজকরা নানা অজুহাতে এরপর হিরন পয়েন্টে যাওয়া এড়িয়ে যাচ্ছিলেন। আমরা কয়েকজন বেশ চেঁচামেচি করে হিরন পয়েন্ট যাওয়ার জন্য গোঁ ধরলাম, ভাগ্যের নির্মম পরিহাস, আমিই ছিলাম সবচেয়ে উচ্চকন্ঠ। হিরন পয়েন্ট যাওয়ার পথে সমুদ্র ঘেঁষে যখন চলছিলাম কারও মোবাইলে নেটওয়ার্ক ছিলনা, শুধু বুলবুলের মোবাইলে হটাৎ করে একবার নেটওয়ার্ক এসে পড়ায় একটা মেসেজ আসল, আমার ছোট ভাই পাঠিয়েছে। আমাকে যেভাবেই হোক এখনই বাড়ীতে যেতে। তারপর সেখান থেকে ফেরার নানা চেস্টা। একটা স্পীড বোট পাশ দিয়ে যাওয়ার সময় সবাই মিলে সেটাকে দাড়া করাবার চেস্টা করল, দাড়ালো না সেটা। লন্চের লোকজন বলল হিরন পয়েন্ট স্পীডবোট আছে। হিরন পয়েন্ট যেয়ে দেখি সেই স্পীডবোট টা নিয়ে এক মহিলা সচিব কিছুক্ষন আগে মংলা গেছেন। আটকা পড়ে গেলাম। হিরন পয়েন্ট এক ভয়াবহ জায়গা। মোবাইলের নেটওয়ার্ক নাই। নেভীর একটা ঘাটির মতো আছে তারাও কোন হেল্প করতে পারলনা। নেভীর কোয়ার্টারের তিনতলায় নির্দিস্ট একটা জায়গা আছে সেখানে মোবাইলের নেটওয়ার্ক রহস্যজালের মতো আসে যায়। সেখান থেকে এক নেভীর অফিসারের ফোন থেকে বাসায় কথা বলে জানলাম আব্বাকে মরচুয়ারীতে রাখা হয়েছে আমার অপেক্ষায়। জোয়ারে লন্চ ছাড়ল, পরদিন সকালে মংলা পৌছানোর কথা, ভোরে দেখি লন্চ ঘন কুয়াশায় সুন্দরবনের এক খালে আটকা পড়েছে। খোঁজ নিয়ে জানলাম একটা লন্চ ডুবেও গেছে। এরপর নরক যন্ত্রনার দীর্ঘ অপেক্ষা শেষে আসরের সময় পৌঁছালামা বাড়িতে। ভয়ে ছিলাম পিতার কি মুখ দেখব এতো সময় পর। কিন্তু আমার দেখা আমার জন্মদাতা মানুষটার শেষ চেহারা ছিল স্নিগ্ধ এক অপার্থিব হাসিতে ভরা।

এখনও বিশ্বাস হয়না মাঝে মাঝে, আব্বা চলে গেছেন। ক্লাশ মাঝে মাঝে দেরীতে শেষ হলে শাহবাগে যখন বাসের জন্য দাড়িয়ে থাকতাম, ফোনটা বেজে উঠতো, আব্বু তুমি কোথায়? এখনও শাহবাগে যখন বাসের জন্য যখন দাড়িয়ে থাকি হটাৎ হটাৎ মনে হয় এই বুঝি আমার ফোনটা বেজে উঠল। বাজে না। সেই প্রিয় কন্ঠটা আর কোনদিনই শুনতে পাবনা। আপনারা আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, তিনি যেন বেহেশতিবাসী হোন।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৪

রেজোওয়ানা বলেছেন: আল্লাহ আপনকে শক্তি দান করুন এই শোক বহন করার।
আপনার বাবাড় আত্মা শান্তি লাভ করুক, এই কামনা করি।

২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৯

সত্যাশ্রয়ী বলেছেন: ধন্যবাদ আপু

২| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৭

ইউেক বলেছেন: আপনার আব্বাকে আল্লাহ বেহেশত নসিব করুন। কিছুদিন আগে আমার আব্বা ও গত হয়েছেন,আব্বা মারা যাবার একঘন্টা আগে আমি ফোনে কথা বলে যেই কাজে গেলাম তার কিছুক্ষন পরই দেশ থেকে ফোন এল বাবা মারা গেছে ।
আমি দেশে এসে আব্বাকে দেখতে পারিনি কিন্তু আপনার কপাল ভাল যে আপনি অন্তত উনার মৃত দেহটাকে দেখতে পেরেছেন....
সবাইকে একদিন মরতেই হবে......

