![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনেক কিছুই লেখার কথা ছিল। হয়নি কিছুই। আমার জানালার ওপাশের মন উদাস করা ঝড়ো হাওয়া কখন যে ঢুকে পড়েছে ঘরে, চরাচর ডুবিয়ে দেয়া ঝুম বৃষ্টিকে সে ডাকছে এখন....
ব্ল্যাকহোল নিয়ে রহস্যের শেষ নেই। নানা থিওরি দিয়ে ব্ল্যাকহোল বুঝতে চেস্টা করেছেন বিজ্ঞানীরা। সাধারন ধারনা হচ্ছে ব্লাকহোল সৃস্টি নক্ষত্রের মৃত্যু থেকে। প্রবল আকর্ষনের কারনে কিছুই ফেরত আসেনা ব্ল্যাকহোল থেকে, আলোও না।
সাইফাই মুভিগুলোতেও নানাভাবে দেখানো হয়েছে ব্ল্যাকহোলকে। কিন্তু সম্প্রতি স্টিফেন হকিং বললেন আরাক সম্ভাবনার কথা। ব্ল্যাকহোল হতে পারে প্যারালাল ইউনিভার্সের গেইট ওয়ে। ব্ল্যাকহোল থেকে কিছুই ফেরত আসে না এই ধারনা ভুল। বরং থাকতে পারে উভয়মুখী রাস্তা যেটা দুই জগৎকে কানেক্ট করেছে।
ব্ল্যাকহোল নিয়ে স্টিফেন হকিং এর এই তত্ত্ব নিশ্চয়ই বিজ্ঞানীদের নতুন করে ভাবাবে। সত্যিই যদি ব্ল্যাকহোলের ওই পাশে আরাকটা জগৎ থাকে সেটা হবে দারুন আশ্চর্যের ব্যাপার। সম্প্রতি হার্ভাডে এক বক্তৃতায় হকিং বলেন যদি আপনি ব্ল্যাকহোলের খপ্পরে পড়ে যান তবে ভাববেন না সব শেষ, সেটা হতে পারে কোন নতুন জগতের রাস্তা।
সুত্র :
©somewhere in net ltd.