নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসানের ব্লগ

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

সত্যাশ্রয়ী

আনেক কিছুই লেখার কথা ছিল। হয়নি কিছুই। আমার জানালার ওপাশের মন উদাস করা ঝড়ো হাওয়া কখন যে ঢুকে পড়েছে ঘরে, চরাচর ডুবিয়ে দেয়া ঝুম বৃষ্টিকে সে ডাকছে এখন....

সত্যাশ্রয়ী › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ - Interstellar

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

Interstellar ছিল বিগত বছরগুলোতে আমার দেখা সেরা সাই ফাই মুভি। দারুন গল্প সেই সংগে মেকিং। সেদিন দেখি এক বিদেশি রিভিউতে একজন বলছে সিনেমাটা কয়বার দেখেছ? একবার দেখলে ভাল করে বুঝবাই না। সত্যিই! টাইম নিয়ে চমতকার বিজ্ঞান আর কল্পনার সমন্বয় দেখান হয়েছে মুভিটিতে। এর আইএমবি রেটিং ৮ .৬।
কাহিনী গড়ে উঠেছে ভবিষ্যতের পৃথিবীতে যেখানে খাদ্যশস্যের এক রোগ ছড়িয়া পড়েছে পৃথিবী ক্রমে বসবাসের অযোগ্য হয়ে পড়ায় কুপার নামে নাসার এক প্রাক্তন পাইলটকে ওয়ার্মহোলের ভিতর দিয়ে নতুন বসবাস যোগ্য পৃথিবী খোজার দায়িত্ব দেয়া হয়। প্লান এ হচ্ছে গ্রাভিটি ইকুয়েশনের মাধ্যমে পৃথিবীতেই সমস্যার সমাধান খোজা আর প্লান বি হচ্ছে বসবাস যোগ্য অন্যগ্রহ খুজে বের করা। কুপার ইতোমধ্যে তার বাসায় কিছু অদ্ভুত কান্ড লক্ষ্য করে যেসব ভৌতিক ঘটনার ব্যাখ্যা মুভির শেষে পাওয়া যায়। শনি গ্রহের বলয়ের কাছে গিয়ে অভিযাত্রীরা ওয়ার্মহোলের কাছে মিলারস প্লানেটে নামে যেখানে একঘন্টা কাটালে পৃথিবীতে কাটে যায় সাত বছর। এইভাবে তিনটা গ্রহে নামতে গিয়ে নানা ঘটনা ঘটে আর সময়ের জালে পড়ে পৃথিবীতে কেটে যায় অনেক বছর। এরপরে ব্ল্যাকহোল আরেক অদ্ভুত ঘটনার জন্মদেয়। কুপারস আটকা পরে তার বাসার টাইম ফ্রেমে। যেখান থেকে সে তার বড় হয়ে যাওয়া মেয়েকে সাহায্য করে গ্রাভিটি ইকুয়েশন সমাধানে। সেখান থেকে বের হয়ে সিনেমার শেষে কুপারস তার মেয়ের সংগে দেখা করে যে কিনা বয়সের ভারে নুব্জ তখন।

চমতকার এই মুভিটিতে ভবিষ্যতের পৃথিবী আর টাইম ফ্রেমের বৈজ্ঞানিক বিষয়গুলো দারুন ভাবে ব্যবহার করা হয়েছে। সাইফাইপ্রেমীদের একটা মাস্ট ওয়াচ মুভি।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

ঈশান আহম্মেদ বলেছেন: সাইফাই মুভি বরাবরই দুর্দান্ত লাগে।আপনার রিভিওটাও অনেক ভাল হয়ছে,সহজ কথার বুনন আর লাস্টে কি হয়ছে সেটাও বলে দিছেন।রিভিওতে সাধারন লাস্টের সিন বলে না,একটা রহস্য রেখে দেয় যেন পাঠকদের আগ্রহ বাড়ে মুভিটা দেখার জন্য।পরবর্তীতে বিষয়টি মাথায় রাখবেন।আর ডাওনলোড লিংকটা দিন প্লিজ..... :D

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

সত্যাশ্রয়ী বলেছেন: লাস্টের স্টোরি পুরা বলি নাই ;)
থ্যাংকস।
এইখান গিয়া ফায়ার ফক্সের এড অন দিয়ে ডাউনলোড করেন Click This Link

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে টরেন্ট ডাউনলোড লিংক দেয়া থেকে বিরত থাকুন।

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

সত্যাশ্রয়ী বলেছেন: উপরের মন্তব্যটা যে কেন মুছল কে জানে। আমিতো ডাউনলোড লিংক দেই নাই। মুভি দেখার লিংক দিছি। সেখান থেকে ফায়ার ফক্স এড অন দিয়ে কিভাবে ডাউনলোড করা যায় সেইটা লিখছি। অনেকদিন পর ব্লগে, কি নিয়ম ভাংগল এতে কে জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.