২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩৩

সত্যাশ্রয়ী বলেছেন: সমবেদনা। ধন্যবাদ।

৩| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৭

সেতূ বলেছেন:
আপনার আব্বার জন্য দোয়া রহিলো যেন বেহেশতিবাসী হন।
আমিন।

২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩৩

সত্যাশ্রয়ী বলেছেন: আমিন।

৪| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৭

আমি বীরবল বলেছেন: আপনার কয়েকটা পোস্টে দেখেছি আপনি সৃস্টিকর্তায় বিশ্বাসী নন। সেটা আপনার ব্যাক্তিগত বিষয়। আমি আমার সৃস্টিকর্তার কাছে প্রার্থনা করছি-আল্লাহ আপনার পিতাকে জান্নাতবাসী করুন।

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩৭

সত্যাশ্রয়ী বলেছেন: জানিনা আমার কোন পোস্ট দেখে আপনার এমন মনে হলো। সম্ভবত কাছাকাছি কোন নিকের সাথে গুলিয়ে ফেলেছেন আমাকে।

৫| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৯

নীল বেদনা বলেছেন:
আসলে কি বলব ভাষা খুজে পাচ্ছিনা। কোন সমবেদনাই এই ক্ষত উপশমে যথেষ্ঠ নয়। দোয়া করি যেন তিনি জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আপনার জন্মদাতা আপনাকে যতটুকু মমতায় আগলে রেখেছিল আল্লাহ যেন তার থেকে সহস্রগুণ বেশী মমতায় আপনার আব্বাকে হেফাজত করেন।

আমাদের সকলের পিতা-মাতা ভাল থাকুক, বেহেশত নসীব করুক। আমিন।

২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৩৪

সত্যাশ্রয়ী বলেছেন: ধন্যবাদ। আমিন।

৬| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩৫

বলাক০৪ বলেছেন: খুব মন খারাপ হল লেখাটা পড়ে। আমার ছোট মেয়েটাও ডিসেম্বরে সুন্দরবন বেড়াতে গিয়ে এক পর্যায়ে ফোন করে বল্ল যে এরপর আর নেটওয়ার্ক থাকবেনা.......। ভাগ্য ভালো আমার যে আপনার মত কিছু ঘটেনি। আপনার জন্য অনেক সমবেদনা, আর আব্বুর রুহের জন্য দোয়া।

৩০ শে মার্চ, ২০১০ সকাল ৮:৫১

সত্যাশ্রয়ী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৭| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৪১

আমি বীরবল বলেছেন: প্রিয় সত্যাশ্রয়ী ভাই, আমি ভুল করে আপনার নিকের সাথে সত্যান্বেসী'র নিকের সাথে গুলিয়ে ফেলেছিলাম। এমন ভুলের জন্য আমি লজ্জিত। সত্যান্বেসী এবং সত্যাশ্রয়ী দুজনের একই রকম নিক বলেই এমন ভুল হয়েছে। সৃস্টিকর্তা বিষয়ক মন্তব্যের জন্য সত্য আমি দূঃখীত। আবারো বলছি-সরি।

৩০ শে মার্চ, ২০১০ সকাল ৮:৫২

সত্যাশ্রয়ী বলেছেন: ব্যপার না । ভাল থাকুন।

৮| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৪৯

রাগিব বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপনার আব্বার রুহের মাগফেরাতের জন্য দোয়া করছি।

জীবনের এই বেদনার দিনে আপনি মনটাকে শক্ত করুন, আর আপনার আব্বা আপনাকে জীবনে যেভাবে সফল দেখতে চাইতেন, সেরকম হবার চেষ্টা করুন। বাবা-মার দোয়াকে সম্বল করে জীবনে এগিয়ে যান।

৩০ শে মার্চ, ২০১০ সকাল ৮:৫৪

সত্যাশ্রয়ী বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাগিব ভাই। আপনার অনুপ্রেরণামুলক মন্তব্য অনেক কাজে লাগবে।

৯| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ২:৩০

জুল ভার্ন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তোমার এই মর্মান্তিক পোস্ট পড়েই জোহর নামাজ পড়তে দাড়াই। অন্তরের অন্তস্থল থেকে আল্লাহর দরবারে মুনাজাত করেছি-আল্লাহ যেনো বাবাকে জান্নাতের সুন্দরতম স্থান জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। প্রার্থনা করছি-আল্লাহ যেনো তোমার পরিবারের সকলকে এই শোক/কস্ট সহ্য করার শক্তিদান করেন।আল্লাহ তোমাদের সহায় হবেন।

ফি-য়ামানিল্লাহ।

৩০ শে মার্চ, ২০১০ সকাল ৮:৫৫

সত্যাশ্রয়ী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনারা এই কামনায়।

১০| ২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৩২

মেহেদী_বিএনসিসি বলেছেন: আল্লাহ আপনার আব্বাকে জান্নাতী করুক। আপনার লেখা পড়ে এক অজানা আশংকা শিড়দাড়া দিয়ে বয়ে গেল..............। আপনি সে পরিস্থিতির মুখোমুখি হয়ে গেছেন.........ভবিষ্যতে আমাদের সবারই সেটাকে ফেইস করতে হবে...........যদিনা আমরাই আগে ভাগে মরে যাই। এগুলো কল্পনা করলেই মাথাটা আউলা হয়া যায়...........। যাইহোক আপনার লেখাটা ভাল লেগেছে........

৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০৯

সত্যাশ্রয়ী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে... পিতা মাতার যত্ন নিন..পৃথিবীতে নি:স্বার্থ ভালবাসার জায়গা শুধু এইটাই....

১১| ২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৫৭

রাজীব বলেছেন: আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব।
ফি-য়ামানিল্লাহ।

৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১৪

সত্যাশ্রয়ী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১২| ২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪০

টিনটিন` বলেছেন: আপনার বাবার জন্য অবশ্যই দোয়া করবো।

৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১৫

সত্যাশ্রয়ী বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.